বেথ

সেমিটীয় বর্ণমালার দ্বিতীয় বর্ণ

বেথ, বেত, বেহ্ বা ভেত হলো সেমিটীয় বর্ণমালার দ্বিতীয় অক্ষরফিনিশীয় সংস্করণ বেত , হিব্রু সংস্করণ বেত ב, আরামাইক সংস্করণ বেথ , সিরীয় সংস্করণ বেথ ܒ, আরবি সংস্করণ বাʾ ب এবং আরবি-ফার্সি সংস্করণ বেহ্ ب। এর উচ্চারণ বাংলা "ব্" ⟨b⟩ এবং ভ়্‌/ৰ্ ⟨v⟩ এর অনুরুপ বা নিকটবর্তী।

বেথ
ফিনিশীয়বেথ
হিব্রু
ב
আরামাইকবেথ
সিরীয়
ܒ
আরবি
ب
ধ্বনিমূলক প্রতীকb, v
বর্ণমালায় অবস্থান
সংখ্যাগত মান
Alphabetic derivatives of the Phoenician
গ্রিকΒ
লাতিনB
সিরিলীয়В, Б

এছাড়াও লাতিন "B", গ্রিক " B" এবং সিরিলীয় "B" ও "Б" - বেথ থেকে আগত। এর সাংখ্যিক মান ২।

হিব্রু বেত

সম্পাদনা

আরবি বা’

সম্পাদনা
শব্দের মধ্যে অবস্থান: পৃথক শেষে মধ্যে শুরুতে
গ্লিফ রুপ:
(সাহায্য)
ب ـب ـبـ بـ

বা’ হচ্ছে আরবি বর্ণমালার দ্বিতীয় অক্ষর যেটির সাধারণ উচ্চারণ /b/ (বাংলা ব্)। বিদেশি শব্দ হতে আগত প্ উচ্চারণের জন্যও এই বর্ণটি ব্যবহার করা হয়, যদিও প্রমিত আরবিতে এই উচ্চারণটি নেই।

ফার্সি পে

সম্পাদনা
শব্দের মধ্যে অবস্থান: পৃথক শেষে মধ্যে শুরুতে
গ্লিফ রুপ:
(সাহায্য)
پ ـپ ـپـ پـ

বা’ বর্ণটিকে প্রক্রিয়াজাত করেই ফার্সি পে বর্ণটির উৎপত্তি। এর উচ্চারণ/p/বা বাংলা প্

তথ্যসূত্র

সম্পাদনা