বিশ্ব সাইকেল দিবস

সাইকেল উদযাপনের একটি আন্তর্জাতিক দিন

বিশ্ব সাইকেল দিবস প্রতিবছর জুন মাসের ৩ তারিখে সমগ্র বিশ্বজুড়ে পালন করা হয়। ২০১৮ সালের এপ্রিল মাসে রাষ্ট্রসংঘর সাধারণ সভায় ৩ জুন বিশ্ব সাইকেল দিবস হিসেবে উদ্‌যাপন করার প্রস্তাব গ্রহণ করা হয়।[] রাষ্ট্রসংঘের প্রস্তাবে সাইকেলের দীর্ঘ জীবনকাল এবং বহু কাজে ব্যবহৃত হওয়ার প্রশংসা করা হয়েছিল। সঙ্গে প্রায় দুই শতক কাল এর সাধারণ, কম খরচ, বিশ্বাসযোগ্যতা, এবং পরিবেশের জন্য উপযুক্ত যান-বাহনের মাধ্যম হিসাবে সাইকেলের উল্লেখ করা হয়েছিল।[] সাইকেল ব্যবহারের সুফলের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার জন্য মূলতঃ এই দিবস উদ্‌যাপন করা হয়।

বিশ্ব সাইকেল দিবস
বিশ্ব সাইকেল দিবসের সঙ্গে সঙ্গতি রেখে ২০১৮ সালে নতুন দিল্লিতে অনুষ্ঠিত সাইকেল শোভা যাত্রাতে ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু
পালনকারীরাষ্ট্রসংঘর সদস্য রাষ্ট্রগণ
ধরনআন্তর্জাতিক
তাৎপর্যজনসচেতনতা
তারিখ৩ জুন

ইতিহাস

সম্পাদনা

মার্কিন যুক্তরাষ্ট্রর অধ্যাপক লেসজেক সিবিলস্কি তার সমাজশাস্ত্রের শ্রেণিতে তৃণ-মূল পর্যায়ে বিশ্ব সাইকেল দিবসের রাষ্ট্রসংঘর স্বীকৃতির জন্য এক অভিযানের সূচনা করেছিলেন। পরে তার এই অভিযান তুর্কমেনিস্তানকে নিয়ে ৫৬ টি দেশের সমর্থন লাভ করে।[][][] এর রাষ্ট্রসংঘ সরকারি বড় ও নীল রঙের লোগোটি আইজাক ফেলডে নির্মাণ করেছিলেন এবং অধ্যাপক জন ই. শানসন এর সঙ্গে থাকা এনিমেশন প্রস্তুত করেছিলেন। এই লোগোতে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাইকেল আরোহী দেখানো হয়েছে। সাইকেল মানবতাকে এগিয়ে নিয়ে যায়; এই হল এর মূল উদ্দেশ্য।[]

গুরুত্ব

সম্পাদনা

বিশ্ব সাইকেল দিবস সমগ্র বিশ্বে জাতি, বর্ণ, লিঙ্গ, বয়স ভেদে উদ্‌যাপন করা হয়। "সাইকেল মানব সভ্যতার ক্রমবিকাশের এক প্রতীক। ইহা সহনশীলতা, পারস্পরিক বোঝাবুঝি এবং শ্রদ্ধা বৃদ্ধি করার সঙ্গে সামাজিক সমাবেশ এবং সাংস্কৃতিক শান্তি প্রদান করে।"[]

বিশ্ব সাইকেল দিবস বর্তমান সুস্থ জীবন নির্বাহ পদ্ধতিকে প্রচারের জন্য অনুষ্ঠিত করা হয়। এর সঙ্গে ডায়েবেটিস ১ ও ২ জড়িত হয়ে আছে।[] তাছাড়া, সাইকেল চালানো স্বাস্থ্যর জন্য লাভকারক।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "World Bicycle Day, 3 June"www.un.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-১১-২৩ 
  2. A.Res.72.272 World Bicycle Day, United Nations Resolution
  3. Senarath, Yohan (২০১৮-০৫-০১)। "World Bicycle Day: Meet the man who made it happen"Transport for Development (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৫-০২ 
  4. Staff। "MC Professor and Students Win UN Support for World Bicycle Day" 
  5. "MC Today - World Bicycle Day" 
  6. "Mateusz Rudyk"