B

লাতিন বর্ণমালার ২য় অক্ষর

B অথবা  b (উচ্চারণ /ˈb/, বি) হলো লাতিন বর্ণমালার দ্বিতীয় বর্ণ। দুই ঠোট বন্ধ করে এই বর্ণ উচ্চারণ করতে হয় । 

B বর্ণের লিখন চিত্র

ইতিহাস সম্পাদনা

মিশরীয়
Pr
ফিনিশীয় 
bēt
গ্রীক
beta
ইটুরীয়
B
রোমান
B
রুনিক
beorc
আনছিয়াল
B
ইনছুলার 
B
কালোবর্ণ 
B
প্রত্নতাত্ত্বিক 
B
আধুনিক রোমান 
B
                     

দ্বিতীয় শতকে B এর সমাগোত্রীয় বর্ণ ছিলো ⟩ । প্রাচীন কালে এই বর্ণের বিভিন্ন রূপ ছিলো ,যা সময়ের বিবর্তনে পরিবর্তিত হতে থাকে । রোমান বর্ণমালায় B এর সমগোত্রীয় বর্ণ হলো B⟩ যা গ্রিক বর্ণ Β⟩ থেকে এসেছে । ফিনিশীয় বর্ণ bēt  থেকে গ্রিক বেটা বর্ণ এসেছে বলে মনে করা হয় । [১] [১]

লিখন পদ্ধতি সম্পাদনা

ইংরেজি সম্পাদনা

ইংরেজিতে B বর্ণ প্রচুর ব্যবহৃত হয় । সাধারণত ঠোট বন্ধ করে যে শব্দ উচ্চারিত হয় তা লিখতে এই বর্ণ ব্যবহার করা হয় ।এই ঘটনা সাধারণত শব্দের শেষে ঘটে । যেমন lamb এবং bomb ।

অন্যান্য ভাষায় সম্পাদনা

অন্যান্য ভাষাতেও এই বর্ণ ব্যবহার করা হয় ।

এস্তোনীয়, আইসল্যান্ডীয়, এবং Chinese Pinyin, b⟩ ভাষায় এই বর্ণ ব্যাঞ্জন বর্ণ হিসেবে ব্যবহৃত হয় না। বরং এটি  /p/ ধ্বনী উচ্চারণে লিখা হয় যা যুক্ত  /p:/ ধ্বনীর বিপরীত (এস্তোনীয় ভাষায়) অথবা মহাপ্রাণ ধ্বনী /pʰ/ (Pinyin, Danish এবং Icelandic ভাষায়) ।

স্বরবিষয়ক প্রতিলিপিকরণ সম্পাদনা

আন্তর্জাতিক ধ্বনীতত্ত্বে  ঠোট হতে উচ্চারিত ধ্বনি বন্ধ করতে [b] ব্যবহৃত হয় । কোন কোন ভাষায় এই বর্ণ অঘোষ ধ্বনি লিখতে ব্যবহার করার রীতি দেখা যায়  ।

অন্যান্য ব্যবহার সম্পাদনা

B বাজনাতে নোট হিসেবে ব্যবহার করা হয়। ইংরেজি ভাষীরা এই বর্ণ Si প্রকাশে বাজনায় ব্যবহার করে করে ।

সমগোত্রীয় বর্ণ সম্পাদনা

পূর্ব ইতিহাস,বিস্তার এবং সমজাতীয় সম্পাদনা

  • 𐤁 : সেমেটিক বর্ণ Bet,এখান থেকে নিম্নোক্ত বর্ণ এসেছে ।
  • Β β : গ্রিক বর্ণ Beta্যা থেকে B এসেছে ।
  • Ⲃ ⲃ কপটিক বর্ণ Bēta, যা গ্রিক Beta থেকে এসেছে ।
  • В в : সিরিলিক বর্ণ Ve , এটিও গ্রিক বেটা থেকে এসেছে ।
  • Б б : সিরিলিক বর্ণ Be, ।
  • 𐌁 : সনাতন ইতালীয় B ।
  • ᛒ : রুনিক বর্ণ Berkanan,ধারণা করা হয় এটি সনাতন ইতালীয় বর্ণ B থেকে এসেছে ।
  • 𐌱 : গোথিক বর্ণ bercna ।
  • IPA এর বিশেষ চিহ্ন B: ɓ ʙ β
  • কিছু বৈশিষ্ট্যসূচক B: Ƀ ƀ Ḃ ḃ Ḅ ḅ Ḇ ḇ Ɓ ɓ

চিহ্ন এবং প্রতীক সম্পাদনা

  • ␢ : U+2422 শূন্যস্থান বুঝাতে ব্যবহৃত হয়
  • ฿ : থাই baht
  • ♭: মিউজিক নোট

কম্পিউটার কোড সম্পাদনা

অক্ষর B b
ইউনিকোড নাম লাতিন বড়ো হাতের অক্ষর B   লাতিন ছোটো হাতের অক্ষর B
এনকোডিং দশমিক হেক্স দশমিক হেক্স
ইউনিকোড 66 U+0042 98 U+0062
ইউটিএফ-৮ 66 42 98 62
সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্র B B b b
ইবিসিডিআইসি পরিবার 194 C2 130 82
অ্যাস্‌কি 66 42 98 62
এছাড়াও DOS, উইন্ডোজ, আইএসও-৮৮৫৯ এবং এনকোডিংগুলির ম্যাকিনটোশ পরিবারসহ আসকি ভিত্তিক এনকোডিংগুলির জন্য।

অন্যান্য উপস্থাপনা সম্পাদনা

নোট সম্পাদনা

গ্রেডিং স্কেলে এই বর্ণটি গ্রেড প্রকাশে ব্যবহার করা হয়।

তথ্যসূত্র সম্পাদনা