ব্যবহারকারী:DelwarHossain/জ্যোতি চৌধুরী

জ্যোতি চৌধুরী

ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা বিভাগের ডোমিনেস্ট্যাটর
জ্যোতি
মৃত্যু২২ জুন ২০১৯
সিরাজগঞ্জ
মৃত্যুর কারণহৃদরোগে আক্রান্ত
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাস্নাতক (সম্মান)
স্নাতকোত্তর
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
নিয়োগকারীপ্রতিষ্ঠাতা
প্রতিষ্ঠানজয় বাংলা বেতার কেন্দ্র
পরিচিতির কারণবেতার সাংবাদিক
আদি নিবাসসিরাজগঞ্জ
বোর্ড সদস্যstatus=
সন্তান৩ ছেলে ২ মেয়ে
শেখ ইমরান মুরাদ (ছোট ছেলে)


জ্যেতি চৌধুরী(মৃত্যু: ২২ জুন ২০১৯) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন মুক্তিযোদ্ধামুক্তিযুদ্ধ চলাকালে সিরাজগঞ্জ থেকে প্রচারিত বেসরকারি রেডিও জয় বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা।

প্রারম্ভিক জীবন সম্পাদনা

অবদান সম্পাদনা

সাত্তার জয় বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা হিসেবে বেশ কিছু যন্ত্রাংশ তৈরিতে একক ও যৌথভাবে অংশ নেন। সিরাজগঞ্জের শেখ সাত্তার আলফা ও জ্যোতি চৌধুরীরর তৈরি ২৫ মাইল ব্যাসার্ধজুড়ে বিস্তারিত ক্ষমতাসম্পন্ন রেডিও ট্রান্সমিটার এখন জাতীয় যাদুঘরে রয়েছে। ২৮ মার্চ স্বাধীনতার পক্ষে এই বেতারের প্রচার শুরু হয়। চূড়ান্ত বিজয় পর্যন্ত চলে এর অনিয়মিত প্রচার।[১]

বহিঃসংযোগ সম্পাদনা

বিষয়শ্রেণী:বেতার বিষয়শ্রেণী:সাংবাদিক

  1. "বেদনা জাগানো মুক্তিযুদ্ধ জাদুঘর"দৈনিক ইত্তেফাক। ২১ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১৯