বেরী রাজ্য
বেরী রাজ্য ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ এটি অন্যতম ক্ষুদ্রতর সনদ রাজ্যগুলির মধ্যে একটি ছিলো৷ রাজ্যটির আয়তন ছিলো ৮২.৮৭ বর্গ কিলোমিটার এবং ১৯০১ খ্রিস্টাব্দের জনসংখ্যা অনুসারে মোট জনসংখ্যা ছিলো ৪,২৯৭ জন৷ রাজ্যটির রাজধানী ছিলো বেরী নগর পঞ্চায়েতে, রাজ্যটির অর্ধেক বসতি ছিলো শহরেই, ঐ বছরের জনগণনা অনুসারে বেরী শহরের জনসংখ্যা ছিলো ২,৩৮৭ জন৷ বর্তমানে এটি উত্তরপ্রদেশ রাজ্যের হামিরপুর জেলাতে অবস্থিত জেলাসদর হামিরপুর শহর থেকে ৩০ কিলোমিটার দূরে বেতোয়া নদীর তীরে অবস্থিত৷
বেরী রাজ্য बेरी | |||||||
---|---|---|---|---|---|---|---|
ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য | |||||||
আনুমানিক ১৭৫০–১৯৫০ | |||||||
![]() ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত বেরী রাজ্যের মানচিত্র | |||||||
আয়তন | |||||||
• ১৯০১ | ৮২ বর্গকিলোমিটার (৩২ বর্গমাইল) | ||||||
জনসংখ্যা | |||||||
• ১৯০১ | ৪,২৭৯ | ||||||
ইতিহাস | |||||||
• প্রতিষ্ঠিত | আনুমানিক ১৭৫০ | ||||||
১৯৫০ | |||||||
| |||||||
বর্তমানে যার অংশ | হামিরপুর জেলা, উত্তরপ্রদেশ, ভারত |
বুন্দেলখণ্ড এজেন্সির উত্তর-পশ্চিম কোণে অবস্থিত এই রাজ্যটি পার্শ্ববর্তী বাউনী রাজ্যর সাথে একত্রিত হয়ে সরাসরি ব্রিটিশ প্রশাসনিক ভারতের অভ্যন্তরে একটি ছিটমহলের মতো সৃষ্টি করেছে, যদিও উভয়ই ছিলো মধ্য ভারত এজেন্সির অন্তর্গত দেশীয় রাজ্য৷ [১]
ইতিহাস
সম্পাদনাদেওয়ান আচার্য সিং খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে এই রাজ্যটি প্রতিষ্ঠা করেছিলেন, মূলত তিনি ছিলেন একজন জায়গীরদার৷ তার পিতা দেওয়ান মাহ্মা রায় ছিলেন গোয়ালিয়র রাজ্যের করাইহার জায়গীরদার৷ তিনি অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে জালোন জেলার সন্দি শহরে চলে আসেন৷[১]
রাও যুগল প্রসাদের রাজত্বকালে ১৮০৯ খ্রিস্টাব্দে বেরী রাজ্যটি একটি ব্রিটিশ করদ রাজ্যে পরিণত হয়।[২] ১৯৫০ খ্রিস্টাব্দের পয়লা নভেম্বর তারিখে রাজ্যটির শেষ রাজা যোগেন্দ্র সিং রাজ্যটিকে ভারতীয় অধিরাজ্যের অন্তর্ভুক্ত করার চুক্তিপত্রে সম্মতিস্বাক্ষর করলে এটি তৎকালীন যুক্তপ্রদেশ রাজ্যের হামিরপুর জেলার অন্তর্ভুক্ত হয়।[৩]
শাসকবর্গ
সম্পাদনাবেরী দেশীয় রাজ্যের শাসকগণ প্রাথমিকভাবে দেওয়ান পরে রাও এবং আরো পরে ১৯৪৫ খ্রিস্টাব্দে রাজা উপাধিতে ভূষিত হতেন। [২]
দেওয়ান
সম্পাদনা- আনুমানিক ১৭৫০ আচার্য সিংহ
- ১৭.. – আনুমানিক ১৭৮০ খুমন সিং
রাও
সম্পাদনা- আঃ ১৭৮০ – ১৮১৪ যুগল প্রসাদ
- ১৮১৪ – ১৮৫৭ ফৈরান সিং
- ১৮৫৭ – ১৮৬২ বিশ্বনাথ সিং
- ১৮ মার্চ ২৮৬২ – ১৮৯২ বিজয় সিং
- ১৮৯২ – ১৯০৪ রঘুরাজ সিং
- ৮ জুন ১৯০৪ – ১৯৪৫ লোকেন্দ্র সিংহ
- ৮ জুন ১৯০৪ – ১৯১৫ .... -রাজ প্রতিনিধি
রাজা
সম্পাদনা- ১৯৪৫ – ১৯৪৭ যাদবেন্দ্র সিংহ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ Imperial Gazetteer of India, v. 8, p. 3.
- ↑ ক খ Princely States of India A-J
- ↑ "Beri Princely State"। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৫।