ব্যবহারকারী:Meghmollar2017/খেলাঘর/বাংলা বাগধারার তালিকা

সম্পাদনা

বাগধারা অর্থ
অকট-বিকট আঁকুবাঁকু, ছটফট[১]
অকণ্টক বাধাহীন, উপদ্রবহীন, শত্রুহীন
অকণ্টকে নিরাপদে, নির্বিঘ্নে, বিনা বাধায়
অকর্মকাণ্ড অপকর্মের ঘটা
অকর্মার ধাড়ি নিতান্ত অলস ব্যক্তি, আলস্যের দরুণ কাজ পণ্ড করে এমন[২]
অকাজের কাজি/কাজী
অকাল দুর্ভিক্ষ[৩]
অকালঅপক্ব বোকা, বয়সোচিত ব্যবহার বা বুদ্ধির অভাব[৩]
অকালকুষ্মাণ্ড মূর্খ, অকর্মণ্য, অপদার্থ
অকালপক্ব ইঁচড়ে পাকা, বাল্যে বৃদ্ধের ন্যায় আচরণ যার[৩]
অকালবোধন অসময়ে কোনো কাজ সম্পাদন[৩]
অকূল কঠিন বিপদ, ঘোর সঙ্কট
অকূল পাথার কঠিন বিপদ, মহাসঙ্কট
অকূলে কূল পাওয়া মহাবিপদ থেকে উদ্ধার পাওয়া, ঘোর সঙ্কটে সাহায্য পাওয়া
অকূলে ডুবা[৪] কঠিন বিপদগ্রস্ত হওয়া, প্রাণ যাওয়ার উপক্রম হওয়া
অকূলে পড়া কঠিন বিপদে পড়া
অকূলে ভাসা কঠিন বিপদগ্রস্ত হওয়া, প্রাণ যাওয়ার উপক্রম হওয়া[৪]
অকূলের ভেলা অসহায় অবস্থার আশ্রয়
অক্কা পাওয়া মরে যাওয়া
অক্কাপ্রাপ্তি মৃত্যু
অক্টোপাস ব্যাপকভাবে অনিষ্টকর প্রভাবযুক্ত শক্তিবিশেষ[৫]
চতুর্দিক থেকে বেষ্টিত[৫]
আক্রান্ত ও বিপন্ন হওয়া[৫]
অক্রূর সংবাদ শুনানো দীর্ঘ কাহিনী সংক্ষেপে বলা[৬]
মহামূল্যবান বস্তু সস্তায় বিকানো[৬]
অক্ষয় ভাণ্ডার অফুরন্ত[৭]
অক্ষরডম্বর অক্ষরের আড়ম্বরযুক্ত বা ঘটাপূর্ণ[৮]
অক্ষরপরিচয় বর্ণজ্ঞান, সামান্যতম জ্ঞান
পাঠারম্ভ[৮]
অক্ষরে অক্ষরে যথাযথভাবে, অবিকল, হুবহু, ঠিক ঠিক
অক্ষৌহিণী অসংখ্য[৯]
অখন-তখন মুমূর্ষু, মর মর[১০]
অখাদ্য নিষিদ্ধ ভোজ্য, হারাম খাদ্য[১১]
অগস্ত্যযাত্রা শেষ যাত্রা[১২]
যেকোনো মাস-পয়লা (বিশেষত ভাদ্র মাসের প্রথম তারিখ[১২]), নিষিদ্ধ যাত্রা
অগড়-বগড়, আগড়-বাগড় নানা প্রকার বাজে জিনিস, অখাদ্য[১৩]
আবোল-তাবোল বা অসংলগ্ন কথা
অগড়ম-বগড়ম, আগড়ম-বাগড়ম অর্থহীন অসংলগ্ন কথা, অপ্রয়োজনীয় বাক্য[১৪]
অগা, অগাকান্ত, অগাচণ্ডী, অগারাম[১৫] মূর্খ, নির্বোধ, হাঁদা, অকর্মা, অপদার্থ
অগামারা[১৫] মূর্খ
অগ্নিকল্প উগ্র, কোপোদ্দীপ্ত[১৬]
অগ্নিকাণ্ড তুমুল ঝগড়া, প্রচণ্ড মারামারি-কাটাকাটি
অগ্নিপরীক্ষা অতি কঠিন পরীক্ষা
অগ্নিপুরুষ তেজস্বী ব্যক্তি
অগ্নিবাণ চরম আঘাত[১৬]
অগ্নিবৃষ্টি ক্রুদ্ধ তিরস্কারবর্ষণ[১৬]
অগ্নিমন্ত্র কঠিন সঙ্কল্প[১৬]
অগ্নিমূর্তি অতিশয় ক্রোধান্বিত
অগ্নিমূল্য দুর্মূল্য, মহার্ঘ
অগ্নিযুগ বিপ্লবের যুগ[১৬]
অগ্নিশর্মা অতিশয় ক্রোধান্বিত
অগ্র-পশ্চাৎ আগপাছ, পূর্বাপর, ভালো-মন্দ, ভূত-ভবিষ্যৎ
অগ্রাহ্য করা অবজ্ঞা করা, উপেক্ষা করা
বাতিল বা না-মঞ্জুর করা
অঘটনঘটনপটিয়সী অসাধ্য সাধনে সুনিপুণা
অঘা, অঘাকান্ত, অঘাচণ্ডী, অঘারাম মূর্খ, নির্বোধ, হাঁদা, অকর্মা, অপদার্থ
অঘামারা মূর্খ
অঙ্ক করা/কষা হিসাব করা, গণনা করা
অঙ্কস্থ, অঙ্কস্থিত আয়ত্ত, হস্তগত[১৭]
অঙ্গাঙ্গিভাব, অঙ্গাঙ্গিসম্বন্ধ অবিচ্ছেদ্য ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠ, সৌহার্দ্য, গলাগলিভাব
অঙ্গুলিহেলন অঙ্গুলি দ্বারা নির্দেশদান বা ইশারাকরণ
অচলায়তন অনড়, অপরিবর্তনীয়, প্রগতিহীন, প্রগতিবিরোধী গতানুগতিক গোঁড়ামিপূর্ণ প্রথা বা প্রতিষ্ঠান, গতিহীন বা সংস্কারবিহীন আচার বা প্রথা
অচিরে শীঘ্র, অনতিবিলম্বে, সত্বর
অজন্মা দুর্ভিক্ষ, শস্যাদি উৎপন্ন না হওয়ার মতো অবস্থা[১৮]
অজপাড়াগাঁ খাঁটি পল্লিগ্রাম[১৯]
অজমূর্খ নিরেট মূর্খ
অজ্ঞাতকূলশীল বংশ পরিচয় ও স্বভাব-চরিত্র জানা নেই এমন, সম্পূর্ণ অপরিচিত
অঞ্চলপ্রভাব স্বামীর ওপর স্ত্রীর কর্তৃত্ব বা প্রভাব
অঞ্জলিপুটে যুক্তকরে, বিনীতভাবে[২০]
অটল দৃঢ়
অট্ট অট্ট অতি উচ্চ বা বিকট হাসি[২১]
অতশত এত বিষয়, নানা ব্যাপার, খুঁটিনাটি, খুব তলিয়ে[২২]
অতন্দ্র সতর্ক, সাবধান[২৩]
অতিঘরন্তী গৃহকর্মে সুনিপুণা, ঘরসংসারসর্বস্বা[২৪]
অতিভক্তি কপট ভক্তি
অতিরঞ্জন অত্যুক্তি, বাড়িয়ে বলা
অথই, অথৈ গভীর, অতলস্পর্শী[২৫]
অদলবদল পরিবর্ত, ওলট-পালট[২৬]
বিনিময়, এক জিনিস দিয়ে অন্য জিনিস নেওয়া
অদূরদর্শী অপরিণামদর্শী, ভবিষ্যৎ সম্বন্ধে উদাসীন
অদৃষ্টক্রমে কপালগুণে, ভাগ্যবশত
অদৃষ্টপরীক্ষা ভাগ্য যাচাই করণ, ভাগ্য পরীক্ষা[২৭]
অদৃষ্টবৈগুণ্য ভাগ্যহীনতা, দুর্ভাগা
অদৃষ্টলিপি কপালের লেখা[২৭]
অদৃষ্টের পরিহাস ভাগ্য-বিড়ম্বনা[২৭]
অধরমদিরা/ অধরমধু/ অধরসুধা/ অধরামৃত পান করা চুম্বন করা[২৮]
অধিকার করা দখল করা, আয়ত্ত করা[২৯]
অধোগতি, অধোগমন অবনতি, দুর্দশা, অধঃপতন
নরকবাস, দোজখে যাওয়া[৩০]
অধোপতন (অধঃপতন), অধোপাত (অধঃপাত) নৈতিক অবনতি, উচ্ছন্নপ্রাপ্তি
অধোপাতে (অধঃপাতে) যাওয়া উৎসন্নে যাওয়া, খারাপ হওয়া, গোল্লায় যাওয়া
অনধিকার চর্চা যে বিষয়ে জ্ঞান নেই তার আলোচনায় লিপ্ত হওয়া বা হস্তক্ষেপ করা[৩১]
অনধিকার প্রবেশ বিনা অধিকারে বা অনুমতিতে কোনো স্থানে প্রবেশ[৩১]
অনন্তনিদ্রা মৃত্যু, চিরনিদ্রা
অনন্তশয্যা মৃত্যু
অনন্তশয়ন মৃত্যু
অনন্যগতি, অনন্যসহায় গত্যন্তরহীন, অনন্যোপায়
অনর্থপাত অশুভ ঘটনা, বিপদ[৩২]
অনাগত বিধাতা ভবিষ্যতের জন্য ব্যবস্থাকারী[৩৩]
অনামুখো মুখদর্শনে অমঙ্গল হয় এমন
অনার্য অভদ্র, অসাধু, দুর্বিনীত[৩৪]
অনাসৃষ্টি, অনাছিষ্টি অদ্ভুত ব্যাপার, অদ্ভুত[৩৫]
কুৎসিত, নিন্দনীয়[৩৫]
অনুপল অত্যল্পকাল, সময়ের ক্ষুদ্রাংশ[৩৬]
অনুরোধে ঢেঁকি গেলা
অন্ত পাওয়া ভার স্বরূপ বা প্রকৃত মনোভাব বোঝা কঠিন
অন্তকাল মৃত্যুর সময়, অন্তিম সময়
অন্তত কমসে কম, অন্যূন[৩৭]
অন্তর হওয়া দূরে যাওয়া, অন্তর্হিত হওয়া[৩৭]
অন্তরটিপুনি অন্যের অগোচরে কারো হৃদয়ে গোপন আঘাত দান
অন্তঃসারবিহীন, অন্তঃসারশূন্য সারবস্তু নেই এমন[৩৮]
অন্তিম অবস্থা মুমূর্ষু অবস্থা, শেষ দশা[৩৯]
অন্তিম কাল মরণকাল, মৃত্যু সময়[৩৯]
অন্তিম দশা মুমূর্ষু অবস্থা, শেষ দশা[৩৯]
অন্তিম শয়ন, অন্তিমশয্যা যে শয়নে না শয্যায় মৃত্যু ঘটে[৩৯]
অন্তিম সময় মরণকাল, মৃত্যু সময়[৩৯]
অন্ধ হওয়া কোনো বিষয়ে বা কারো দোষ বা গুণ না দেখা[৪০]
