আলাপ:স্বাধীন বাংলা বেতার কেন্দ্র

সাম্প্রতিক মন্তব্য: Faizul Latif Chowdhury কর্তৃক ১২ বছর পূর্বে "আনুষ্ঠানিক যাত্রা - সঠিক তারিখ" অনুচ্ছেদে

সম্পাদনা প্রসঙ্গে

সম্পাদনা

এ প্রবন্ধটি কেউ আপাতত সম্পাদনা করবেন না। আমি এটিকে মোটামুটি একটি পূর্নাঙ্গ রূপ দেয়ার চেষ্টা করছি। তাই প্লিজ কেউ এটি আপাতত সম্পাদনা করবেন না।--তানভী (talk) ১৬:২৬, ৩ জানুয়ারি ২০১০ (ইউটিসি)তানভীউত্তর দিন

চেষ্টা করুন নিবন্ধে থাকা তথ্য না মুছতে। সেগুলোর মিলিয়ে আপনার নতুন তথ্যগুলো যোগ করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৩৩, ৩ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

প্রতিষ্ঠা বিষয়ক তথ্য অবলোপন প্রসঙ্গে

সম্পাদনা

তানভী, আপনি ৪ জানুয়ারী ২০১০ তারিখের সম্পাদনাক্রমে "প্রতিষ্ঠা" নামাঙ্কিত নিচের তথ্য সম্বলিত অনুচ্ছেদটি সম্পূর্ণ মুছে ফেলেছেন।

১৯৭১ খ্রিস্টাব্দের ১০ মার্চ মুজিবনগর সরকার গঠনের পর কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয়। কলকাতা শহরে বালিগঞ্জ সার্কুলার রোডে ৫৭/৮ নম্বর বাড়ীতে প্রধান মন্ত্রী তাজউদ্দীন আহমদ অবস্থান করতেন। তিনি অন্যত্র চলে যাওয়ার পর তাঁর ছোট কক্ষটিকেই স্টুডিও হিসাবে ব্যবহার করে অনুষ্ঠান সম্প্রচারের কাজ শুরু হয়। এই কেন্দ্র দুটি ট্রান্সমিটারের মাধ্যমে পরিচালিত হতো।

তথ্যগুলোর গুরুত্ব এতই বেশী যে তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না, অবলোপনেরও প্রশ্ন ওঠে না। আপনার এহেন উদ্যোগ বিস্ময়কর। অধিকন্তু এর মাধ্যমে আপনি প্রশাসক জনাব বেলায়েতের যথাসময়ে প্রদত্বও উপর্যুক্ত অনুশাসনও সরা্সরি অগ্রাহ্য করেছেন যা কাম্য নয়। আশা করি ভবিষ্যতে আর কখনো প্রয়োজনীয় তথ্য কোনক্রমেই অবলোপন করবেন না। -- Faizul Latif Chowdhury (talk) ১৪:২৬, ৪ জানুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ভাই, ১০ মার্চ মুজিব নগর সরকার হইসে আপনারে কইলো কে? তাইলে স্বাধীনতার ঘোষণা হইলো কখন? তারিখটা ১০ এপ্রিল হওয়ার কথা না?আর যদি ১০ এপ্রিলই হবে তবে তার আগের ঘটনা গুলো কই যাবে(২৫মার্চ-১০ এপ্রিল)? আর দ্বিতীয় কথা - আপনার বোঝা উচিত ছিল পরবর্তি ধাপেই আমি আপনার ঐ ঘটনাগুলোতে আসছিলাম। আমি যা লিখি বিস্তারিত লেখার চেষ্টা করি। তাই আমি ঘটনার পরম্পরা পুরো পুরি লিখে আসছিলাম। তবে মাঝে কারেন্ট চলে যাবার ভয়ে আমি সংরক্ষন করে উঠেছিলাম এবং দূর্ভাগ্যক্রমে সে সময় কারেন্ট চলে যায়। তাই পুরোটা শেষ করতে পারিনি। যে টুকু লিখেছি তা মার্চ মাসই পেরুলো(আমি ২৮ মার্চ পর্যন্ত লিখে শেষ করেছিলাম মাত্র) না তার আগেই কারেন্ট চলে গেল। সেটা নিশ্চই আমার দোষ নয়। আপনি যদি কিছু লেখেন প্লিজ ডিটেইল লিখবেন যাতে অন্যকেউ তাতে হাত দিতে না পারে। আর হাত দিলেও বড় কোন পরিবর্তন করার আগে ভেবে চিন্তে করে। ধন্যবাদ--তানভী (talk) ১৫:১৬, ৪ জানুয়ারি ২০১০ (ইউটিসি)তানভীউত্তর দিন

সমস্যা

সম্পাদনা

বেলাল মোহাম্মদের বইটির কোথাও কিন্তু আমি দুটি ট্রান্সমিটারের কথা পাইনি। একসাথে দুটি ট্রান্সমিটারে কাজ চালানো হত এরকম কথা আমি শামসুল হুদা চৌধুরীর বইতেও পাইনি। দুজনই কিন্তু স্বাধীন বাংলা বেতারের গুরুত্বপুর্ন দুটি পদে ছিলেন। এটা ইক্টু কনফিউজিং হয়ে যাচ্ছে না?--তানভী (talk) ০৯:২৪, ৬ জানুয়ারি ২০১০ (ইউটিসি)তানভীউত্তর দিন

আনুষ্ঠানিক যাত্রা - সঠিক তারিখ

সম্পাদনা

প্রতিষ্ঠার আদি কাহিনী বিশদ কিন্তু কোলকাতা থেকে আনুষ্ঠানিক প্রচারের তারিখ অনুপস্থিত। ২৬ শে মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত যে বিশদ বর্ণনা তার মধ্যে অসঙ্গতি আছে, অপ্রাসঙ্গিকতাও আছে। আরো কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়া দরকার, বিশেষ ক'রে ২৫ মে ১৯৭১ তারিখের পূর্ব পর্যন্ত। - Faizul Latif Chowdhury (আলাপ) ০৩:১৭, ২১ ফেব্রুয়ারি ২০১২ (ইউটিসি)উত্তর দিন

"স্বাধীন বাংলা বেতার কেন্দ্র" পাতায় ফেরত যান।