স্বাগতম বার্তা সম্পাদনা

প্রিয় তানভী, উইকিপিডিয়াতে আপনাকে       স্বাগত জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:



কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল     আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা।  তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর   চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


--রাগিব (আলাপ | অবদান) ১৯:৩৭, ১৩ ডিসেম্বর ২০০৯ (UTC)

রেফারেন্স সম্পাদনা

রেফারেন্সের বিস্তারিত লেখার অনুরোধ করছি। প্রকাশ কাল, সংস্করণ, রেফারেন্সে উক্ত তথ্যের পাতার নম্বর ইত্যাদি ইত্যাদি যোগ করার অনুরোধ করছি।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:১৫, ১৫ ডিসেম্বর ২০০৯ (UTC)

সাহায্য সম্পাদনা

তানভী, আপনার প্রশ্নগুলো আমাকে ইমেইল না করে এখানে লিখুন, তাহলে উইকিতে তখন যিনি অনলাইনে আছেন, তিনি সাহায্য করতে পারবেন। উপরে স্বাগত বার্তাতেই লেখা আছে, আবারও পদ্ধতিটি বলছি।

"যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।"

--রাগিব (আলাপ | অবদান) ০৮:০৯, ১৫ ডিসেম্বর ২০০৯ (UTC)

সাহায্য সম্পাদনা

১ - একই বইয়ের ভিন্ন ভিন্ন পাতায় অবস্থিত তথ্যের জন্য আলাদা আলাদা রেফারেন্স দেখাতে হলে কি করব?

২-ইতিহাস কি স্কুলের বইয়ের নবাবদের ইতিহাসের মত কাটাকাটা হতে হবে? নাকি পরিস্থিতির প্রেক্ষাপট বিশদ ভাবে এবং সাথে প্রত্যক্ষদর্শীর মুখের কথাও উদ্ধৃতি রূপে দেয়া যাবে? যে সব বইয়ের রেফারেন্স দিব, সেসব বইয়ের লেখকদের বক্তব্য কি উদ্ধৃতি হিসাবে ব্যবহার করা যাবে? যদি না যায় তবে উদ্ধৃতি হিসাবে ঠিক কাদের উক্তি ব্যবহার করতে হবে? এগুলো আরো বিশদ ভাবে জানা দরকার।

৩-আর একাত্তরের নির্যাতনের উপর উইকিতে কিছু নেই কেন?আমি যদি লিখতে চাই তবে কি নির্যাতনের বিভৎস সব ধরন গুলো তুলে দিতে পারবো? নির্যাতিতের মুখের কথাকে উদ্ধৃতি করতে পারবো? অনেক বইয়ে ভয়ানক ভয়ানক সব নির্যাতনের বর্ননা আছে। সব কি তুলে দিতে পারবো? সরাসরি বই থেকে তুলে দেয়া যাবে?

প্রথমত, বই থেকে উদ্ধৃতি দিতে {{cite book |last= লেখকের নাম |coauthors= সহলেখকের নাম |title= বইয়ের নাম |publisher= প্রকাশকের নাম |year= প্রকাশের বছর | edition = সংস্করণ |month= প্রকাশের মাস |isbn= 0-7869-1850-8 | pages = পৃষ্ঠা নম্বর}} ব্যবহার করুন।
দ্বিতীয়ত, ততোটুকুই দিন যতোটুকু তথ্য বিশ্বকোষীয়। এবং দিতে হবে সেটুকুই যেটার রেফারেন্স আছে। বিশ্বকোষ একপ্রকার তথ্য সংকলন তাই তথ্যই সংযুক্ত করুন, এবং সেটিকে সহজ ভাষায় সাজান। লেখকের বক্তব্য উদ্ধৃতি হিসেবে দিতে পারবেন, তবে তা হতে হবে বিষয় সংশ্লিষ্ট এবং যাচাইকৃত তথ্যসূত্র সহকারে।
তৃতীয় প্রশ্নটি সম্মন্ধে রাগিব ভাই ভালো বলতে পারবেন বলে মনে করি। আপনি তাঁকেই জিজ্ঞাসা করুন। আমার যতোটুকু জানা তা আপনার জন্য সহায়ক নাও হতে পারে। — তানভির আলাপ অবদান ১৩:৪৭, ১৫ ডিসেম্বর ২০০৯ (UTC)

সাহায্য সম্পাদনা

ছবি দেবার ব্যপারে কিছু তথ্য চাই।আমার কাছে মুক্তিযুদ্ধের বেশ কচছু বই আছে। এর দধ্যে একটি ছবি অ্যলবামের বইও আছে। এছাড়া অন্যান্য বইয়েও অনেকগুলো গুরুত্বপূর্ণ ছবি আছে। আমি কি বই থেকে ক্যামেরা দিয়ে ছবি তুলে বা ছবি স্ক্যান করে ওগুলো উইকিতে যুক্ত করতে পারবো?

