বেলায়েত হোসেন (পণ্ডিত)
বেলায়েত হোসেন বীরভূমী (১৮৮৭—১৯৮৪) ছিলেন একজন ইসলামি চিন্তাবিদ ও শিক্ষক। তিনি ঢাকা মোহসিনিয়া মাদ্রাসা, চট্টগ্রাম মাদ্রাসা এবং কলকাতা আলীয়া মাদ্রাসায় অধ্যাপনা করেছেন।
বেলায়েত হোসেন বীরভূমী | |
---|---|
উপাধি | শামসুল উলামা |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ১৮৮৭ |
মৃত্যু | ১৯৮৪ | (বয়স ৯৬–৯৭)
ধর্ম | ইসলাম |
কাজ | শিক্ষকতা |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাবেলায়েত হোসেন ১৮৮৭ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সিতে জন্মগ্রহণ করেন। ১৯০৫ সালে তিনি বীরভূম থেকে ঢাকায় চলে আসেন এবং এখানকার একটি মাদ্রাসা থেকে ১৯০৯ সালে জামাতে উলা উত্তীর্ণ হন। তারপর ১৯১৩ সালে তিনি কামিল পাশ করেন।[১]
কর্মজীবন
সম্পাদনাশিক্ষাজীবন শেষে ১৯১৩ সালে ঢাকার মোহসিনীয়া মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে বেলায়েত হোসেন কর্মজীবনে প্রবেশ করেন। ১৯২২ সালে তিনি চট্টগ্রাম মাদ্রাসায় যোগ দেন। কিন্তু চার বছর পর, ১৯২৬ সালে তিনি কলকাতায় চলে যান এবং কলকাতা আলীয়া মাদ্রাসায় (বর্তমানে আলিয়া বিশ্ববিদ্যালয়) শিক্ষকতা করতে শুরু করেন। সেখানে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর ১৯৪৭ সালে তিনি শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন।[১]
ইসলামি শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের রাখায় ১৯৩৩ সালে তিনি ভারত সরকার কর্তৃক শামসুল উলামা উপাধিতে ভূষিত হন। ১৯৮৪ সালে তিনি মৃত্যুবরণ করেন।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ এ.বি.এম সাইফুল ইসলাম সিদ্দিকী (২০১২)। "হোসেন, বেলায়েত"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ২ এপ্রিল ২০২১।