হিতাহিত জ্ঞানশূন্য হওয়া[৪০]
অন্ধকার দেখা ভয়ে ও ভাবনায় দিগ্বিদিক জ্ঞানশূন্য হওয়া[৪১]
অন্ধকার দেখানো বিপদে ফেলে অভিভূত করা[৪১]
অন্ধকারে ঢিল মারা আন্দাজ বা নিছক অনুমানের উপর নির্ভর করে কোনো কাজ করা অথবা কোনো বিষয়ে মন্তব্য করা[৪১]
অন্ধকারে থাকা কোনো বিষয়ে অজ্ঞ থাকা[৪১]
অন্ধকারে হাতড়ানো অনুমানের উপর নির্ভর করে পথ চলা বা কোনো বিষয়ে অনুসন্ধান করা[৪১]
অন্ধবিশ্বাস যুক্তিহীন গভীর আস্থা[৪০]
অন্ধানুকরণ যুক্তিহীন নির্বিচার অনুসরণ[৪২]
অন্ধিসন্ধি ভিতরের কথা, মনের গুপ্ত তথ্য,[৪৩] উদ্দেশ্য, হদিশ[৪৩]
উপায়, উদ্যোগ[৪৩]
অন্ধের নড়ি/যষ্টি অসহায়ের সহায়, অক্ষমের অবলম্বন
অন্ন ওঠা জীবিকা রহিত হওয়া[৪৪]
পরমায়ু শেষ হওয়া[৪৪]
অন্নগত প্রাণ আহার্য ছাড়া বাঁচে না এমন[৪৪]
অন্নচিন্তা জীবিকার জন্য উদ্বেগ[৪৪]
অন্নজল, অন্নপানি আহার্য ও পানি, দানাপানি, আহার্য[৪৪]
অন্নজল/অন্নপানি ওঠা আয়ু শেষ হওয়া বা চাকরির মেয়াদ শেষ হওয়া[৪৪]
অন্নসংস্থান জীবিকার্জন[৪৪]
অন্যথা ভিন্নরূপ, অন্যরূপ,[৪৫] ব্যতিক্রম, বৈপরীত্য[৪৫]
অন্যথা করা (অন্যথাচরণ) লঙ্ঘন করা, অন্যরূপ করা, বিপরীত ব্যবহার, বিরুদ্ধ আচরণ[৪৫]
অন্যমনে আনমনা অবস্থায়, অন্য বিষয়ে নিবিষ্ট থেকে[৪৫]
অপরিণতবুদ্ধি ছ্যাবলা[৪৬]
অপরিণামদর্শী অদূরদর্শী, অবিবেচক[৪৭]
অফ করা নিবানো[৪৮]
(শয়তান, করুণা ইত্যাদির) অবতার[৪৯] মূর্তিমান রূপ[৪৯]
অবরে-সবরে, অবুরে-সবুরে[৫০] কালে ভদ্রে, সময়ে সময়ে, মধ্যে মধ্যে, কখনো কখনো
অবশ্য অবশ্য নিশ্চয়ই, অন্যথা না করে[৫১]
অভ্রভেদী, অভ্রংলিহ গগনস্পর্শী, আকাশচুম্বী, অত্যুচ্চ[৫২]
অনমনীয়, দৃঢ়, অত্যধিক[৫২]
অমনি অমনি শুধু শুধু, বিনা কারণে[৫৩]
অমনি এক রকম না ভালো না মন্দ, বিশেষ ভালোও নয় মন্দও নয়, মধ্যম রকম[৫৩]
অম্লানবদনে অসঙ্কোচে, দ্বিধাহীনভাবে[৫৪]
অরণ্যে রোদন বৃথা ক্রন্দন, বৃথা অনুনয়-বিনয়[৫৫]
অয়স্কঠিন অত্যন্ত কঠিন[৫৬]
অংসভার দায়িত্ব[৫৭]

অন্যান্য সম্পাদনা

বাগধারা অর্থ
আগড়-বাগড়, অগড়-বগড় নানা প্রকার বাজে জিনিস, অখাদ্য[১৩]
আগড়ম-বাগড়ম, অগড়ম-বগড়ম অর্থহীন অসংলগ্ন কথা, অপ্রয়োজনীয় বাক্য[১৪]
আবোল-তাবোল বা অসংলগ্ন কথা
ইঁচড়ে পাকা
উচ্ছন্নে (উৎসন্নে) যাওয়া
উভয় সঙ্কট/সংকট
এক পয়সায় অক্রূর সংবাদ শুনানো দীর্ঘ কাহিনী সংক্ষেপে বলা[৬]
মহামূল্যবান বস্তু সস্তায় বিকানো[৬]
কালে ভদ্রে
গোল্লায় যাওয়া

প্রবাদ-প্রবচন সম্পাদনা

প্রবাদ-প্রবচন অর্থ
অতিদর্পে হতলঙ্কা
অতিবাড় বেড়ো না ঝড়ে পড়ে যাবে
(অতি ছোট হয়ো না ছাগলে মুড়াবে)
অতিভক্তি চোরের লক্ষণ
অদৃষ্টের লিখন না যায় খণ্ডন
অনেক[৫৮] সন্ন্যাসীতে গাজন নষ্ট
অন্নচিন্তা চমৎকারা[৫৯]
অভাবে স্বভাব নষ্ট দারিদ্র‍্যহেতু মানুষের স্বীয় প্রকৃতিবিরুদ্ধ আচরণ বা ব্যবহার[৬০]
বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী[৬১][৬২]
বোকার ফসল পোকায় খায়[৬৩]
সস্তার তিন অবস্থা[৬৪]

মৌ.গ. সম্পাদনা

বাগধারা অর্থ
অগতির গতি ঈশ্বর
অঙ্কুরে বিনষ্ট হওয়া, অঙ্কুরে বিনাশ
(সাক্ষাৎ) অন্নপূর্ণা
অমৃতে অরুচি
অম্লমধুর
যমের অরুচি
সত্যের অপলাপ
সূচ্যগ্র মেদিনী

কাব্যাংশ সম্পাদনা

  • কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষে শোভা পায়? — সত্যেন্দ্রনাথ দত্ত[৬৫]

টীকা সম্পাদনা

  • বাংলা বাগধারার তালিকা (অ–ঔ)
  • বাংলা বাগধারার তালিকা (ক–ঙ)
  • বাংলা বাগধারার তালিকা (চ–ঞ)
  • বাংলা বাগধারার তালিকা (ট–ণ)
  • বাংলা বাগধারার তালিকা (ত–ন)
  • বাংলা বাগধারার তালিকা (প–ম)
  • বাংলা বাগধারার তালিকা (য–ল)
  • বাংলা বাগধারার তালিকা (শ–হ)