দুঃখিত। ছবিগুলো উইকিপিডিয়ায় দেওয়া যাবে না। কারণ বইয়টি নিশ্চয়ই স্বত্ত্ব সংরক্ষিত? অর্থাৎ, প্রকাশক বা লেখক কর্তৃক কপিরাইটকৃত, তাই না? উইকিপিডিয়ায় আপনি কপিরাইটমুক্ত কন্টেন্টই কেবল যোগ করতে পারবেন। — তানভির আলাপ অবদান ১৬:৩৫, ১৫ ডিসেম্বর ২০০৯ (UTC)

সাহায্য সম্পাদনা

মুক্তিযুদ্ধভিত্তিক বইগুলোতেতো বিভিন্ন দেশি বিদেশি সাংবাদিকদের থেকে বা তৎকালীন সংবাদপত্র থেকে ছবিগুলো সংগ্রহ করা হয়েছে(যেমনঃ ভারতীয় ফটোগ্রাফার কিশোর পারেখের অজস্র ছবি অনেক বইয়ে ব্যবহৃত হয়েছে) সে হিসাবে কি ছবিগুলো কপিরাইট মুক্ত হওয়ার কথা না?

কিন্তু সেক্ষেত্রে ছবিগুলো ব্যবহারের জন্য অনুমতি নেওয়া হয়েছে সম্ভবত। নতুবা যিনি তুলেছেন তিনি পাবলিক ডোমেইনে প্রকাশ করেছেন। এখন যদি পাবলিক ডোমেইনে প্রকাশ করা হয়ে থাকে (আমার জানামতে কিশোর পারেখেরে ছবিগুলো পাবলিক ডোমেইনের আওতায় মুক্ত করা হয় নি), তবে আপনি তা উইকিপিডিয়া, সবচেয়ে ভালো হয় উইকিমিডিয়া কমন্সে আপলোড করলে। কিন্তু যদি অনুমতি নেওয়া হয়, তবে দেখা গেলো ছবিটি শুধু সেই বইয়ে ব্যবহারের জন্যই অনুমতি দেওয়া। তখন উইকিপিডিয়ায় ব্যবহার করার উপযোগী থাকবে না। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। ছবি সংক্রান্ত প্রশ্নগুলো সরাসরি আমার আলাপ পাতায় করতে পারেন। — তানভির আলাপ অবদান ১৭:৪৮, ১৫ ডিসেম্বর ২০০৯ (UTC)

সাহায্য সম্পাদনা

একই বিষয়ে দুইটা পোস্ট হয়ে গেলে সে অবস্থায় কি করা হয়?( যেমনঃউইলিয়াম আব্রাহাম সাইমন ঔডারল্যান্ড এবং উইলিয়াম এএস ঔডারল্যাণ্ড ) দুটোই একই পোস্ট। আর search এ কোন নামের শেষাংশ দিয়েক খোঁজ দিলে পায় না। এটা কেন হয়?

উইলিয়াম আব্রাহাম সাইমন ঔডারল্যান্ড থেকে লেখাগুলো উইলিয়াম এএস ঔডারল্যান্ড-এ সরিয়ে নিয়ে আমার আলাপের পাতায় জানান। একটি অপরটির রিডিরেক্ট করে দেবো। কিন্তু শেষাংশ দিয়ে সার্চ দিলে আমি তো পাচ্ছি। সমস্যাটা বুঝি নি। — তানভির আলাপ অবদান ১০:৫১, ১৬ ডিসেম্বর ২০০৯ (UTC)

সাহায্য সম্পাদনা

১৯৭১ সালের অস্থায়ী বাংলাদেশ সরকার প্রবন্ধে 'আনুষ্ঠানিক ভাবে সরকার গঠন পরিচ্ছেদে সমস্যা হচ্ছে। ওখানে কেমন জানি একটা বক্স দেখাচ্ছে। সাহায্য করুন।

