মুজাহিদুল ইসলাম একজন বাংলাদেশী শিক্ষা বিষয়ক গবেষক ও ইসলামিক ব্যাক্তিত্ব। তিনি শিক্ষা বিষয়ক ওয়েব সাইট জিরো স্কিল [0Skill] এর প্রতিষ্ঠাতা।

প্রাথমিক জীবন

সম্পাদনা

মুজাহিদুল ইসলামের পিতা একজন শিক্ষক ও মাতা গৃহিণী। ২০০০ সালের ২৮ আগস্ট ঢাকা জেলার কদমতলী থানায় জন্মগ্রহণ করেন এবং এখানেই তিনি বেড়ে উঠেন। তার পৈতৃক নিবাস বিক্রমপুর জেলার গনাইশার গ্রামে। তিনি ছোট বেলা থেকে মাদরাসায় পড়াশোনা করেন। ২০২৪ সালে তিনি চব্বিশ বছর বয়সে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদ্রাসা থেকে ইসলামিক স্টাডিস ও এরাবিক এর উপর স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

শিক্ষাজীবন

সম্পাদনা

মুজাহিদুল ইসলাম প্রাথমিকমাধ্যমিক শিক্ষা জামিয়া আরাবিয়া হাজি ইউনূস মাদরাসা থেকে সম্পন্ন করেন। এরপর তিনি জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদ্রাসা থেকে ২০২৪ সালে ইসলামিক স্টাডিস ও এরাবিক এর উপর স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।সেখান থেকে গ্র‍্যাজুয়েশন শেষ করে মারকাযুস শরইয়্যাহ্ আল-ইসলামিয়া থেকে ইফতা (ইসলামী আইন ও গবেষনা) ডিগ্রী অর্জন করেন। মাদ্রাসার একাডেমিক পড়াশোনা শেষ করে তিনি ঢাকা কটন মিল আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্জন করেন।