বোয়ালিয়া জমিদার বাড়ি

বোয়ালিয়া জমিদার বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার অন্তর্ভুক্ত মতলব দক্ষিণ উপজেলায় অবস্থিত একটি জমিদার বাড়ি

বোয়ালিয়া জমিদার বাড়ি
সাধারণ তথ্য
ধরনবাসস্থান
অবস্থানমতলব দক্ষিণ উপজেলা
ঠিকানাবোয়ালিয়া গ্রাম, মতলব দক্ষিণ উপজেলা
শহরমতলব দক্ষিণ উপজেলা, চাঁদপুর জেলা
দেশবাংলাদেশ
নির্মাণকাজের সমাপ্তি১৭৯৩; ২৩০ বছর আগে (1793)
স্বত্বাধিকারীরায় মজুমদার ও দে চৌধুরী
কারিগরী বিবরণ
উপাদানইট, সুরকি ও রড

ইতিহাস

সম্পাদনা

প্রায় সতেরশো শতকের শেষের দিকে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। ইতিহাস থেকে জানা যায় চিরস্থায়ী বন্দবস্ত এর পরবর্তী সময়ে মহববতপুর গ্রামের রায় মজুমদার ও বোয়ালিয়া গ্রামের দে চৌধুরী মিলে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেন। তারা একসাথে এখানের জমিদারির দায়িত্ব পালন করেন। এরপর বংশপরামপনায় এখানে জমিদারি চলতে থাকে। এই জমিদার বাড়ির জমিদাররা ছিলেন বেশ দানশীল। এরজন্য তাদের বেশ সুনাম ছিল যা এখনো রয়েছে। মতলবের মসজিদজগন্নাথ মন্দির তৈরি করার জন্য জমিদার রাজকুমার চৌধুরী জায়গা দান করেছিলেন। জমিদার ললিত মোহন রায় চৌধুরী বোয়ালিয়া গ্রামে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, বাজার ও ডাকঘর প্রতিষ্ঠা করেন। এইরকম তাদের অসংখ্য দানশীলতার চিহ্ন এখনো এখানে বিদ্যমান রয়েছে। দেশ ভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই জমিদার বাড়ির জমিদারিরও ইতি ঘটে। [১]

জমিদার বাড়ির অবকাঠামো

সম্পাদনা

বর্তমান অবস্থা

সম্পাদনা

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা