আলাপ:লীলা রায়

সাম্প্রতিক মন্তব্য: BarunDutta কর্তৃক ১২ বছর পূর্বে "DYK" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প জীবনী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

DYK

সম্পাদনা

এটা ইংরেজি উইকিতে আছে কি? না থাকলে এটা ঐখানে শুরু করে DYK করার চেষ্টা করা যেতে পারে। --রাগিব (আলাপ | অবদান) ০৬:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

আমি এখন আলপিনটা ইংরেজি উইকিতে ডিওয়াইকে করার চেষ্টা করছি। সেটা হয়ে গেলে (আর মাত্র একদিন, কার্টুনের ঘটনা ছাড়া আর কিছুই পাচ্ছি না :( চেষ্টা করে দেখব অবশ্যই। ধন্যবাদ।--তারিফ এজাজ ০৮:৩১, ২৫ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
বেথুন কলেজে লেখা লীলা রায়, সেখানে নিশ্চয়ই ভুল লেখা আছে।--তারিফ এজাজ ১৮:৩৭, ৫ অক্টোবর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
আসল নাম লীলা নাগ। পিতার নাম গিরীশচন্দ্র নাগ। কিন্তু , বিপ্লবি অমিত রায়ের সাথে বিয়ের পর নাম হয় লীলা রায়। কিছু ক্ষেত্রে লীলাবতী রায় ও রয়েছে। তবে লীলা নাগই লেখা উচিত বলে মনে হয়, কারন সেটাই তার আসল নাম। মুনতাসির ১৮:৪৯, ৫ অক্টোবর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
বুঝেছি।--তারিফ এজাজ ১৯:০৪, ৫ অক্টোবর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধটির নাম কেন 'লীলা নাগ', সেটা বোঝা গেল না। বিবাহের পর তো মহিলাদের পদবি পরিবর্তিত হয়। BarunDutta (আলাপ) ১৭:২১, ৭ অক্টোবর ২০১১ (ইউটিসি)উত্তর দিন

"লীলা রায়" পাতায় ফেরত যান।