বিশ্বনাথ ইউনিয়ন
বিশ্বনাথ ইউনিয়ন বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত বিশ্বনাথ উপজেলার একটি ইউনিয়ন।[১][২][৩]
বিশ্বনাথ | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে বিশ্বনাথ ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৪৮′৬.০০১″ উত্তর ৯১°৪৫′৪৭.০০২″ পূর্ব / ২৪.৮০১৬৬৬৯৪° উত্তর ৯১.৭৬৩০৫৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
উপজেলা | বিশ্বনাথ উপজেলা ![]() |
প্রতিষ্ঠা | ১৯৮৩ |
আয়তন | |
• মোট | ৩,১৩৯ হেক্টর (৭,৭৫৭ একর) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ৪৪,৩১৫ |
• জনঘনত্ব | ১,৪০০/বর্গকিমি (৩,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৭% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ২০ ২১ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও সীমানা
সম্পাদনাসিলেট শহর হতে বিশ্বনাথ উপজেলার ও ইউনিয়নের সড়ক পথে দূরত্ব ১৭ কিলোমিটার। পূর্বে লালাবাজার ইউনিয়ন, পশ্চিমে দেওকলস ইউনিয়ন এবং দৌলতপুর ইউনিয়ন, উত্তরে রামপাশা ইউনিয়ন ও অলংকারী ইউনিয়ন, দক্ষিণে ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন।
ইতিহাস
সম্পাদনাবিশ্বনাথ ইউনিয়নটি বাসিয়া নদীর দুই তীর ঘেষে গড়ে ওঠেছে। এখানে প্রাচীনকাল থেকে জন বসতি গড়ে ওঠে। এ অঞ্চলে প্রাচীন বৌদ্ধ বসতি বিদ্যমান ছিল। পরবর্তীতে সিলেটে হযরত শাহ জালাল (রাঃ) এর আগমনের ফলে মুসলিম জন বসতি গড়ে ওঠে। তারপর একসময় সিলেটে বেশ কিছু ব্রাক্ষন্য বসতি ও পরবর্তীকালে বৈদ্য কায়স্থ জনবসতি গড়ে ওঠে। হযরত শাহ জালালের (রাঃ) সহগামী অনুগামী অলি-আউলিয়াদের বেশ কয়েকটি মাজার এখানে বিদ্যমান।
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাএ ইউনিয়নের আয়তন ১৭ বর্গ কিলোমিটার। জনসংখ্যা রয়েছে মোট ৪৪,৩১৫ জন। তার মধ্যে পুরুষ ২২,৯০৬ জন এবং মহিলা ২১,৪০৯ জন।
প্রশাসনিক এলাকা
সম্পাদনা- পূর্ব কাউপুর
- গন্ধারকাপন
- গোবিন্দপুর
- দূর্যাকাপন
- উত্তর মিরেরচর
- দক্ষিণ মিরেরচর (২)
- সাবরাগাঁও
- ছত্রিশ
- ইলামেরগাঁও
- গোয়ালগাঁও
- চৌধুরীগাঁও
- শরিষপুর পশ্চিম
- মুফতিরগাঁও
- বিশ্বনাথ নতুন বাজার
- স্টেশন (নতুন বাজার)
- জানাইয়া নোয়াগাঁও
- রাজনগর
- জানাইয়া মশুলা
- উত্তর মশুলা
- দক্ষিণ মশুলা
- দুর্গাপুর
- কারিকোনা
- শাহজিরগাঁও
- রজকপুর
- সাবসেন
- ইলিমপুর
- কল্যাণভাট
- বাওনপুর
- নোয়াগাঁও (উত্তর ধর্মদা)
- তাজমহরম
- রামপুর
- হিমিদপুর
- পুরান সিরাজপুর
- নতুন সিরাজপুর
- নাজির বাজার
- তাতিকোনা (ইসলামপুর)
- মোহাম্মদপুর
- সাধুগ্রাম
- রাজাপুর
- আবক্রপুর
- ছায়ানিশি
- পূর্ব শ্বাসরাম
- ভোগশাইল
- সেনারগাঁও
- বৈদ্যকাপন
- সুড়িরখাল
- মজলিশ ভোগশাইল
- পূর্ব মন্ডলকাপন
- পশ্চিম মন্ডলকাপন
- মহরমপুর
- পূর্ব চান্দশির কাপন
- বিদায়সুলপানি
- ধীতপুর
- কাইয়া কাইড়
- কাইয়া খাইড় বাজার
- আতাপুর
- রহিমপুর
- তাজপুর
- সদলপুর
- ভাটশালা
- ইকবালপুর
- সরুয়ালা
- সজন ভরত
- একাভীম
- পশ্চিম শ্বাসরাম
- স্টেশন (পুরান বাজার)
- বিশ্বনাথ পুরান বাজার
- মশুলা
- সরিষপুর
- পশ্চিম চান্দশির কাপন
- জাহারগাঁও
- হরিকলস
শিক্ষা
সম্পাদনাএ ইউনিয়নের শিক্ষার হার ৬৭%।
শিক্ষা প্রতিষ্ঠান
- প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা: সরকারী ১৮টি এবং বেসরকারী ৪টি
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা: বেসরকারী ২টি
- মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা: বেসরকারী ৬টি
- কলেজের সংখ্যা: বেসরকারী ১১৮
- মাদ্রাসার সংখ্যা: আলিয়া মাদ্রাসা ১টি এবং কাওমি মাদ্রাসা ৪টি
হাট-বাজার
সম্পাদনা- বিশ্বনাথ বাজার
- খাইয়াখাইড় বাজার (নতুন বাজার)
খাল ও নদী
সম্পাদনা- বাসিয়া নদী
- আমিরদিং নদী
দর্শনীয় স্থান
সম্পাদনাউল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- মুসা আল হাফিজ -কবি, লেখক ও চিন্তক।
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান- হাজী মোঃ দয়াল উদ্দিন তালুকদার।
- প্রশাসনিক কর্মকর্তা - অশোক বৈদ্য।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Union Parishad List"। Local Government Engineering Department (LGED)। ৫ আগস্ট ২০১২। ৫ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৯।
- ↑ "৬নং বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১৩ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৯।
- ↑ "বিশ্বনাথ উপজেলা"। বাংলাপিডিয়া। ২৪ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯।