শীতের আমেজ মন সাজে


শরৎ গেল বাপের বাড়ি

           হেমন্ত কে নিয়ে ,

শীত এলো মধুর সাজে

        লেপটা মুড়ি দিয়ে !

হেমন্ত টা রেখেই গেলো

            গোলা ভরা ধান ,

খেজুর গাছে মাটির ভাড়ে

            মিষ্টি রসের বান !

রেখে গেল খেজুর গুড়ের

           মিষ্টি মাখা সুবাশ !

মাতাল করা হিমেল হাওয়া

           মনটা করে উদাস ।

ঘরে ঘরে পিঠা পায়েস

           পড়ে যায় সাড়া ,

চিতই পিঠার মধুর রসে

          মনটা সবার কাড়া ।

সন্ধা রাতে হিমেল হাওয়াই

              উঁকি মারে চাঁদ ।

আগুন জ্বেলে বসতে সবার

             বড়ই লাগে স্বাদ ।

হরেক রকম সবজ্বি নিয়ে

           সাজে গাঁয়ের মাঠ ,

নতুন ভাবে জেগে ওঠে

            বাংলা দেশের হাট ।

ছয় ঋতুর এই দেশেতে

            একটা ঋতু শীত ,

কল্প কথার গল্প শীতের

             অনেক আছে গীত !
            
              সমাপ্ত