কোথায় বক্স? আমি দেখছি না, একটু ক্লিয়ার করবেন সমস্যাটা? সরাসরি আমার আলাপের পাতায় জানাতে পারেন। — তানভির আলাপ অবদান ১০:৫১, ১৬ ডিসেম্বর ২০০৯ (UTC)

আরেকটা ব্যাপার, অনুগ্রহপূর্বক আলাপ পাতায় মন্তব্য প্রকাশের পর এমনকী সাহায্য চাওয়ার পরও আপনার প্রশ্নের শেষে চারটি টিল্ডা (~~~~) যোগ করে, অথবা এডিট প্যানেলের স্বাক্ষর বাটনে ক্লিক করে আপনার নাম স্বাক্ষর করুন। এটি উইকির আলাপ পাতা কার্টেসির একটি অংশ। উইকিতে আপনার কাজের ও প্রশ্নের জন্য আবারো ধন্যবাদ। সেই সাথে বিজয় দিবসের শুভেচ্ছা। — তানভির আলাপ অবদান ১০:৫৮, ১৬ ডিসেম্বর ২০০৯ (UTC)

আপনি কন্টেন্ট সরিয়ে নেওয়ার সাথে সাথে বিষয়শ্রেণীও ওখানে চলে যাবে। সে যেখানেই পেইজ খুলে থাকুন না কেনো।
কন্টেন্ট হচ্ছে নিবন্ধের লেখাগুলো। লেখাগুলো কপি করে নতুন যে নিবন্ধে সরাবেন সেখানে নিয়ে যান। এরপর দুটো লেখার মধ্যে যে লেখাগুলো দ্বিতীয়বার এসেছে সেগুলো বাদ দিন। আপনার লেখা থেকে প্রযোজ্য বিষয়গুলো যথাস্থানে যোগ করুন এবং নিবন্ধটি সম্পাদনা করুন। — তানভির আলাপ অবদান ১২:০২, ১৬ ডিসেম্বর ২০০৯ (UTC)

ঐ পাতার সব লেখা মুছে লিখে দিন। এরপর লিখুন #REDIRECT[[উইলিয়াম এএস ঔডারল্যান্ড]]। ব্যস তাহলেই হবে। — তানভির আলাপ অবদান ১২:৩১, ১৬ ডিসেম্বর ২০০৯ (UTC)

লিখে সম্পাদনাটি সংরক্ষণ করতে ভুলবেন না। — তানভির আলাপ অবদান ১২:৩৫, ১৬ ডিসেম্বর ২০০৯ (UTC)
আমি সরিয়ে দিয়েছি। — তানভির আলাপ অবদান ১২:৪৩, ১৬ ডিসেম্বর ২০০৯ (UTC)

সাহায্য সম্পাদনা

পাশাপাশি একাধিক ছক কিভাবে তৈরি করা যায়? অর্থাৎ পেইজের বামে একটা ছক রেখে মাঝে কিছু জায়গা ফাকা রেখে ডানে আরেকটা নতুন ছক কিভাবে বসাবো?

এভাবে করতে পারেন।
<div style="-moz-column-count:2">
{| class="wikitable" border="1"
|-
! শিরোনাম ১
! শিরোনাম ২
! শিরোনাম ৩
|-
| সারি ১, ঘর ১
| সারি ১, ঘর ২
| সারি ১, ঘর ৩
|-
| সারি ২, ঘর ১
| সারি ২, ঘর ২
| সারি ২, ঘর ৩
|}
{| class="wikitable" border="1"
|-
! শিরোনাম ১
! শিরোনাম ২
! শিরোনাম ৩
|-
| সারি ১, ঘর ১
| সারি ১, ঘর ২
| সারি ১, ঘর ৩
|-
| সারি ২, ঘর ১
| সারি ২, ঘর ২
| সারি ২, ঘর ৩
|}
</div>

তাহলে দেখাবে:

শিরোনাম ১ শিরোনাম ২ শিরোনাম ৩
সারি ১, ঘর ১ সারি ১, ঘর ২ সারি ১, ঘর ৩
সারি ২, ঘর ১ সারি ২, ঘর ২ সারি ২, ঘর ৩
শিরোনাম ১ শিরোনাম ২ শিরোনাম ৩
সারি ১, ঘর ১ সারি ১, ঘর ২ সারি ১, ঘর ৩
সারি ২, ঘর ১ সারি ২, ঘর ২ সারি ২, ঘর ৩

— Wikitanvir (আলাপঅবদান) ১৭ ডিসেম্বর, ২০০৯, ০০:৪১-এ এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আজাকি হালনাগাদ সম্পাদনা

  আপনার তৈরি অথবা সম্প্রসারিত ১৯৭১ সালের অস্থায়ী বাংলাদেশ সরকারএবং জিঞ্জিরা গণহত্যা নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্যগুলো নিয়ে ১৯ ডিসেম্বর, ২০০৯ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।
তানভির আলাপ অবদান ১৭:২৯, ১৮ ডিসেম্বর ২০০৯ (UTC)

অভিনন্দ। আশা করি উইকিপিডিয়ায় আরো অবদান রাখবেন। সেই সাথে আপনার ব্যবহারকারী পাতায় আপনার সম্মন্ধে কিছু লেখার অনুরোধ। — তানভির আলাপ অবদান ১৭:২৯, ১৮ ডিসেম্বর ২০০৯ (UTC)

ধন্যবাদ সম্পাদনা

আমার লেখা প্রবন্ধ থেকে প্রথম পাতায় আজাকি তে দেয়াতে আপনাদের ধন্যবাদ । আর গত চার দিন আমি বাসায় না থাকায় ১৯৭১ সালের অস্থায়ী বাংলাদেশ সরকার লেখাটা শেষ করতে পারিনি । আশা করি এবার শেষ করব। আর এতদিন আমার একটা পরিচয় ঝুলে ছিল!! তাই ব্যবহারকারী পাতায় কিছু লিখিনি। এবার লিখব।--তানভী (talk) ১৭:৩৪, ২২ ডিসেম্বর ২০০৯ (UTC)তানভী


আরে, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ বিশ্ববিদ্যালয়= বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় --- এই তিনটাই দেখি আমার সাথে মিলে যায়!! অবশ্য আমি তোমার ১৩ বছর আগে কলেজিয়েট থেকে পাশ করেছিলাম ৯৪ এ। বয়স হয়ে গেলো অনেক!! --রাগিব (আলাপ | অবদান) ০০:৫৯, ২৩ ডিসেম্বর ২০০৯ (UTC)

আসলে নির্যাতিতের কথা বা নির্যাতিতের উক্তিকে প্রমাণ হিসাবে তুলে ধরা যায় না বিশ্বকোষে। বরং এই বিষয়ে যদি কেউ গবেষণা করে থাকেন, তাহলে সেই গবেষণার কথা নিয়ে লেখা চলে। যেমন সুসান ব্রাউনমিলারের বইতে একাত্তরে নারী নির্যাতনের উপরে গবেষণা লেখা আছে, সেটার রেফারেন্স দিয়ে আলোচনা করা চলে। --রাগিব (আলাপ | অবদান) ০৪:৪৯, ২৩ ডিসেম্বর ২০০৯ (UTC)

মুক্তিযুদ্ধের বই সম্পাদনা

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। জবাবটি আলাপ:বাংলাদেশের মুক্তিযুদ্ধের বই-এ দিয়েছি, অনুগ্রহপূর্বক দেখুন। নিবন্ধ সংশ্লিষ্ট পাতায় করলে রেকর্ড থাকবে, তাই ওখানে দেওয়া। — তানভির আলাপ অবদান ১৬:২৮, ২৪ ডিসেম্বর ২০০৯ (UTC)

সমস্যা সম্পাদনা

মুক্তিযুদ্ধকালীণ পত্র-পত্রিকা নামে একটা নিবন্ধ খোলা উচিৎ।

গণমোছা সম্পাদনা

ভাই তানভী, আপনার ভয়ের কারণ নেই। কালক্রমে ভুল চলতে থাকায় একদা বাংলা উইকিপিডিয়ায় অনেক খালি নিবন্ধ তৈরি হয়েছিলো। যেমন: {{মডার্ন লাইব্রেরির ১০০ উপন্যাস}} টেমপ্লেটটি দেখুন। এখানে থাকা প্রায় সব নিবন্ধই খালি। খালি নিবন্ধ বলতে সে নিবন্ধগুলোকেই বোঝায় যাতে তথ্যছক, বহিঃসংযোগ বা ছবি ছাড়া বিশেষ কোনো লেখা নেই, অর্থাৎ একজন পাঠক সেখান থেকে নিবন্ধের বিষয় সম্পর্কে মোটামুটি ধারণা নিতেও ব্যর্থ হবেন। তো এই খালি নিবন্ধগুলোvর ভুলের মাশুল হিসেবে দক্ষিণ এশীয় উইকিপিডিয়াগুলোর মধ্যে আমাদের গড় মান অনেক নিচে নেমে গেছে। তা পুনরুদ্ধারের জন্য নতুন নিবন্ধ তৈরির সাথে তাল রেখে সে অনুযায়ী খালি ভুক্তি মুছে ফেলা হয়। আর নতুন কোনো ভুক্তি এরকম খালি পেলে তা সঙ্গে সঙ্গেই মুছে ফেলা হয়। তাই সবসময় বলায় হয়, নতুন ভুক্তি শুরু করলে তাতে অন্তত দুই প্যারা লেখা যোগ করতে।

আরো জানতে উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা#দক্ষিণ এশীয় ভাষাগুলোর উইকিপিডিয়াসমূহের আঞ্চলিক বিশ্লেষণ আলোচনাটি পড়ে দেখতে পারেন। — তানভির আলাপ অবদান ০৯:৫৮, ২৬ ডিসেম্বর ২০০৯ (UTC)

রেফারেন্স সম্পাদনা

বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের তালিকা নিবন্ধে আপনি যে ক্যাটালগ থেকে বইয়ের নাম এবং তথ্যগুলো দিচ্ছেন। ঐ ক্যাটালগগুলো নিবন্ধে তথ্যসূত্র হিসেবে দিতে পারেন।--বেলায়েত (আলাপ | অবদান) ১০:৪৫, ২৯ ডিসেম্বর ২০০৯ (UTC)

আমিতো সরাসরি প্রকাশনা সংস্থাগুলোর ক্যটালগ থেকে তুলে দিচ্ছি। ওগুলো তো প্রতি বছর আপগ্রেড হচ্ছে। আর বইয়ের নামের সাথে তো প্রকাশনার নাম আছেই। আর ক্যটালগের তো কোন লেখক নেই!! তাইলে রেফারেন্স হিসাবে কি লিখব। শুধুমাত্র এটুকূ করা যায় যে, যে প্রকাশনাগুলোর নিজস্ব ওয়েবসাইট আছে সেগুলোর ওয়েব সাইটকে রেফারেন্স হিসাবে জুড়ে দেয়া যেতে পারে(তাও খুব নগন্য)।

এই তালিকায় রেফারেন্সের কি দরকার? না থাকলে অসুবিধা কোথায়?রেফারেন্স দেয়ার তো ভালো কোন উপায়ও নাই।--তানভী (talk) ১১:০০, ২৯ ডিসেম্বর ২০০৯ (UTC)তানভী

সব রেফারেন্স যে ইন-লাইন রেফাসেন্সে হিসেবে দিতে হয় তা নয়। আপনি তথ্যসূত্র অনুচ্ছেদ করে তাতে তালিকা করে আপনার ক্যাটালকগুলো (নাম থাকলে), প্রকাশক, যে বছরের ক্যাটালগ, যে উপলক্ষে ছাপানো এ তথ্যগুলো দিতে পারেন। কিসের ভিত্তিতে কোথা থেকে এই তালিকা তৈরি করছেন তার রেফারেন্স নিচে থাকলে তালিকাটি নির্ভরযোগ্য হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১১:০৬, ২৯ ডিসেম্বর ২০০৯ (UTC)
আর যেটুকু তথ্যই আছে তাই দিন। ওয়েবসাইট অল্প হলে তাই তালিকায় দিন। ছাপানো ক্যাটালক হলে উপরের তথ্যগুলো দিন।--বেলায়েত (আলাপ | অবদান) ১১:১২, ২৯ ডিসেম্বর ২০০৯ (UTC)

সাহায্য সম্পাদনা

ইয়ে ভাইয়া!! একটা লেখা সম্পাদনা করতে গিয়ে ctrl চেপে আরেকটা key press করেছিলাম(v দিতে গিয়ে ভুল করে অন্য একটা দিয়ে দিয়েছিলাম)। এখন আমার উইকি উইন্ডোর সব লেখা ছোট ছোট হয়ে গেছে। এত ছোট হয়েছে যে পড়তে কষ্ট হচ্ছে!! কি করি??!!--তানভী (talk) ১২:৪৬, ২৯ ডিসেম্বর ২০০৯ (UTC)তানভী

ঠিক কইরা ফেলছি!!!! :-D--তানভী (talk) ১২:৫১, ২৯ ডিসেম্বর ২০০৯ (UTC)তানভী

নিবন্ধ সম্পাদনা প্রসঙ্গে সম্পাদনা

তানভী, উইকিপিডিয়ার যে কোনো নিবন্ধ যে কেউ সম্পাদনা করতে পারেন। আপনি যখনই কোনো লেখা উইকিপিডিয়াতে দেবেন, ধরে নিতে হবে তা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। ফলে এ কাজে কাউকে মানা করা যাবে না বা বিনা কারণে বাঁধা দেওয়া যাবে না। এখন আসি নিবন্ধের কোনো লেখা মুছে ফেলার ব্যাপারে। নিবন্ধের মানোন্নয়নের অযুহাতে নিবন্ধের কোনো তথ্য আগেই মুছে ফেলা যাবে না। যখন নিবন্ধে মানোন্নয়নের কাজ করবেন শুধু তখনই নিবন্ধের তথ্যগুলো নতুন ভাবে সাজিয়ে নিতে পারবেন, কিন্তু তথ্য মুছে ফেলা যাবে না। তাই নিবন্ধের মানোন্নয়ন করবো এই অযুহাতে নিবন্ধে আগেই তথ্য মুছে ফেলা যাবে না। আর বিদ্যুৎ বার বার চলে যাওয়ার ভয় থাকলে পরামর্শ হল, লেখা গুলো একটি নোট প্যাডে নিয়ে নিন এবং সেখানে মানোন্নয়নের সময় বার বার সংরক্ষণ করে নিন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৩৫, ৪ জানুয়ারি ২০১০ (UTC)

আর যে কোনো রকম ব্যাক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার অনুরোধ। অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ারও অনুরোধ রইলো। কোনো ব্যবহারকারী হেয় প্রতিপন্ন হয় এমন কোনো মন্তব্য একদম ব্যবহার করা উচিত নয়। এতে উইকিপিডিয়ার এই সুন্দর সহযোগিতামূলক পরিবেশ নষ্ট হয়। আমরা সবাই মিলেই বাংলা উইকিপিডিয়ার অগ্রগতিতে এগিয়ে যাবো। আপনার চমৎকার সম্পাদনার জন্য অনেক অনেক ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৪০, ৪ জানুয়ারি ২০১০ (UTC)

বাংলা উইকিপিডিয়ায় সবাই লিখতে পারেন, এখানে যারা অবদান রাখেন তারা সবাই একই রকমের সম্পাদনা করেন না। কারও লেখায় ঘাটতি থাকতে পারে। আবার অন্য কারও লেখায় সেই ঘাটতি পূরণও হয়। তথ্যবহুল লেখা নয় তাই বলে বাংলা উইকিপিডিয়াতে কারও অবদানকে নিরুৎসাহিত করা হয় না। বরং সবার সম্পাদনাই এখানে স্বাগতম জানানো হয়। যদি ঐ অংশটিতে ঘাটতি থেকে থাকে এবং অংশটি নিবন্ধের জন্য গুরুত্বপূর্ণ হয় তাহলে আমাদের উচিত সে ঘাটতি কিভাবে পূরণ করবো সে চেষ্টা করা। ঐ অংশটি মুছে ফেলা ঘাটতি পূরণের কোনো সমাধান নয়। আপনি যদি কারও লেখা পরিবর্তন করেন এবং তিনি যদি এ ব্যাপারে ব্যাখ্যা দাবি করেন তাহলে তাকে বিনীত বিনম্র ভাবে তা যুক্তিসহকারে এবং সূত্র সমেত ব্যাখ্যা করার চেষ্টা করা উচিত এবং তার লেখাগুলো যে এখানে মুছে ফেলা হয় নি এবং আপনার লেখার মধ্যেই তার লেখাগুলোও রয়েছে তা বোঝানো উচিত। আসলে সকলের সহযোগিতায় এবং সহবস্থানেই উইকিপিডিয়ার অগ্রগতি।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৫৫, ৪ জানুয়ারি ২০১০ (UTC)
আশা করি আবার আমাকে ভুল বুঝবেন না। উইকিপিডিয়ার স্বার্থে আমাদের এ ব্যাপারগুলো মাথায় রাখতে হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৫৯, ৪ জানুয়ারি ২০১০ (UTC)

আজাকি হালনাগাদ সম্পাদনা

  আপনার তৈরি অথবা সম্প্রসারিত কনসার্ট ফর বাংলাদেশ নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্য নিয়ে জানুয়ারি ৩০, ২০১০ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।
তানভির আলাপ অবদান ১৭:২৫, ২৯ জানুয়ারি ২০১০ (UTC)

বাংলা ভাষা আন্দোলন সম্পাদনা

শুরু করেছিলাম রে ভাই। কিন্তু পরীক্ষা ও পড়াশোনার ঝামেলার দরুণ কাজ শেষ করতে পারি নি। নিবন্ধটার জন্য যে সময় দেওয়ার দরকার ছিলো তা বের করতে পারি নি। আন্তরিকভাবে দুঃখিত। আসলে ফিচার্ড করতে হলে বেশ ভালো রকমের সময় নিয়ে বসতে হয়। সেরকম টানা সময়টা হয় নি। তবে কাজটা করার ইচ্ছা আছে। সার্চলাইটে যতোদূর পারি সাহায্য করবো ইনশাল্লাহ।

মুহম্মদ ভাই কোন জন? এই মুহম্মদ ভাই? উনি নিয়মিত হচ্ছেন? এটা তো খুবই আশার সংবাদ। — তানভির আলাপ অবদান ১৫:২৫, ১৪ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

টু ডু লিস্টে রাখলাম। যতোটুকু পারি করবো। যেকোনো প্রয়োজনে বলবেন। সাহায্য করার চেষ্টা থাকবে সবমসয়। আপনার কাজের জন্য অসংখ্য কৃতজ্ঞতা। — তানভির আলাপ অবদান ১৫:৫২, ১৪ ফেব্রুয়ারি ২০১০ (UTC)
ম্যাপের ছবিগুলো কমন্সে আপলোড করে দিয়েছি। এখন বাংলা নিবন্ধটাতেও সুবিধামতো ব্যবহার করতে পারবেন। — তানভির আলাপ অবদান ০৩:১৮, ১৫ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

একটি দুঃসংবাদ সম্পাদনা

বাংলা উইকিপিডিয়া ৬৭ থেকে পিছিয়ে ৬৮ নম্বরে এসেছে।Mzsabusayeed (talk) ০৬:০৩, ১৬ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

অমর একুশের শুভেচ্ছা রইল।Mzsabusayeed (talk) ০৬:০৬, ১৬ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

অপারেশন সার্চলাইট সম্পাদনা

নিবন্ধে বাক্যের শেষে রেফারেন্স দিতে হলে তা দাড়ির পরে দিন। যেমন: "করা হয়েছে।<ref>কখঘ</ref>", কিন্তু এরকম নয় যে, "করা হয়েছে<ref>কখগ</ref>।" আরেকটা ব্যাপার, একটু বিরামচিহ্নজনিত ভুল হচ্ছে। আপনি কোলোন (:)-এর জায়গায় বিসর্গ (ঃ) দিচ্ছেন। এটা ভুল হবে। বিসর্গ কোনো বিরাম চিহ্ন নয়। যেমন: "পাকিস্তানি সেনারা:" হবে, "পাকিস্তানি সেনারাঃ" নয়। আশা করি বোঝাতে পারলাম। কোনো প্রশ্নে আমার আলাপ পাতায় স্বাগত। এগিয়ে যান, খুন ভালো কাজ হচ্ছে। — তানভির আলাপ অবদান ০৩:১২, ১৯ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

হুম সমস্যা। আপনি কোন কী বোর্ড ব্যবহার করেন? সকল কি-বোর্ডে-ই শিফট চেপে সেমিকোলন চাপলে (:) আসে (ইংরেজি L বাটনের পাশের বাটনটা)। আর অভ্র ফোনেটিক ব্যবহার করলে চাপতে হবে শিফট + সেমিকোলোন + অ্যাকসেন্ট কি (ট্যাবের ওপর আর এসক্যাপের নিচের বাটনটা), ব্যাস তাহলেই হয়ে যাবার কথা। — তানভির আলাপ অবদান ০৬:১৮, ১৯ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

শুভেচ্ছা সম্পাদনা

সবাইকে ফাতেহা-এ-দোয়াজ-দহম ও দোলের শুভেচ্ছা।
Mzsabusayeed (আলাপ) ০৪:৫২, ২৭ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান সম্পাদনা

সুপ্রিয় তানভী,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন