ব্যবহারকারী:Meghmollar2017/খেলাঘর/বাংলা বাগধারার তালিকা
অসম্পাদনা
বাগধারা | অর্থ |
---|---|
অকট-বিকট | আঁকুবাঁকু, ছটফট[১] |
অকণ্টক | বাধাহীন, উপদ্রবহীন, শত্রুহীন |
অকণ্টকে | নিরাপদে, নির্বিঘ্নে, বিনা বাধায় |
অকর্মকাণ্ড | অপকর্মের ঘটা |
অকর্মার ধাড়ি | নিতান্ত অলস ব্যক্তি, আলস্যের দরুণ কাজ পণ্ড করে এমন[২] |
অকাজের কাজি/কাজী | |
অকাল | দুর্ভিক্ষ[৩] |
অকালঅপক্ব | বোকা, বয়সোচিত ব্যবহার বা বুদ্ধির অভাব[৩] |
অকালকুষ্মাণ্ড | মূর্খ, অকর্মণ্য, অপদার্থ |
অকালপক্ব | ইঁচড়ে পাকা, বাল্যে বৃদ্ধের ন্যায় আচরণ যার[৩] |
অকালবোধন | অসময়ে কোনো কাজ সম্পাদন[৩] |
অকূল | কঠিন বিপদ, ঘোর সঙ্কট |
অকূল পাথার | কঠিন বিপদ, মহাসঙ্কট |
অকূলে কূল পাওয়া | মহাবিপদ থেকে উদ্ধার পাওয়া, ঘোর সঙ্কটে সাহায্য পাওয়া |
অকূলে ডুবা[৪] | কঠিন বিপদগ্রস্ত হওয়া, প্রাণ যাওয়ার উপক্রম হওয়া |
অকূলে পড়া | কঠিন বিপদে পড়া |
অকূলে ভাসা | কঠিন বিপদগ্রস্ত হওয়া, প্রাণ যাওয়ার উপক্রম হওয়া[৪] |
অকূলের ভেলা | অসহায় অবস্থার আশ্রয় |
অক্কা পাওয়া | মরে যাওয়া |
অক্কাপ্রাপ্তি | মৃত্যু |
অক্টোপাস | ব্যাপকভাবে অনিষ্টকর প্রভাবযুক্ত শক্তিবিশেষ[৫] |
চতুর্দিক থেকে বেষ্টিত[৫] | |
আক্রান্ত ও বিপন্ন হওয়া[৫] | |
অক্রূর সংবাদ শুনানো | দীর্ঘ কাহিনী সংক্ষেপে বলা[৬] |
মহামূল্যবান বস্তু সস্তায় বিকানো[৬] | |
অক্ষয় ভাণ্ডার | অফুরন্ত[৭] |
অক্ষরডম্বর | অক্ষরের আড়ম্বরযুক্ত বা ঘটাপূর্ণ[৮] |
অক্ষরপরিচয় | বর্ণজ্ঞান, সামান্যতম জ্ঞান |
পাঠারম্ভ[৮] | |
অক্ষরে অক্ষরে | যথাযথভাবে, অবিকল, হুবহু, ঠিক ঠিক |
অক্ষৌহিণী | অসংখ্য[৯] |
অখন-তখন | মুমূর্ষু, মর মর[১০] |
অখাদ্য | নিষিদ্ধ ভোজ্য, হারাম খাদ্য[১১] |
অগস্ত্যযাত্রা | শেষ যাত্রা[১২] |
যেকোনো মাস-পয়লা (বিশেষত ভাদ্র মাসের প্রথম তারিখ[১২]), নিষিদ্ধ যাত্রা | |
অগড়-বগড়, আগড়-বাগড় | নানা প্রকার বাজে জিনিস, অখাদ্য[১৩] |
আবোল-তাবোল বা অসংলগ্ন কথা | |
অগড়ম-বগড়ম, আগড়ম-বাগড়ম | অর্থহীন অসংলগ্ন কথা, অপ্রয়োজনীয় বাক্য[১৪] |
অগা, অগাকান্ত, অগাচণ্ডী, অগারাম[১৫] | মূর্খ, নির্বোধ, হাঁদা, অকর্মা, অপদার্থ |
অগামারা[১৫] | মূর্খ |
অগ্নিকল্প | উগ্র, কোপোদ্দীপ্ত[১৬] |
অগ্নিকাণ্ড | তুমুল ঝগড়া, প্রচণ্ড মারামারি-কাটাকাটি |
অগ্নিপরীক্ষা | অতি কঠিন পরীক্ষা |
অগ্নিপুরুষ | তেজস্বী ব্যক্তি |
অগ্নিবাণ | চরম আঘাত[১৬] |
অগ্নিবৃষ্টি | ক্রুদ্ধ তিরস্কারবর্ষণ[১৬] |
অগ্নিমন্ত্র | কঠিন সঙ্কল্প[১৬] |
অগ্নিমূর্তি | অতিশয় ক্রোধান্বিত |
অগ্নিমূল্য | দুর্মূল্য, মহার্ঘ |
অগ্নিযুগ | বিপ্লবের যুগ[১৬] |
অগ্নিশর্মা | অতিশয় ক্রোধান্বিত |
অগ্র-পশ্চাৎ | আগপাছ, পূর্বাপর, ভালো-মন্দ, ভূত-ভবিষ্যৎ |
অগ্রাহ্য করা | অবজ্ঞা করা, উপেক্ষা করা |
বাতিল বা না-মঞ্জুর করা | |
অঘটনঘটনপটিয়সী | অসাধ্য সাধনে সুনিপুণা |
অঘা, অঘাকান্ত, অঘাচণ্ডী, অঘারাম | মূর্খ, নির্বোধ, হাঁদা, অকর্মা, অপদার্থ |
অঘামারা | মূর্খ |
অঙ্ক করা/কষা | হিসাব করা, গণনা করা |
অঙ্কস্থ, অঙ্কস্থিত | আয়ত্ত, হস্তগত[১৭] |
অঙ্গাঙ্গিভাব, অঙ্গাঙ্গিসম্বন্ধ | অবিচ্ছেদ্য ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠ, সৌহার্দ্য, গলাগলিভাব |
অঙ্গুলিহেলন | অঙ্গুলি দ্বারা নির্দেশদান বা ইশারাকরণ |
অচলায়তন | অনড়, অপরিবর্তনীয়, প্রগতিহীন, প্রগতিবিরোধী গতানুগতিক গোঁড়ামিপূর্ণ প্রথা বা প্রতিষ্ঠান, গতিহীন বা সংস্কারবিহীন আচার বা প্রথা |
অচিরে | শীঘ্র, অনতিবিলম্বে, সত্বর |
অজন্মা | দুর্ভিক্ষ, শস্যাদি উৎপন্ন না হওয়ার মতো অবস্থা[১৮] |
অজপাড়াগাঁ | খাঁটি পল্লিগ্রাম[১৯] |
অজমূর্খ | নিরেট মূর্খ |
অজ্ঞাতকূলশীল | বংশ পরিচয় ও স্বভাব-চরিত্র জানা নেই এমন, সম্পূর্ণ অপরিচিত |
অঞ্চলপ্রভাব | স্বামীর ওপর স্ত্রীর কর্তৃত্ব বা প্রভাব |
অঞ্জলিপুটে | যুক্তকরে, বিনীতভাবে[২০] |
অটল | দৃঢ় |
অট্ট অট্ট | অতি উচ্চ বা বিকট হাসি[২১] |
অতশত | এত বিষয়, নানা ব্যাপার, খুঁটিনাটি, খুব তলিয়ে[২২] |
অতন্দ্র | সতর্ক, সাবধান[২৩] |
অতিঘরন্তী | গৃহকর্মে সুনিপুণা, ঘরসংসারসর্বস্বা[২৪] |
অতিভক্তি | কপট ভক্তি |
অতিরঞ্জন | অত্যুক্তি, বাড়িয়ে বলা |
অথই, অথৈ | গভীর, অতলস্পর্শী[২৫] |
