মুজাহিদুল ইসলাম
জন্ম (1996-07-03) ৩ জুলাই ১৯৯৬ (বয়স ২৭)
জাতীয়তাবাংলাদেশ বাংলাদেশী
শিক্ষাকম্পিউটার ইঞ্জিনিয়ারিং
মাতৃশিক্ষায়তনইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ
পেশাDigital marketing
উচ্চতা১.৭২ মিটার (৫ ফুট + ইঞ্চি)
ওয়েবসাইটmozahid.info

আমি মুজাহিদুল ইসলাম ডাক নাম (মুজাহিদ) ইংরেজিতে Mozahidul Islam (Mozahid)। পেশাতে আমি একজন ডিজিটাল মার্কেটার। আর বর্তমানে পড়াশুনা করছি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল সিএসই বিভাগে ।

সংক্ষিপ্ত তথ্য সম্পাদনা

আমি ২০১৪ সাল থেকে অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করে আসছি এবং অনলাইন ভিত্তিক বিভিন্ন স্বেচ্ছাসেবামুলক কাজ যেমন গুগল ম্যাপিং, অনুবাদ, প্লেস এডিটিং সহ আরো অন্যান্য কাজের সাথে জড়িত আছি। ডিজিটাল মার্কেটিং ও এস,এই,ও বিষয়ক বিভিন্ন ব্লগ এ নিয়মিত লিখছি ও কাজ করছি এবং আমার নিজের একটা ব্লগ এ ফ্রিল্যান্সিং নিয়ে আমার বাস্তব কাজের অভিজ্ঞতা ও কাজের ধরন শেয়ার করছি। এছাড়াও En Mozahid নামে সার্চ করলেও আমাকে পাওয়া যাবে।

শিক্ষা কাল সম্পাদনা

আমি বাংলাদেশের দক্ষিন এর জেলা সাতক্ষীরা এর তালা উপজেলা এর অন্তর্গত খেশরা ইউনিয়ন এর উঃ শাহাজাতপুর গ্রাম থেকে আমার শিক্ষাজীবন শুরু করেছি। ২০০০ সালে প্রথমে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলে ও আবার ২০০১ সালে কপিলমুনি(পাশের ছোট শহর) এ সেই সময়ের একমাত্র কে-জি স্কুলে প্রথম থেকে শুরু করি । কিন্তু ২০০৫ সালে সংগত কারনে আবারো আমার নিজের গ্রামের স্কুল উঃ শাহাজাতপুর ৭১ নম্বর খেশরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এ ৫ম শ্রেণীতে ভর্তি হই। এরপর দঃ শাজাতপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০১২ সালে দাখিল/মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহন করি। ২০১২ সালে শারিয়াতপুর পলিটেকনিক ইন্সিটিউট (সরকারি) এ ভর্তি হই এবং ইলেক্ট্রনিক্স বিভাগ থেকে ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরাশুনা শেষ করি । বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (EUB) তে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে পড়াশুনা করছি এবং উচ্চতর পর্যায়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি।

স্বেচ্ছাসেবা সম্পাদনা

অনলাইনে বিভিন্ন স্বেচ্ছাসেবামুলক প্রতিষ্ঠানের সাথে সরাসরি যুক্ত হয়ে কাজ করেছি এবং এখনো কিছু কিছু গ্রুপ এর সাথে যুক্ত আছি। এর বাইরে ফ্রিল্যান্সিং নিয়ে মানুষের মাঝে সচেতনতা বাড়াতে বিভিন্ন ভাবে কাজ করছি। এছাড়াও ব্যক্তিগত উদ্যগে আমি আমার আশে পাশের ভাই বোন বন্ধুদের কে যতটা পারা যায় মুক্ত পেশার সম্মানের দিক সম্পর্কে সচেতন করছি এবং তাদের উদ্বুদ্ধ করছি।

পেশা - ক্যারিয়ার সম্পাদনা

আমার কর্ম জীবন শুরু ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি ইমেইল মার্কেটিং দিয়ে, পুনরায় আবার ২০১৭ এর এপ্রিল ০৮ তারিখে কর্মক্ষেত্র পরিবর্তন করে একটি কন্সালটিং কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং কর্মকর্তা পদে যোগদান করি, এবং পরবর্তীতে ২০২০ সালে অন্য কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং এবং এসএইও এক্সপার্ট পদে কাজ করছি। ব্যাস এতটুকুই । এখন পর্যন্ত সফলভাবে কাজ করে যাচ্ছি এক্সপার্ট হিসেবে।

উইকিপিডিয়ায় আমি সম্পাদনা

২০১৫ সালে স্বভাসূলভ আগ্রহ থেকে উইকিপিডিয়ায় নিবন্ধিত হলেও বেশ কয়েকবার চেষ্টা করে ব্যার্থ হই বুঝতে পারিনি তেমন ভাবে। ২০১৮ সালে আবার কার্যক্রম শুরু করি এতে উৎসাহ পাই এবং পূর্ন উদ্যমে আবার কাজ করা শুরু করি। আমি অনলাইনে সম্পাদনা করার পাশাপাশি উইকিপিডিয়ার প্রচারনা এবং মানুষকে উইকিপিডিয়ার বিভিন্ন প্রজেক্ট এর ব্যাপারে আগ্রহী করার জন্য কাজ করছি।

আমার উইকিপিডিয়া সম্পাদনা সম্পাদনা

আমি মূলত আমার এলাকা, উপজেলা, জেলা ও বিভাগ নিয়ে বেশি কাজ করছি। কাজ করছি সেসব স্থান নিয়ে যেসব স্থান অযত্নে প্রায় হারিয়ে যেতে বসেছে কিংবা অদূর ভবিষ্যতে হারিয়ে যেতে পারে। এছাড়াও বিভিন্ন প্রসিদ্ধ স্থান ঘুরে সেখানকার নিবন্ধ তৈরি করছি। এখানে আমার তৈরি কিছু পাতার নাম উল্লেখ করলাম। তবে আমি পাতা তৈরির থেকে পাতা সম্পাদনা বা সমৃদ্ধ করার কাজেই বেশি আগ্রহী।

ছবিসমূহ সম্পাদনা


কাজের তালিকা সম্পাদনা

আপনিও সাহায্য করতে পারেন-

ব্যবহারকারীর অবদান

ধন্যবাদ উইকিপিডিয়াকে সম্পাদনা

উইকিপিডিয়াকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে কিছু লেখার সুযোগ করে দেওয়ার জন্য। উইকিপিডিয়ার বর্তমান অবস্থা দেখে আমি খুবই আনন্দিত, এ পরিবেশটি আমার খুব ভালো লেগেছে। আমি চাই আমার দেশ এগিয়ে যাক বাংলা উইকিপিডিয়ার হাত ধরে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আমার সর্বাত্মক চেষ্টা থাকবে। আর উইকিপিডিয়ার জন্য স্বেচ্ছায় কাজ করব । আশাকরি সবাই পাশে থাকবে! En.mozahid (আলাপ) ২৩:২৫, ২১ মে ২০১৮ (ইউটিসি)