তথ্যসূত্র সম্পাদনা

  1. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অকট–বিকট"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ২। আইএসবিএন 984-07-5184-0 
  2. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অকর্ম"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩। আইএসবিএন 984-07-5184-0 
  3. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অকাল"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪। আইএসবিএন 984-07-5184-0 
  4. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অকূল"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪–৫। আইএসবিএন 984-07-5184-0 
  5. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অক্টোপাস"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৫। আইএসবিএন 984-07-5184-0 
  6. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অক্রূর"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৬। আইএসবিএন 984-07-5184-0 
  7. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অক্ষয়"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৬। আইএসবিএন 984-07-5184-0 
  8. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অক্ষর"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৬। আইএসবিএন 984-07-5184-0 
  9. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অক্ষৌহিনী"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৭। আইএসবিএন 984-07-5184-0 
  10. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অখন"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৭। আইএসবিএন 984-07-5184-0 
  11. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অখাদ্য"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৭। আইএসবিএন 984-07-5184-0 
  12. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অগস্ত্য"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৮। আইএসবিএন 984-07-5184-0 
  13. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "আগড়-বাগড়, অগড়-বগড়"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৮৯। আইএসবিএন 984-07-5184-0 
  14. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "আগড়ম-বাগড়ম"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৮৯। আইএসবিএন 984-07-5184-0 
  15. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অগা"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৮। আইএসবিএন 984-07-5184-0 
  16. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অগ্নি"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৮–৯। আইএসবিএন 984-07-5184-0 
  17. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অঙ্ক"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১০। আইএসবিএন 984-07-5184-0 
  18. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অজন্মা"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৩। আইএসবিএন 984-07-5184-0 
  19. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অজ"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৩। আইএসবিএন 984-07-5184-0 
  20. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অঞ্জলি"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৫। আইএসবিএন 984-07-5184-0 
  21. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অট্ট"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৫। আইএসবিএন 984-07-5184-0 
  22. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অত"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৫। আইএসবিএন 984-07-5184-0 
  23. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অতন্দ্র, অতন্দ্রিত"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৫–১৬। আইএসবিএন 984-07-5184-0 
  24. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অতি"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৬। আইএসবিএন 984-07-5184-0 
  25. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অথই, অথৈ"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৭। আইএসবিএন 984-07-5184-0 
  26. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অদল২"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৮। আইএসবিএন 984-07-5184-0 
  27. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অদৃষ্ট২"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৮। আইএসবিএন 984-07-5184-0 
  28. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অধর"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ১৯। আইএসবিএন 984-07-5184-0 
  29. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অধিকার"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ২০। আইএসবিএন 984-07-5184-0 
  30. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অধোগতি, অধোগমন"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ২১। আইএসবিএন 984-07-5184-0 
  31. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অনধিকার"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ২২। আইএসবিএন 984-07-5184-0 
  32. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অনর্থ"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৪। আইএসবিএন 984-07-5184-0 
  33. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অনাগত"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৫। আইএসবিএন 984-07-5184-0 
  34. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অনার্য"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৭। আইএসবিএন 984-07-5184-0 
  35. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অনাসৃষ্টি, অনাছিষ্টি"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ২৭। আইএসবিএন 984-07-5184-0 
  36. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অনুপল"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩১। আইএসবিএন 984-07-5184-0 
  37. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অন্ত"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৫। আইএসবিএন 984-07-5184-0 
  38. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অন্তঃ"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৫। আইএসবিএন 984-07-5184-0 
  39. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অন্তিম"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৬–৩৭। আইএসবিএন 984-07-5184-0 
  40. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অন্ধ"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৭। আইএসবিএন 984-07-5184-0 
  41. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অন্ধকার"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৭। আইএসবিএন 984-07-5184-0 
  42. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অন্ধানুকরণ"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৭। আইএসবিএন 984-07-5184-0 
  43. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অন্ধিসন্ধি"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৭। আইএসবিএন 984-07-5184-0 
  44. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অন্ন"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৭। আইএসবিএন 984-07-5184-0 
  45. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অন্য"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৭–৩৮। আইএসবিএন 984-07-5184-0 
  46. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অপরিণত"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪০। আইএসবিএন 984-07-5184-0 
  47. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অপরিণামদর্শী"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪০। আইএসবিএন 984-07-5184-0 
  48. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অফ করা"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪৪। আইএসবিএন 984-07-5184-0 
  49. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অবতার"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪৫। আইএসবিএন 984-07-5184-0 
  50. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অবুরে সবুরে"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৫১। আইএসবিএন 984-07-5184-0 
  51. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অবশ্য"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪৮। আইএসবিএন 984-07-5184-0 
  52. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অভ্র"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৫৭। আইএসবিএন 984-07-5184-0 
  53. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অমনি"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৫৭। আইএসবিএন 984-07-5184-0 
  54. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অম্লান"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৬০। আইএসবিএন 984-07-5184-0 
  55. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অরণ্য"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৬১। আইএসবিএন 984-07-5184-0 
  56. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অয়স (অয়স্‌)"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৬১। আইএসবিএন 984-07-5184-0 
  57. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অংস"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ২। আইএসবিএন 984-07-5184-0 
  58. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অনেক"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৪। আইএসবিএন 984-07-5184-0 
  59. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অন্ন"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৩৭। আইএসবিএন 984-07-5184-0 
  60. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অভাব"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৫৩। আইএসবিএন 984-07-5184-0 
  61. চৌধুরী, ইনাম আহমদ (২১ আগস্ট ২০১৩)। "বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী?"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১ 
  62. "'বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী', অমিতের 'আদিবাসী প্রেমে'র পাল্টা অধীরের সত্যাগ্রহ"। জি নিউজ। ৫ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১ 
  63. নঈম ওয়ারা, গওহার (১২ মে ২০১৮)। "এবার ধানে চাল নেই!"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১ 
  64. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অবস্থা"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪৮। আইএসবিএন 984-07-5184-0 
  65. এনামুল হক, মুহম্মদ; লাহিড়ী, শিবপ্রসন্ন; সরকার, স্বরোচিষ (সম্পাদকগণ)। "অপ্রস্তুত"। বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান (নভেম্বর ২০১২ সংস্করণ)। ঢাকা: বাংলা একাডেমি। পৃষ্ঠা ৪৪। আইএসবিএন 984-07-5184-0