অদলবদল | পরিবর্ত, ওলট-পালট[২৬] |
বিনিময়, এক জিনিস দিয়ে অন্য জিনিস নেওয়া | |
অদূরদর্শী | অপরিণামদর্শী, ভবিষ্যৎ সম্বন্ধে উদাসীন |
অদৃষ্টক্রমে | কপালগুণে, ভাগ্যবশত |
অদৃষ্টপরীক্ষা | ভাগ্য যাচাই করণ, ভাগ্য পরীক্ষা[২৭] |
অদৃষ্টবৈগুণ্য | ভাগ্যহীনতা, দুর্ভাগা |
অদৃষ্টলিপি | কপালের লেখা[২৭] |
অদৃষ্টের পরিহাস | ভাগ্য-বিড়ম্বনা[২৭] |
অধরমদিরা/ অধরমধু/ অধরসুধা/ অধরামৃত পান করা | চুম্বন করা[২৮] |
অধিকার করা | দখল করা, আয়ত্ত করা[২৯] |
অধোগতি, অধোগমন | অবনতি, দুর্দশা, অধঃপতন |
নরকবাস, দোজখে যাওয়া[৩০] | |
অধোপতন (অধঃপতন), অধোপাত (অধঃপাত) | নৈতিক অবনতি, উচ্ছন্নপ্রাপ্তি |
অধোপাতে (অধঃপাতে) যাওয়া | উৎসন্নে যাওয়া, খারাপ হওয়া, গোল্লায় যাওয়া |
অনধিকার চর্চা | যে বিষয়ে জ্ঞান নেই তার আলোচনায় লিপ্ত হওয়া বা হস্তক্ষেপ করা[৩১] |
অনধিকার প্রবেশ | বিনা অধিকারে বা অনুমতিতে কোনো স্থানে প্রবেশ[৩১] |
অনন্তনিদ্রা | মৃত্যু, চিরনিদ্রা |
অনন্তশয্যা | মৃত্যু |
অনন্তশয়ন | মৃত্যু |
অনন্যগতি, অনন্যসহায় | গত্যন্তরহীন, অনন্যোপায় |
অনর্থপাত | অশুভ ঘটনা, বিপদ[৩২] |
অনাগত বিধাতা | ভবিষ্যতের জন্য ব্যবস্থাকারী[৩৩] |
অনামুখো | মুখদর্শনে অমঙ্গল হয় এমন |
অনার্য | অভদ্র, অসাধু, দুর্বিনীত[৩৪] |
অনাসৃষ্টি, অনাছিষ্টি | অদ্ভুত ব্যাপার, অদ্ভুত[৩৫] |
কুৎসিত, নিন্দনীয়[৩৫] | |
অনুপল | অত্যল্পকাল, সময়ের ক্ষুদ্রাংশ[৩৬] |
অনুরোধে ঢেঁকি গেলা | |
অন্ত পাওয়া ভার | স্বরূপ বা প্রকৃত মনোভাব বোঝা কঠিন |
অন্তকাল | মৃত্যুর সময়, অন্তিম সময় |
অন্তত | কমসে কম, অন্যূন[৩৭] |
অন্তর হওয়া | দূরে যাওয়া, অন্তর্হিত হওয়া[৩৭] |
অন্তরটিপুনি | অন্যের অগোচরে কারো হৃদয়ে গোপন আঘাত দান |
অন্তঃসারবিহীন, অন্তঃসারশূন্য | সারবস্তু নেই এমন[৩৮] |
অন্তিম অবস্থা | মুমূর্ষু অবস্থা, শেষ দশা[৩৯] |
অন্তিম কাল | মরণকাল, মৃত্যু সময়[৩৯] |
অন্তিম দশা | মুমূর্ষু অবস্থা, শেষ দশা[৩৯] |
অন্তিম শয়ন, অন্তিমশয্যা | যে শয়নে না শয্যায় মৃত্যু ঘটে[৩৯] |
অন্তিম সময় | মরণকাল, মৃত্যু সময়[৩৯] |
অন্ধ হওয়া | কোনো বিষয়ে বা কারো দোষ বা গুণ না দেখা[৪০] |
হিতাহিত জ্ঞানশূন্য হওয়া[৪০] | |
অন্ধকার দেখা | ভয়ে ও ভাবনায় দিগ্বিদিক জ্ঞানশূন্য হওয়া[৪১] |
অন্ধকার দেখানো | বিপদে ফেলে অভিভূত করা[৪১] |
অন্ধকারে ঢিল মারা | আন্দাজ বা নিছক অনুমানের উপর নির্ভর করে কোনো কাজ করা অথবা কোনো বিষয়ে মন্তব্য করা[৪১] |
অন্ধকারে থাকা | কোনো বিষয়ে অজ্ঞ থাকা[৪১] |
অন্ধকারে হাতড়ানো | অনুমানের উপর নির্ভর করে পথ চলা বা কোনো বিষয়ে অনুসন্ধান করা[৪১] |
অন্ধবিশ্বাস | যুক্তিহীন গভীর আস্থা[৪০] |
অন্ধানুকরণ | যুক্তিহীন নির্বিচার অনুসরণ[৪২] |
অন্ধিসন্ধি | ভিতরের কথা, মনের গুপ্ত তথ্য,[৪৩] উদ্দেশ্য, হদিশ[৪৩] |
উপায়, উদ্যোগ[৪৩] | |
অন্ধের নড়ি/যষ্টি | অসহায়ের সহায়, অক্ষমের অবলম্বন |
অন্ন ওঠা | জীবিকা রহিত হওয়া[৪৪] |
পরমায়ু শেষ হওয়া[৪৪] | |
অন্নগত প্রাণ | আহার্য ছাড়া বাঁচে না এমন[৪৪] |
অন্নচিন্তা | জীবিকার জন্য উদ্বেগ[৪৪] |
অন্নজল, অন্নপানি | আহার্য ও পানি, দানাপানি, আহার্য[৪৪] |
অন্নজল/অন্নপানি ওঠা | আয়ু শেষ হওয়া বা চাকরির মেয়াদ শেষ হওয়া[৪৪] |
অন্নসংস্থান | জীবিকার্জন[৪৪] |
অন্যথা | ভিন্নরূপ, অন্যরূপ,[৪৫] ব্যতিক্রম, বৈপরীত্য[৪৫] |
অন্যথা করা (অন্যথাচরণ) | লঙ্ঘন করা, অন্যরূপ করা, বিপরীত ব্যবহার, বিরুদ্ধ আচরণ[৪৫] |
অন্যমনে | আনমনা অবস্থায়, অন্য বিষয়ে নিবিষ্ট থেকে[৪৫] |
অপরিণতবুদ্ধি | ছ্যাবলা[৪৬] |
অপরিণামদর্শী | অদূরদর্শী, অবিবেচক[৪৭] |
অফ করা | নিবানো[৪৮] |
(শয়তান, করুণা ইত্যাদির) অবতার[৪৯] | মূর্তিমান রূপ[৪৯] |
অবরে-সবরে, অবুরে-সবুরে[৫০] | কালে ভদ্রে, সময়ে সময়ে, মধ্যে মধ্যে, কখনো কখনো |
অবশ্য অবশ্য | নিশ্চয়ই, অন্যথা না করে[৫১] |
অভ্রভেদী, অভ্রংলিহ | গগনস্পর্শী, আকাশচুম্বী, অত্যুচ্চ[৫২] |
অনমনীয়, দৃঢ়, অত্যধিক[৫২] | |
অমনি অমনি | শুধু শুধু, বিনা কারণে[৫৩] |
অমনি এক রকম | না ভালো না মন্দ, বিশেষ ভালোও নয় মন্দও নয়, মধ্যম রকম[৫৩] |
অম্লানবদনে | অসঙ্কোচে, দ্বিধাহীনভাবে[৫৪] |
অরণ্যে রোদন | বৃথা ক্রন্দন, বৃথা অনুনয়-বিনয়[৫৫] |
অয়স্কঠিন | অত্যন্ত কঠিন[৫৬] |
অংসভার | দায়িত্ব[৫৭] |
অন্যান্যসম্পাদনা
বাগধারা | অর্থ |
---|---|
আগড়-বাগড়, অগড়-বগড় | নানা প্রকার বাজে জিনিস, অখাদ্য[১৩] |
আগড়ম-বাগড়ম, অগড়ম-বগড়ম | অর্থহীন অসংলগ্ন কথা, অপ্রয়োজনীয় বাক্য[১৪] |
আবোল-তাবোল বা অসংলগ্ন কথা | |
ইঁচড়ে পাকা | |
উচ্ছন্নে (উৎসন্নে) যাওয়া | |
উভয় সঙ্কট/সংকট | |
এক পয়সায় অক্রূর সংবাদ শুনানো | দীর্ঘ কাহিনী সংক্ষেপে বলা[৬] |
মহামূল্যবান বস্তু সস্তায় বিকানো[৬] | |
কালে ভদ্রে | |
গোল্লায় যাওয়া |
প্রবাদ-প্রবচনসম্পাদনা
প্রবাদ-প্রবচন | অর্থ |
---|---|
অতিদর্পে হতলঙ্কা | |
অতিবাড় বেড়ো না ঝড়ে পড়ে যাবে (অতি ছোট হয়ো না ছাগলে মুড়াবে) |
|
অতিভক্তি চোরের লক্ষণ | |
অদৃষ্টের লিখন না যায় খণ্ডন | |
অনেক[৫৮] সন্ন্যাসীতে গাজন নষ্ট | |
অন্নচিন্তা চমৎকারা[৫৯] | |
অভাবে স্বভাব নষ্ট | দারিদ্র্যহেতু মানুষের স্বীয় প্রকৃতিবিরুদ্ধ আচরণ বা ব্যবহার[৬০] |
বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী[৬১][৬২] | |
বোকার ফসল পোকায় খায়[৬৩] | |
সস্তার তিন অবস্থা[৬৪] |
মৌ.গ.সম্পাদনা
বাগধারা | অর্থ |
---|---|
অগতির গতি | ঈশ্বর |
অঙ্কুরে বিনষ্ট হওয়া, অঙ্কুরে বিনাশ | |
(সাক্ষাৎ) অন্নপূর্ণা | |
অমৃতে অরুচি | |
অম্লমধুর | |
যমের অরুচি | |
সত্যের অপলাপ | |
সূচ্যগ্র মেদিনী |
কাব্যাংশসম্পাদনা
- কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষে শোভা পায়? — সত্যেন্দ্রনাথ দত্ত[৬৫]
টীকাসম্পাদনা
- বাংলা বাগধারার তালিকা (অ–ঔ)
- বাংলা বাগধারার তালিকা (ক–ঙ)
- বাংলা বাগধারার তালিকা (চ–ঞ)
- বাংলা বাগধারার তালিকা (ট–ণ)
- বাংলা বাগধারার তালিকা (ত–ন)
- বাংলা বাগধারার তালিকা (প–ম)
- বাংলা বাগধারার তালিকা (য–ল)
- বাংলা বাগধারার তালিকা (শ–হ)
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অকট–বিকট"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ২। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অকর্ম"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ ক খ গ ঘ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অকাল"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ ক খ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অকূল"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪–৫। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ ক খ গ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অক্টোপাস"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৫। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ ক খ গ ঘ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অক্রূর"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৬। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অক্ষয়"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৬। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ ক খ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অক্ষর"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৬। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অক্ষৌহিনী"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৭। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অখন"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৭। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অখাদ্য"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৭। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ ক খ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অগস্ত্য"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৮। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ ক খ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "আগড়-বাগড়, অগড়-বগড়"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৮৯। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ ক খ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "আগড়ম-বাগড়ম"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৮৯। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ ক খ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অগা"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৮। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ ক খ গ ঘ ঙ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অগ্নি"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৮–৯। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অঙ্ক"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১০। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অজন্মা"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৩। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অজ"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৩। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অঞ্জলি"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৫। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অট্ট"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৫। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অত"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৫। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অতন্দ্র, অতন্দ্রিত"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৫–১৬। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অতি"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৬। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অথই, অথৈ"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৭। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অদল২"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৮। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ ক খ গ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অদৃষ্ট২"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৮। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অধর"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৯। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অধিকার"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ২০। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অধোগতি, অধোগমন"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ২১। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ ক খ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অনধিকার"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ২২। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অনর্থ"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৪। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অনাগত"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৫। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অনার্য"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৭। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ ক খ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অনাসৃষ্টি, অনাছিষ্টি"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৭। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অনুপল"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩১। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ ক খ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অন্ত"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৫। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অন্তঃ"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৫। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ ক খ গ ঘ ঙ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অন্তিম"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৬–৩৭। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ ক খ গ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অন্ধ"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৭। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ ক খ গ ঘ ঙ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অন্ধকার"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৭। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অন্ধানুকরণ"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৭। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ ক খ গ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অন্ধিসন্ধি"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৭। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অন্ন"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৭। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ ক খ গ ঘ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অন্য"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৭–৩৮। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অপরিণত"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪০। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অপরিণামদর্শী"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪০। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অফ করা"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪৪। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ ক খ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অবতার"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪৫। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অবুরে সবুরে"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৫১। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অবশ্য"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪৮। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ ক খ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অভ্র"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৫৭। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ ক খ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অমনি"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৫৭। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অম্লান"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৬০। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অরণ্য"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৬১। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অয়স (অয়স্)"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৬১। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অংস"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ২। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অনেক"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৪। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অন্ন"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৭। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অভাব"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৫৩। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ চৌধুরী, ইনাম আহমদ (২১ আগস্ট ২০১৩)। "বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী?"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১।
- ↑ "'বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী', অমিতের 'আদিবাসী প্রেমে'র পাল্টা অধীরের সত্যাগ্রহ"। জি নিউজ। ৫ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১।
- ↑ নঈম ওয়ারা, গওহার (১২ মে ২০১৮)। "এবার ধানে চাল নেই!"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অবস্থা"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪৮। আইএসবিএন 984-07-5184-0।
- ↑ এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অপ্রস্তুত"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪৪। আইএসবিএন 984-07-5184-0।