বেনজিন

অ্যারোমেটিক যৌগ
(বেঞ্জিন থেকে পুনর্নির্দেশিত)

বেনজিন এক প্রকার জৈব যৌগ, যার আণবিক সংকেত C6H6। কখনো কখনো এর সংক্ষিপ্ত Ph-H রূপে লেখা হয়। এর ভিত্তি হিসেবে থাকে ৬টি কার্বন পরমাণুর একটি বলয়। এর প্রতিটি কার্বনের  সাথে ১টি করে হাইড্রোজেন থাকে। প্রতিটি বেনজিন অণুতে শুধু হাইড্রোজেন ও কার্বন থাকে। এই কারণে একে হাইড্রোকার্বন হিসেবে বিবেচনা করা হয়।

বেঞ্জিন
Full structural formula
Ball-and-stick model
Simplified skeletal formula
Space-filling model
নামসমূহ
ইউপ্যাক নাম
বেঞ্জিন
অন্যান্য নাম
বেঞ্জল
cyclohexa-1,3,5-triene
শনাক্তকারী
ত্রিমাত্রিক মডেল (জেমল)
কেমস্পাইডার
ইসিএইচএ ইনফোকার্ড ১০০.০০০.৬৮৫
ইসি-নম্বর
আরটিইসিএস নম্বর
  • CY1400000
  • InChI=1/C6H6/c1-2-4-6-5-3-1/h1-6H
    চাবি: UHOVQNZJYSORNB-UHFFFAOYAH
বৈশিষ্ট্য
C6H6
আণবিক ভর ৭৮.১১ g·mol−১
বর্ণ রংহীন তরল
ঘনত্ব ০.৮৭৬৫(২০) গ্রাম/সে.মি. [১]
গলনাঙ্ক ৫.৫ °সে (৪১.৯ °ফা; ২৭৮.৬ K)
স্ফুটনাঙ্ক ৮০.১ °সে (১৭৬.২ °ফা; ৩৫৩.২ K)
০.৮ গ্রাম/লিটার (১৫ °C)
সান্দ্রতা ০.৬৫২ cPতে ২০ °C
ডায়াপল মুহূর্ত D
ঝুঁকি প্রবণতা
সহজদাহ্য (F)
Carc. Cat. 1
Muta. Cat. 2
Toxic (T)
আর-বাক্যাংশ আর৪৫, আর৪৬, আর১১, আর৩৬/৩৮,আর৪৮/২৩/২৪/২৫, আর৬৫
এস-বাক্যাংশ এস৫৩, এস৪৫
এনএফপিএ ৭০৪
ফ্ল্যাশ পয়েন্ট −১১ °C
সম্পর্কিত যৌগ
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে।
YesY যাচাই করুন (এটি কি YesY☒না ?)
তথ্যছক তথ্যসূত্র
এক বোতল বেঞ্জিন । এর গায়ে বেঞ্জিন একটি বিষাক্ত ও দাহ্য তরল সর্তকীকরণ চিহ্ন দেওয়া আছে।

বেনজিন বর্ণহীন, উচ্চদাহ্য, মিষ্টি গন্ধযুক্ত এবং উচ্চ গলনাঙ্কের তরল পদার্থ। ঔষধ, প্লাস্টিক, কৃত্রিম রাবাররঞ্জক প্রস্তুত করতে বেনজিন একটি বাণিজ্যিক দ্রাবক হিসাবে ব্যবহৃত হয়।

গঠনসম্পাদনা

 
বেনজিনের বিভিন্ন উপস্থাপনা

বেনজিনের ধর্মসম্পাদনা

বেনজিন কম গলনাঙ্ক বিশিষ্ট কঠিন পদার্থ অথবা তরল। আণবিক ভর বৃদ্ধির সাথে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। [২] বেনজিনে ইলেকট্রফিলিক সংযোজন বিক্রিয়া ঘটে। বেনজিনে বহু-প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। বেনজিন বলয়ে প্রতিস্থাপক দুই প্রকার হতে পারে। যথা:

  • অর্থো-প্যারা নির্দেশক গ্রুপ[৩]


  • মেটা নির্দেশক গ্রপ

বেনজিনের রেজোন্যান্স বা অনুরণন ধর্ম আছে। এবং এটি হাকেল তত্ত্ব মেনে চলে। (4n+2) নিয়ম। [৪]

ব্যবহারসম্পাদনা

 
অধিকাংশ রাসায়নিক ও পলিমার পণ্য বেনজিন থেকে উদ্ভূত

তথ্যসূত্রসম্পাদনা

  1. David R. Lide, ed.। ""Physical Constants of Organic Compounds", in CRC Handbook of Chemistry and Physics, Internet Version 2005, <http://www.hbcpnetbase.com>"। CRC Press 
  2. কবীর, গাজী মো. আহসানুল এবং ইসলাম, মো. রবিউল ২০১৯. রসায়ন দ্বিতীয় পত্র: একাদশ ও দ্বাদশ শ্রেণি. (পঞ্চম সংস্করণ). অ্যাবাকাস পাবলিকেশন্স, ঢাকা. আইএসবিএন ৯৭৮-৯৮৪-৩৩-৭৬৭৬-৩
  3. "Ortho, Para Directing Group"Chemistry LibreTexts (ইংরেজি ভাষায়)। ২০১৫-১১-২৭। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৯ 
  4. "17.5: Aromaticity and Huckel's Rule"Chemistry LibreTexts (ইংরেজি ভাষায়)। ২০১৬-০২-১৯। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৯ 

বহিঃসংযোগসম্পাদনা