বি. আর. চোপড়া

ভারতীয় চলচ্চিত্র পরিচালক

বলদেব রাজ চোপড়া (২২ এপ্রিল ১৯১৪ - ৫ নভেম্বর ২০০৮)[] একজন ভারতীয় পরিচালক ও প্রযোজক। তিনি বলিউড ও টেলিভিশন ধারাবাহিকে কাজের জন্য সুপরিচিত। তিনি কানুন (১৯৬০), ধর্মপুত্র (১৯৬১), গুমরাহ (১৯৬৩) ও হমরাজ (১৯৬৭) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্র বিভাগে মেধার সনদ অর্জন করেন। তার নির্মিত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল - নয়া দৌড় (১৯৫৭), সাধনা (১৯৫৮), ইনসাফ কা তরাজু (১৯৮০), নিকাহ (১৯৮২), আওয়াম (১৯৮৭) এবং টিভি ধারাবাহিক - মহাভারত[]

বি. আর. চোপড়া
২০১৩ সালের ডাকটিকেটে বি. আর. চোপড়া
জন্ম
বলদেব রাজ চোপড়া

(১৯১৪-০৪-২২)২২ এপ্রিল ১৯১৪
মৃত্যু৫ নভেম্বর ২০০৮(2008-11-05) (বয়স ৯৪)
মাতৃশিক্ষায়তনপাঞ্জাব বিশ্ববিদ্যালয়
পেশাচলচ্চিত্র প্রযোজক, পরিচালক
কর্মজীবন১৯৪৪-২০০৬
দাম্পত্য সঙ্গীপ্রকাশ চোপড়া
সন্তান৩, রবি চোপড়া-সহ
আত্মীয়দেখুন চোপড়া-জোহর পরিবার
সম্মাননা

চলচ্চিত্রে অবদানের জন্য তাকে ১৯৯৮ সালে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ২০০১ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত করা হয়। এছাড়া ২০০৪ সালে তাকে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

তার ছোট ভাই যশ চোপড়া, পুত্র রবি চোপড়া এবং ভাইপো আদিত্য চোপড়াউদয় চোপড়া এবং বোনপো করণ জোহর বলিউড চলচ্চিত্র শিল্পের সাথে সম্পৃক্ত।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

চোপড়া ১৯১৪ সালের ২২শে এপ্রিল তদানীন্তন ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের (বর্তমান পাঞ্জাব, ভারত) শহীদ ভগৎ সিং নগর জেলা (সাবেক নাওয়ানশহর জেলা) রাহোনে জন্মগ্রহণ করেন। তার পিতা বিলায়েতি রাজ চোপড়া পিডাব্লিউডির কর্মচারী ছিলেন। তার ছোট ভাই যশ চোপড়া একজন চলচ্চিত্র নির্মাতা এবং ভাইপো আদিত্য চোপড়াউদয় চোপড়া এবং বোনপো করণ জোহর ভারতীয় চলচ্চিত্রের সাথে জড়িত।[]

ব্যক্তিগত জীবন ও মৃত্যু

সম্পাদনা

তার স্ত্রী প্রকাশ চোপড়া। তাদের এক পুত্র - রবি চোপড়া এবং দুই কন্যা - শশী ও বীণা।[]

তিনি ২০০৮ সালের ৫ই নভেম্বর ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন।[]

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা
 
বি. আর. চোপড়া (বামে) ও যশ চোপড়া নয়া দৌড়-এর অডিও প্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বেসামরিক সম্মাননা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার
ফিল্মফেয়ার পুরস্কার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Filmmaker B R Chopra passes away"এনডিটিভি। ৫ নভেম্বর ২০০৮। ৮ নভেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  2. "B.R.Chopra made socially relevant films"দ্য হিন্দু। ৬ নভেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  3. তালিকুলম, শর্মিলা (৪ এপ্রিল ১৯৯৭)। "And miles to go..."রেডিফ.কম। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  4. "Bollywood producer BR Chopra dies"বিবিসি নিউজ (ইংরেজি ভাষায়)। ৫ নভেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  5. "Filmmaker B.R. Chopra dead"Thaindian.com। ৫ নভেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  6. "Padma Awards" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২০১৫। ১৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  7. "8th National Film Awards"। International Film Festival of India। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  8. "9th National Film Awards"। International Film Festival of India। ২ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 
  9. "Rediff On The NeT: B R Chopra chosen for Dadasaheb Phalke Award"রেডিফ.কম। ২১ অক্টোবর ১৯৯৯। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা