বিহার প্রদেশ কংগ্রেস কমিটি
বিহার প্রদেশ কংগ্রেস কমিটি (বিপিসিসি) হলো বিহার রাজ্যের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনৈতিক শাখা। এর প্রধান কার্যালয় পাটনায় সাদাকাত আশ্রমে অবস্থিত। মদন মোহন ঝা বিপিসিসির সভাপতি।[২]
বিহার প্রদেশ কংগ্রেস কমিটি | |
---|---|
সভাপতি | মদন মোহন ঝা[১] |
চেয়ারপার্সন | অজিত শর্মা |
সদর দপ্তর | সাদাকাত আশ্রম, পাটনা-৮০০০১০, বিহার |
যুব শাখা | বিহার যুব কংগ্রেস |
মহিলা শাখা | বিহার প্রদেশ মহিলা কংগ্রেস কমিটি |
ভাবাদর্শ | |
জোট | মহাগঠবন্ধন |
লোকসভায় আসন | ১ / ৪০
|
রাজ্যসভায় আসন | ১ / ১৬
|
বিহার বিধানসভা-এ আসন | ১৯ / ২৪৩
|
বিহার বিধান পরিষদ-এ আসন | ৪ / ৭৫
|
নির্বাচনী প্রতীক | |
ভারতের রাজনীতি রাজনৈতিক দল নির্বাচন |
বর্তমান কার্যনির্বাহী সভাপতিরা হলেন শ্যাম সুন্দর সিং ধীরাজ, অশোক কুমার, সমীর কুমার সিং এবং কৌকব কাদরি।[৩]
সংগঠন
সম্পাদনাবিপিসিসি সম্ভাব্য নির্বাচনী প্রার্থীদের জন্য একটি স্ক্রিনিং কমিটি সহ বেশ কয়েকটি কমিটি নিয়ে গঠিত[৪] এবং জুলাই ২০১১ থেকে, একটি কমিটি রাষ্ট্রীয় সংস্থা এবং জাতীয় পর্যায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক সমন্বয় করে।[৫] বিহারে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের উপর নজরদারি করার জন্য ডিসেম্বর ২০১০ সালের দিকে একটি মনিটরিং কমিটিও রয়েছে।[৬] সম্প্রতি রদবদল করা কমিটির চেয়ারম্যান হলেন প্রাক্তন এমএলসি বিজয় শঙ্কর মিশ্র।[৭]
উপরন্তু, বিপিসিপি এর গঠনমূলক সংগঠন রয়েছে, যার মধ্যে রয়েছে:[৮]
- বিহার প্রদেশ কংগ্রেস কমিটি সংখ্যালঘু বিভাগ হলো কংগ্রেস সংখ্যালঘু শাখার বিহার অধ্যায় এবং মিন্নাত রহমানি ২০১৪ সাল থেকে রাজ্য সভাপতি।
- বিহার প্রদেশ কংগ্রেস সেবাদল হলো কংগ্রেসের বিহার অধ্যায়
- বিহার যুব কংগ্রেস হলো ভারতীয় যুব কংগ্রেসের বিহার অধ্যায়
- এনএসইউআই বিহার হলো ভারতের জাতীয় ছাত্র ইউনিয়নের বিহার অধ্যায়
- INTUC বিহার হলো ভারতীয় জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের বিহার অধ্যায়
বিপিসিসি সভাপতি
সম্পাদনা# | নাম | কার্যালয় অধিগ্রহণ | কার্যালয় ত্যাগ |
---|---|---|---|
১. | মাওলানা মাজহারুল হক | ১৯২১ | ১৯৩০ |
২. | রাজেন্দ্র প্রসাদ | ১৯৩১ | ১৯৩৫ |
৩. | শ্রীকৃষ্ণ সিনহা | ১৯৩৫ | ১৯৩৬ |
(২) | রাজেন্দ্র প্রসাদ | ১৯৩৬ | ১৯৪৬ |
৪. | অধ্যাপক ড. আব্দুল বারী | ১৯৪৬ | ১৯৪৭ |
৫. | শ্রী মহামায়া প্রসাদ সিনহা | ১৯৪৭ | ১৯৪৮ |
৬. | পণ্ডিত প্রজাপতি মিশ্র | ১৯৪৮ | ১৯৫০ |
৭. | লক্ষ্মী নারায়ণ সুধাংশু | ১৯৫০ | ১৯৫২ |
(৬) | পণ্ডিত প্রজাপতি মিশ্র | ১৯৫২ | ১৯৫৩ |
৮. | নন্দ কুমার সিং (ইন-চার্জ) | ১৯৫৩ | ১৯৫৪ |
(৩) | কৃষ্ণা সিনহা | ১৯৫৪ | ১৯৫৫ |
(৮) | নন্দ কুমার সিং | ১৯৫৫ | ১৯৫৯ |
৯. | আব্দুল কাইয়ুম আনসারী | ১৯৫৯ | ১৯৬২ |
১০. | রাজেন্দ্র মিশ্র | ১৯৬২ | ১৯৬৮ |
১১. | অনন্ত প্রসাদ শর্মা | ১৯৬৮ | ১৯৭১ |
১২. | বিদ্যাকর কবি | ১৯৭১ | ১৯৭৩ |
১৩. | সীতারাম কেশরী | ১৯৭৩ | ১৯৭৭ |
১৪. | মুঙ্গেরী লাল (ইন-চার্জ) | ১৯৭৭ | ১৯৭৭ |
১৫. | কেদার পান্ডে | ১৯৭৭ | ১৯৮০ |
১৬. | রফিক আলম | ১৯৮০ | ১৯৮৩ |
১৭. | রাম শরণ প্রসাদ সিং | ১৯৮৩ | ১৯৮৪ |
১৮. | বিন্দেশ্বরী দুবে | ১৯৮৪ | ১৯৮৫ |
১৯. | ডুমার লাল বৈঠা | ১৯৮৫ | ১৯৮৮ |
২০. | তারিক আনোয়ার | ১৯৮৮ | ১৯৮৯ |
২১. | জগন্নাথ মিশ্র | ১৯৮৯ | ১৯৯০ |
২২. | লাহতান চৌধুরী | ১৯৯০ | ১৯৯২ |
(২১) | জগন্নাথ মিশ্র | ১৯৯২ | ১৯৯২ |
২৩. | মোঃ হেদায়াতুল্লাহ খান | ১৯৯৩ | ১৯৯৪ |
২৪. | সরফরাজ আহমেদ | ১৯৯৪ | ১৯৯৭ |
(২৪) | সরফরাজ আহমেদ | ১৯৯৭ | ১৯৯৮ |
২৫. | সদানন্দ সিং | ১৯৯৮ | ২০০০ |
২৬. | চন্দন বাগচী | ২০০০ | ২০০০ |
২৭. | শাকিল আহমদ | ২০০০ | ২০০৩ |
২৮. | রামজতন সিনহা | ২০০৩ | ২০০৫ |
(২৫) | সদানন্দ সিং | ২০০৫ | ২০০৮ |
২৯. | অনিল কুমার শর্মা | ২০০৮ | ২০১০ |
৩০. | মেহবুব আলী কায়সার | ২০১০ | ২০১৩ |
৩১. | অশোক চৌধুরী | ১ এপ্রিল ২০১৩ | ২৭ সেপ্টেম্বর ২০১৭ |
৩২. | কৌকব কাদরী (ইন-চার্জ) | ২৭ সেপ্টেম্বর ২০১৭ | ১৭ সেপ্টেম্বর ২০১৮ |
৩৩. | মদন মোহন ঝা | ১৭ সেপ্টেম্বর ২০১৮ | শায়িত্ব |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Ex-minister Madan Mohan Jha is Cong's Bihar unit president"। ১৯ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ Tewary, Amarnath (২০১৮-০৯-১৮)। "Madan Mohan Jha is new Bihar Congress president"। The Hindu (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৫।
- ↑ "Bihar Congress President Says Rahul Gandhi a 'Janeudhari Sanatani Hindu'"। News18 (ইংরেজি ভাষায়)। ৩০ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৫।
- ↑ "Rahul's close aide to shortlist candidates"। The Statesman (ইংরেজি ভাষায়)। ১১ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৫।
- ↑ "Cong appoints team to revamp Bihar unit "। The Telegraph। Calcutta, India। ৩ জুলাই ২০১১।
- ↑ "Congress panel to monitor central schemes"। The Times of India। ৯ জুন ২০১১। ৭ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Congress makes moves to face 2014 LS polls"। The Times of India। ১০ জানুয়ারি ২০১১। ২০১২-০৪-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৮-২৯।
- ↑ "BIHAR PRADESH CONGRESS COMMITTEE FRONTAL ORGANIZATIONS"। Indian National Congress। ২১ সেপ্টেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-১১।