টপ আইকন প্রসঙ্গে সম্পাদনা

প্রিয় অয়ন, উইকিতে অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। বিভিন্ন নিবন্ধে আপনার অন্তউইকি সংযোগ সংশোধনের কাজ অবশ্যই প্রশংসার দাবিদার। যাইহোক, আমি সম্প্রতি খেয়াল করেছি আপনার ব্যবহারকারী পাতার টপ আইকনে আপনি রোলব্যাকার ও সংক্রিয় পরীক্ষক আইকন দুটি যুক্ত করেছেন। কিন্তু রোলব্যকারসংক্রিয় পরীক্ষক তালিকায় আপনার ব্যবহারকারী নাম নেই। অনুগ্রহ করে, এ ধরনের অধিকার প্রাপ্ত না হলে আইকন ব্যবহারের ফলে অন্য ব্যবহারকারীরা বিভান্তিতে পড়তে পারে। অবশ্য আপনি যে কোন সময় উইকিপিডিয়া:অধিকারের আবেদন পাতায় আপনার অধিকারের জন্য আবেদন করতে পারেন। যে কোন পশ্ন থাকলে আমার আলাপ পাতায় আপনাকে স্বাগতম। -- যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৪২, ২৬ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন