বিষয়শ্রেণী:বঙ্গের প্রাচীন রাজ্য

আদি ভারতের ইতিহাস অনুসন্ধানে পতিপাদিত হয়; দক্ষিণ এশিয়া অঞ্চল নিয়ে গড়ে ওঠা মানব বসতি মুলত হরপ্পামহেঞ্জোদাড়ো হতেই প্রসারিত হয়েছে। ভারতে মানববসতির প্রাচীনতম নিদর্শন এক লক্ষ বছর আগের। পরবর্তিকালে রাজনৈতিক সংবেদনশীলতার কারণ এ অঞ্চলটি কয়েকটি ভাগে বিবক্ত হয় এবং প্রত্যেকটি ভাগই পৃথক পৃথক নামে পরিচিত হতে থাকে । অতপর পৃথক নামে পরিচিত স্থান গুলোই এককালে শাসনতান্ত্রীক ব্যবস্থার কারণ বিভিন্ন রাজ্যে পরিণত হয়। ইন্দো-আর্যদের আসার পর পূর্ব বাংলা (বর্তমান বাংলাদেশ) অঞ্চল নিয়ে কামরুপ নামে রাজ্য বিস্তৃত ছিল এবং বাংলার পশ্চিমাংশে (বর্তমান ভারতীয় বাংলায়) অঙ্গ, বঙ্গ এবং মগধ রাজ্য গঠিত হয় খ্রীষ্টপূর্ব দশম শতকে । তারই ধারাবাহিকতায় আনুমানিক ৫৫০ খ্রিষ্টপূর্বাব্দ নাগাদ ভারতে প্রতিষ্ঠিত হয় মহাজনপদ নামে অনেকগুলি স্বাধীন রাজতান্ত্রিক রাজ্য। পরবর্তীতে বঙ্গের অঞ্চলটি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয় । প্রাচীন, মধ্যযোগিয় এই বিভক্ত রাজ্য গুলো (বর্ণানুক্রমে):

"বঙ্গের প্রাচীন রাজ্য" বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত নিবন্ধসমূহ

এই বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত মোট ১৭টি পাতার মধ্যে ১৭টি পাতা নিচে দেখানো হল।