ব্যবহারকারী:Shah Emtiaj/আবু তাহের মিছবাহ্

আবু তাহের মিছবাহ্। জন্ম: ১৯৫৬ সালের ৬ মার্চ জন্মগ্রহণ করেন। বাড়ী কুমিল্লা জেলায় হলেও পারিবারিকভাবে ঢাকায় বাস করেন।

আদীব হুজুর

আবু তাহের মিছবাহ্
জন্ম৬ মার্চ ১৯৫৬ ইং
কুমিল্লা
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষা
  • জামেয়ো কোরআনিয়া, লালবাগ মাদরাসা
  • নূরিয়া মাদরাসা
  • জামিয়া পটিয়া
পেশালেখক, শিক্ষক
উল্লেখযোগ্য কর্ম
  • মাদানী নেসাব (কওমী সিলেবাস)
  • মাদরাসাতুল মাদীনাহ্
পূর্বসূরীহাফেজ্জী হুজুর
সন্তানমুহাম্মদ বিন মিছবাহ্
পিতা-মাতা
  • মাওলানা মিছবাহুল হক (পিতা)

পরিচিতি সম্পাদনা

বিশেষত আরবি ভাষা শিক্ষার্থী ও মাদরাসা শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় এক অধ্যায়ের নাম আবু তাহের মিছবাহ। বাংলাদেশে যারা আরবি ভাষা নিয়ে যারা নিরন্তর সাধনা করে যাচ্ছেন তিনি তাদের অন্যতম এবং শীর্ষস্থানীয় একজন আলেমে দ্বীন। জীবনভর ইলম ও ভাষা চর্চায় ছিলেন আত্মনিবেদিত।[১]

শিক্ষা জীবন সম্পাদনা

মায়ের কাছেই প্রথম পড়াশোনা আরম্ভ করেন। ছোটবেলায় উনার মাতা উনাকে আরবীও পড়িয়েছেন। পরে ভর্তি হন জামেয়ো কোরআনিয়া, লালবাগ মাদরাসায়। কুরআন হিফয করেন এখানেই। হাফেজ্জী হুযুর রহ. প্রতিষ্ঠিত নূরিয়া মাদরাসায় দরসে নিযামী পড়েন। একসময় আবার চলে আসেন লালবাগে। হিদায়া জামা‘আত সম্পন্ন করে আপন উস্তায মাওলানা হেদায়াতুল্লাহ মুহাদ্দিছ ছাহেব হুযুরের নির্দেশে চলে যান জামিয়া পটিয়ায়। সেখানে ১৯৭৭ সালে দাওরাতুল হাদীস সমাপ্ত করেন।

কর্মজীবন সম্পাদনা

কর্মজীবনের শুরুতে বেশ কিছুদিন ইসলামিক ফাউন্ডেশনে কাজ করেছেন। শিক্ষকজীবনের যাত্রা শুরু হয় ঢাকা যাত্রাবাড়ী মাদরাসায। পরে কিছুদিন মালিবাগ জামিয়ায় অধ্যাপনা শেষে হাফেজ্জী হুযুর রহ.-র নির্দেশে নূরিয়া মাদরাসায় আসেন এবং একাধারে ২৫ বছর শিক্ষকতা করেন। ১৯৯২ সালে নূরিয়া মাদরাসা ছেড়ে উনার আব্বা ও হাফেজ্জী হুযুরের দু‘আয় এবং পরমপ্রিয় উস্তায আল্লামা আব্দুল হাই পাহাড়পুরী রহ.-র নির্দেশ ও তত্ত্বাবধানে প্রতিষ্ঠা করেন মাদরাসাতুল মাদীনাহ্। সেখানেই জন্ম হয় মাদানী নেসাবের।

লিখিত বই সম্পাদনা

তার লিখিত কিতাব অনেক। তার লিখিত সিলেবাস(কওমী সিলেবাস) গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য-

  • এসো আরবি শিখি[২] (এটি শিশুদের আরবি ভাষা শেখার প্রাথমিক পর্যায়ের বই। বলতে গেলে গোটা বাংলাদেশেই প্রাথমিক স্তরের ছাত্রদের জন্য এটি বাধ্যতামূলক পাঠ্যপুস্তকের অন্তর্ভূক্ত।)
  • এসো কুরআন শিখি[৩]
  • এসো সরফ শিখি
  • এসো নাহব শিখি
  • এসো ফিকাহ শিখি
  • এসো বালাগাত শিখি
  • এসো উর্দূ শিখি[৪]
  • এসো কলম মেরামত করি[৫]
  • ইসলামকে জানতে হলে

এছাড়াও তিনি সম্পাদনা করেছেন ছোটকাগজ ‘পুষ্প’ এবং আরবি ম্যাগাজিন ‘আল-কলম’। পুষ্পের বৃহৎ দুটি ভলিয়ম নিয়েও বের হয়েছে ‘পুষ্পসমগ্র’[৬][৭]। তার প্রবন্ধ, অনুবাদ ও সংকলনের সংখ্যাও কম নয়। যেমন- বায়তুল্লাহর মুসাফির (সফরনামা), বায়তুল্লাহর ছায়ায় (সফরনামা), আল-হিদায়া (দুই খন্ড), যুহাল ইসলাম (মূল: ড. আহমাদ আমীন), মুসলমানদের পতনে বিশ্বের কী ক্ষতি হলো? (মূল: আলী নাদাবী), আরকানে আরবা‘আ (মূল: আলী নাদাবী), আলমানার (আরবি-বাংলা), আলমানার (বাংলা-আরবি), আপনার আমানত (মূল: শায়খ কালীম সিদ্দীকী) ইত্যাদি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নিভৃতচারী চার আলেম"। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৭ 
  2. "এসো আরবী শিখি (১-৩ খণ্ড একত্রে) - মাওলানা আবু তাহের মিসবাহ"www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৭ 
  3. "এসো কোরআন শিখি ১-৪ খণ্ড - মাওলানা আবু তাহের মিসবাহ"www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৭ 
  4. "Esho Urdu Shikhi -1 - Maolana Abu Taher Mesbah"www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৭ 
  5. "এসো কলম মেরামত করি - মাওলানা আবু তাহের মিসবাহ"www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৭ 
  6. "পুষ্পসমগ্র - মাওলানা আবু তাহের মিসবাহ"www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৭ 
  7. "পুষ্প দ্বিতীয় প্রকাশনা (সংখ্যাঃ ১-২০) - মাওলানা আবু তাহের মিসবাহ"www.rokomari.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা

রকমারিতে সব বই

মাসিক আল-কাউসারকিছু লিখা

প্ল্যা-স্টোর এ এসো আরবি শিখি