আজকে পর্যন্ত বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধন সংখ্যা ১,৬১,৩৮৯। আমি যখন এখানে যোগ দেই (২০১৫ সাল) তখন ছিল চল্লিশ হাজারের মত। বর্তমান সংখ্যাটা সেই হিসেবে একটা ব্যাপক উন্নতি হিসেবেই দেখা যায়। যেই উন্নতিতে অবদান রেখেছেন লাখের উপর উইকিপেডিয়ান। আমার অবদান সেখানে খুবই ক্ষুদ্র। তবুও ভাল লাগছে বাংলা ভাষার তথ্যভান্ডারে সমৃদ্ধির জন্য কিছুটা হলেও অবদান রাখতে পেরে।


আমার সম্পর্কে
বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
ইংরেজি
to
বাংলা
এই ব্যবহারকারী একজন অনুবাদক যিনি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন।
এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় আছেন ৯ বছর, ৬ মাস ও ৮ দিন
এই ব্যবহারকারী অভ্র কিবোর্ড ব্যবহার করে বাংলা লিখেন।