স্বাধীনতা যুদ্ধ

একটি স্বাধীনতার যুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ হল কোন রাজ্য বা অঞ্চলজুড়ে সংঘটিত সংঘর্ষ যা স্বাধীনতার ঘোষণা করেছে। যদি কখনো কোন রাষ্ট্র এমন কোন ভূমিতে স্বার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য সামরিক বাহিনী পাঠায় যা পূর্বে তাদের অধিকৃত ছিল অথবা স্থানীয় জনগণ যদি প্রাক্তন অধিকারী কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে, তবে একটি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ শুরু হয়। যদি নতুন রাষ্ট্র সফলভাবে প্রতিষ্ঠিত হয়, তখন সাধারণত উক্ত সংঘাতটি স্বাধীনতা যুদ্ধ নামে পরিচিতি লাভ করে।

উদাহরণসম্পাদনা

 
আইরিশ স্বাধীনতা যুদ্ধ (১৯১৯-১৯২১) বা অ্যাংলো-আইরিশ যুদ্ধের সময় সিয়ান হোগান-এর আইআরএ ফ্লায়িং কলাম

স্বাধীনতা যুদ্ধের উদাহরণসমূহের মধ্যে রয়েছে:

আরও দেখুনসম্পাদনা