Wikimanbd (আলাপ) ১০:১৩, ২১ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

নতুন নিবন্ধ প্রসঙ্গে সম্পাদনা

প্রিয় @ওসমান গনি ( সাংবাদিক): নতুন হিসেবে উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম। আপনি রাজকালী বাড়ি মন্দির নিবন্ধটি ঐতিহাসিক স্থান হিসেবে তৈরির চেষ্টা করেছেন। কিন্তু এর বেশ কিছু অনুচ্ছেদ হুবুহু দৈনিক ইত্তেফাক থেকে প্রতিলেপন (কপি-পেস্ট) করেছেন। বিষয়টি কপিরাইট আইনের লঙ্গণ। দয়া করে অন্য কোন স্থান থেকে তথ্য সংগ্রহ করলে সেগুলো নিজের ভাষায় লিখে ওই সাইটের তথ্যসূত্র যোগ করে দিবেন। আমি নিবন্ধটি পরিস্কারকরণ ও দৈনিক ইত্তেফাক সূত্রে অনুলিপি করে মোটামুটি একটি অবস্থানে নিয়ে আসার চেষ্টা করেছি মাত্র। আপনি এ ধরনের নিবন্ধ তৈরির ক্ষেত্রে একই বিষয়ে অন্য নিবন্ধগুলো আগে পড়ে নিতে পারেন। তাহেল কিছুটা ধারণা পাওয়া যেতে পারে। প্রথম দিকে এমন ভুলত্রুটি কম-বেশি সবারই হয়, এতে হতাশ হওয়ার কিছু নেই। প্রচুর পড়ুন তাহলে অনেক কিছু জানার সুযোগ থাকবে। আপনার ব্যবহারকারী পাতাটি তৈরি করে ফেলুন এখান থেকে। আরো কিছু জানতে চাইলে আমার আলাপ পাতায় জানাতে পারেন --দেলোয়ার () • ১৪:০০, ২৯ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

নতুন নিবন্ধন তৈরি প্রসঙ্গে সম্পাদনা

সুপ্রিয় উইকিপিডিয়ান ওসমান গনি ( সাংবাদিক) ইতিমধ্যে দেলোয়ার ভাই আপনাকে নতুন নিবন্ধ তৈরী প্রসঙ্গে বার্তা দিয়েছেন। আশাকরি আপনি লক্ষ্য করেছেন। তার পরেও আমি আপনাকে বলছি আপনি ইতি মধ্যে একটি নিবন্ধন তৈরি করেছেন মেহার সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে এবং নিবন্ধনটি অসংলগ্ন ছিল যেটা আমি পরবর্তীতে ঠিক করে দিয়েছি। এর আগেও আপনি এরকম নিবন্ধন তৈরি করেছিলেন।তো আমি বলতে চাচ্ছি পরবর্তীতে এরকম নিবন্ধন তৈরি করবেন না আপনি নিবন্ধন তৈরি করার আগে এই পাতাটি পড়ে নিন তারপর নিবন্ধন তৈরি করুন। তাছাড়া আপনি নতুন নিবন্ধনটি নিজের ব্যবহারকারী:ওসমান গনি(সাংবাদিক)/খেলা ঘরে তৈরি করতে পারেন।Wikimanbd (আলাপ) ১০:৪১, ২৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আবেদা-নূর ফাউন্ডেশন নিবন্ধ প্রসঙ্গে সম্পাদনা

সুধী,

আপনি নতুন একটি নিবন্ধ তৈরি করেছেন যার নাম আবেদা-নূর ফাউন্ডেশন। এই নিবন্ধে আপনার রচনাশৈলী সম্পূর্ণ ভুল। এটা দ্রুত অপসারণ এর উপযোগী। আমি তা ঠিক করেছি অপসারণ ট্যাগ না লাগিয়ে। পরীক্ষামূলক সম্পাদনা খেলাঘরে করুন। ধন্যবাদ। ~ শাহরিয়ার সাহেব (আলাপ) ০৩:২৫, ২৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

শুভেচ্ছা নিন, ওসমান গনি ভাই। আপনার নিবন্ধের জন্য ধন্যবাদ জানাই, দুর্ভাগ্যবসত এই আবেদা-নূর ফাউন্ডেশন নিবন্ধটি পড়ে নিবন্ধটি উইকিপিডিয়ায় থাকার যোগ্য মনে হয়নি আমার। আপনি নিবন্ধের এর লক্ষ্য, এর অবস্থান, কি করে যাওয়া যায় এগুলি দিয়েছেন। কিন্তু নিবন্ধটি কি কারণে উল্লেখযোগ্য তা প্রতীয়মাণ হল না (বাংলাদেশে এ ধরনের বহু প্রতিষ্ঠান আছে)। এছাড়া তথ্যসূত্রের অভাব আছে। আপনি যে সূত্র দিয়েছেন তা যথেষ্ট নয়। এই প্রতিষ্ঠানের জন্য পত্রিকায় যে ফিচার জাতীয় প্রতিবেদন হয় সেই জাতীয় তথ্যসূত্র প্রয়োজন। আমি গুগলে খুঁজে দেখলাম কিন্তু আমি পেলাম না। এই নিবন্ধটি যদি উল্লেখযোগ্যতার কারণে অপসারিত হয় তবে অনুগ্রহ করে কষ্ট পাবেন না। শুরুর দিকে আমারো এমন হয়েছে। বাংলা উইকিতে অবদান রাখা চালিয়ে যান। ধন্যবাদ। আফতাবুজ্জামান (আলাপ) ০৩:৫০, ২৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন সম্পাদনা

 

সুপ্রিয় ওসমান গনি ( সাংবাদিক),

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী  সকলের জন্যই মুক্ত। 

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। 

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন  ও  উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳  ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট,  একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার  পাঠানো হবে  ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে।  বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। 

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৪০, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

বদরপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

বদরপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/বদরপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। গোলা মুকি(আলাপ)১৮:০৩, ২৬ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

আবেদা-নূর ফাউন্ডেশন নামক নিবন্ধের অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

আবেদা-নূর ফাউন্ডেশন নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধটি সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/আবেদা-নূর ফাউন্ডেশন পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। গোলা মুকি(আলাপ)০৭:০০, ২ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধের গণ-অপসারণের প্রস্তাবনা সম্পাদনা

 

আপনার তৈরি নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলী অনুসারে উইকিপিডিয়ায় স্থান পাওয়ার জন্য উপযুক্ত কিনা বা অপসারণ নীতিমালা অনুসারে অপসারণের যোগ্য কি-না এই বিষয়ে মতামতের জন্য একটি গণ-অপসারণের আলোচনার সূত্রপাত করা হয়েছে।

একটি ঐক্যমত্যে না পৌঁছানো পর্যন্ত নিবন্ধসমূহ সম্পর্কে উইকিপিডিয়া:নিবন্ধ অপসারণের প্রস্তাবনা/উল্লেখযোগ্য নয় এমন প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধ গণ-অপসারণ পাতায় আলোচনা করা হবে, এবং যে কাউকে আলোচনায় অংশগ্রহণে স্বাগতম, বিশেষ করে আপনাকে অংশগ্রহণে আহবান জানানো হচ্ছে। মনোনয়ন অপসারণ প্রস্তাবনার নীতি ও নির্দেশিকা ব্যাখ্যা করবে। আলোচনায় উচ্চমানের প্রমাণ এবং আমাদের নীতি ও নির্দেশাবলীর উপর গুরুত্ব দেওয়া হবে।

অপসারণ প্রস্তাবনার আলোচনা চলা অবস্থায় ব্যবহারকারীগণ নিবন্ধটির মান উন্নয়ন করতে পারবেন। অপসারণ প্রস্তাবনাতে নিবন্ধ উন্নয়ন সম্পর্কিত কোন তথ্য থাকলে নিবন্ধের স্বার্থে তা সম্পাদনা করা যাবে। যাইহোক, আলোচনা সমাপ্ত না হওয়া পর্যন্ত নিবন্ধ থেকে নিবন্ধ অপসারণ প্রস্তাবনা টেমপ্লেটটি সরাবেন না। -- ওহিদ (আলাপ) ১২:০৪, ১৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি)উত্তর দিন