আমি দীপ্ত সাহা সানি। বিখ্যাত ঐতিহাসিক মুনশিগঞ্জ জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ এবং বসবাস করে আছি।

শিক্ষা ও আগ্রহ

সম্পাদনা

আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছি।

অর্থনীতির পাশাপাশি বিজ্ঞান,ইতিহাস,সামরিক ও অন্যান্য বিষয়ে জানতে ও পরতে আগ্রহী।

 এ ব্যবহারকারী একজন অনুবাদক যিনি অনুবাদ প্রকল্পে ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন।

যোগাযোগ

সম্পাদনা

আপনি আমাকে ই-মেইল করতে পারেন এই ঠিকানায়: diptosha@yahoo.com

অথবা টুইটার করতে পারেন এই ঠিকানায়: @dreamkites