বিহার প্রদেশ কংগ্রেস কমিটি

বিহার প্রদেশ কংগ্রেস কমিটি (বিপিসিসি) হলো বিহার রাজ্যের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনৈতিক শাখা। এর প্রধান কার্যালয় পাটনায় সাদাকাত আশ্রমে অবস্থিত। মদন মোহন ঝা বিপিসিসির সভাপতি।[]

বিহার প্রদেশ কংগ্রেস কমিটি
সভাপতিমদন মোহন ঝা[]
চেয়ারপার্সনঅজিত শর্মা
সদর দপ্তরসাদাকাত আশ্রম, পাটনা-৮০০০১০, বিহার
যুব শাখাবিহার যুব কংগ্রেস
মহিলা শাখাবিহার প্রদেশ মহিলা কংগ্রেস কমিটি
ভাবাদর্শ
জোটমহাগঠবন্ধন
লোকসভায় আসন
১ / ৪০
রাজ্যসভায় আসন
১ / ১৬
বিহার বিধানসভা-এ আসন
১৯ / ২৪৩
বিহার বিধান পরিষদ-এ আসন
৪ / ৭৫
নির্বাচনী প্রতীক
ভারতের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

বর্তমান কার্যনির্বাহী সভাপতিরা হলেন শ্যাম সুন্দর সিং ধীরাজ, অশোক কুমার, সমীর কুমার সিং এবং কৌকব কাদরি।[]

বিপিসিসি সম্ভাব্য নির্বাচনী প্রার্থীদের জন্য একটি স্ক্রিনিং কমিটি সহ বেশ কয়েকটি কমিটি নিয়ে গঠিত[] এবং জুলাই ২০১১ থেকে, একটি কমিটি রাষ্ট্রীয় সংস্থা এবং জাতীয় পর্যায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক সমন্বয় করে।[] বিহারে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের উপর নজরদারি করার জন্য ডিসেম্বর ২০১০ সালের দিকে একটি মনিটরিং কমিটিও রয়েছে।[] সম্প্রতি রদবদল করা কমিটির চেয়ারম্যান হলেন প্রাক্তন এমএলসি বিজয় শঙ্কর মিশ্র।[]

উপরন্তু, বিপিসিপি এর গঠনমূলক সংগঠন রয়েছে, যার মধ্যে রয়েছে:[]

  • বিহার প্রদেশ কংগ্রেস কমিটি সংখ্যালঘু বিভাগ হলো কংগ্রেস সংখ্যালঘু শাখার বিহার অধ্যায় এবং মিন্নাত রহমানি ২০১৪ সাল থেকে রাজ্য সভাপতি।
  • বিহার প্রদেশ কংগ্রেস সেবাদল হলো কংগ্রেসের বিহার অধ্যায়
  • বিহার যুব কংগ্রেস হলো ভারতীয় যুব কংগ্রেসের বিহার অধ্যায়
  • এনএসইউআই বিহার হলো ভারতের জাতীয় ছাত্র ইউনিয়নের বিহার অধ্যায়
  • INTUC বিহার হলো ভারতীয় জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের বিহার অধ্যায়

বিপিসিসি সভাপতি

সম্পাদনা
# নাম কার্যালয় অধিগ্রহণ কার্যালয় ত্যাগ
১. মাওলানা মাজহারুল হক ১৯২১ ১৯৩০
২. রাজেন্দ্র প্রসাদ ১৯৩১ ১৯৩৫
৩. শ্রীকৃষ্ণ সিনহা ১৯৩৫ ১৯৩৬
(২) রাজেন্দ্র প্রসাদ ১৯৩৬ ১৯৪৬
৪. অধ্যাপক ড. আব্দুল বারী ১৯৪৬ ১৯৪৭
৫. শ্রী মহামায়া প্রসাদ সিনহা ১৯৪৭ ১৯৪৮
৬. পণ্ডিত প্রজাপতি মিশ্র ১৯৪৮ ১৯৫০
৭. লক্ষ্মী নারায়ণ সুধাংশু ১৯৫০ ১৯৫২
(৬) পণ্ডিত প্রজাপতি মিশ্র ১৯৫২ ১৯৫৩
৮. নন্দ কুমার সিং (ইন-চার্জ) ১৯৫৩ ১৯৫৪
(৩) কৃষ্ণা সিনহা ১৯৫৪ ১৯৫৫
(৮) নন্দ কুমার সিং ১৯৫৫ ১৯৫৯
৯. আব্দুল কাইয়ুম আনসারী ১৯৫৯ ১৯৬২
১০. রাজেন্দ্র মিশ্র ১৯৬২ ১৯৬৮
১১. অনন্ত প্রসাদ শর্মা ১৯৬৮ ১৯৭১
১২. বিদ্যাকর কবি ১৯৭১ ১৯৭৩
১৩. সীতারাম কেশরী ১৯৭৩ ১৯৭৭
১৪. মুঙ্গেরী লাল (ইন-চার্জ) ১৯৭৭ ১৯৭৭
১৫. কেদার পান্ডে ১৯৭৭ ১৯৮০
১৬. রফিক আলম ১৯৮০ ১৯৮৩
১৭. রাম শরণ প্রসাদ সিং ১৯৮৩ ১৯৮৪
১৮. বিন্দেশ্বরী দুবে ১৯৮৪ ১৯৮৫
১৯. ডুমার লাল বৈঠা ১৯৮৫ ১৯৮৮
২০. তারিক আনোয়ার ১৯৮৮ ১৯৮৯
২১. জগন্নাথ মিশ্র ১৯৮৯ ১৯৯০
২২. লাহতান চৌধুরী ১৯৯০ ১৯৯২
(২১) জগন্নাথ মিশ্র ১৯৯২ ১৯৯২
২৩. মোঃ হেদায়াতুল্লাহ খান ১৯৯৩ ১৯৯৪
২৪. সরফরাজ আহমেদ ১৯৯৪ ১৯৯৭
(২৪) সরফরাজ আহমেদ ১৯৯৭ ১৯৯৮
২৫. সদানন্দ সিং ১৯৯৮ ২০০০
২৬. চন্দন বাগচী ২০০০ ২০০০
২৭. শাকিল আহমদ ২০০০ ২০০৩
২৮. রামজতন সিনহা ২০০৩ ২০০৫
(২৫) সদানন্দ সিং ২০০৫ ২০০৮
২৯. অনিল কুমার শর্মা ২০০৮ ২০১০
৩০. মেহবুব আলী কায়সার ২০১০ ২০১৩
৩১. অশোক চৌধুরী ১ এপ্রিল ২০১৩ ২৭ সেপ্টেম্বর ২০১৭
৩২. কৌকব কাদরী (ইন-চার্জ) ২৭ সেপ্টেম্বর ২০১৭ ১৭ সেপ্টেম্বর ২০১৮
৩৩. মদন মোহন ঝা ১৭ সেপ্টেম্বর ২০১৮ শায়িত্ব

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Ex-minister Madan Mohan Jha is Cong's Bihar unit president"। ১৯ সেপ্টেম্বর ২০১৮। 
  2. Tewary, Amarnath (২০১৮-০৯-১৮)। "Madan Mohan Jha is new Bihar Congress president"The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৫ 
  3. "Bihar Congress President Says Rahul Gandhi a 'Janeudhari Sanatani Hindu'"News18 (ইংরেজি ভাষায়)। ৩০ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৫ 
  4. "Rahul's close aide to shortlist candidates"The Statesman (ইংরেজি ভাষায়)। ১১ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৫ 
  5. "Cong appoints team to revamp Bihar unit "The Telegraph। Calcutta, India। ৩ জুলাই ২০১১। 
  6. "Congress panel to monitor central schemes"The Times of India। ৯ জুন ২০১১। ৭ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  7. "Congress makes moves to face 2014 LS polls"The Times of India। ১০ জানুয়ারি ২০১১। ২০১২-০৪-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৯ 
  8. "BIHAR PRADESH CONGRESS COMMITTEE FRONTAL ORGANIZATIONS"। Indian National Congress। ২১ সেপ্টেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-১১ 

বহিঃসংযোগ

সম্পাদনা