বেকার হোস্টেল

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত ১৯১০ সালে প্রতিষ্ঠিত সরকারি ছাত্রাবাস

বেকার হোস্টেল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত একটি সরকারি ছাত্রাবাস।[১] ছাত্রাবাসটি ব্রিটিশ শাসনামলে ১৯১০ সালে এডওয়ার্ড নরম্যান বেকার প্রতিষ্ঠা করেন।[২][৩] ছাত্রাবাসটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ৮ স্মিথ লেনে অবস্থিত।[২] কলকাতায় মুসলিম ছাত্রদের জন্য ১৮৯৬ সালে নির্মিত টেইলর হোস্টেলের চারপাশের অস্বাস্থ্যকর পরিবেশ এবং অপর্যাপ্ত আবাসন ব্যবস্থার কারণে ১৯০৮ সালে নতুন ছাত্রাবাস নির্মাণের জন্য আন্দোলন হয়। এর ফলে কলকাতায় বেকার হোস্টেল নির্মিত হয়।[৪]

বেকার হোস্টেল
মানচিত্র
সাধারণ তথ্য
অবস্থাসক্রিয়
অবস্থানকলকাতা
নির্মাণ শুরু হয়েছে১৯১০
স্বত্বাধিকারীপশ্চিমবঙ্গ সরকার

ছাত্রাবাসটিতে বেশ কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব বসবাস করেছেন।[২] এর মধ্যে উল্লেখযোগ্য হলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান[৫] তিনি ১৯৪৫-৪৬ সালে মৌলানা আজাদ কলেজের ছাত্র থাকাবস্থায় এ ছাত্রাবাসের ২৪ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন।[৬] ১৯৯৮ সালে ২৩ ও ২৪ নাম্বার কক্ষকে একত্রিত করে পশ্চিমবঙ্গ সরকার শেখ মুজিবুর রহমানের সম্মানে ‘বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ’ তৈরি করে।[৭] ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি এ কক্ষের সম্মুখে তার আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হয়।[৭]

উল্লেখযোগ্য আবাসিক ছাত্রসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "স্মৃতির পাতায় বেকার হোস্টেল"যায়যায়দিন। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০ 
  2. "বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর স্মৃতিকক্ষের সামনে বসছে ভাস্কর্য"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০ 
  3. "বঙ্গবন্ধুর বেকার হোস্টেল"রাইজিংবিডি। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০ 
  4. নওয়াব আবদুল জব্বার, বাংলাপিডিয়া
  5. "বঙ্গবন্ধুর ছাত্রজীবনের সাক্ষী কলকাতার বেকার হোস্টেল"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০ 
  6. "বঙ্গবন্ধুর-স্মৃতিবিজড়িত-বেকার-হোস্টেল"এনটিভি। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০ 
  7. "বঙ্গবন্ধু ও কলকাতা বেকার হোস্টেল"বাংলাদেশ প্রতিদিন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২০