আলাপ:যৌন-ইতিবাচক নারীবাদ

সাম্প্রতিক মন্তব্য: সুমিত রায় কর্তৃক ৫ বছর পূর্বে "পাতার নাম" অনুচ্ছেদে

পাতার নাম সম্পাদনা

ধনাত্মক, ঋণাত্মক শব্দগুলো মূলত গাণিতিক ও বৈজ্ঞানিক পরিভাষা হিসেবে ব্যাবহৃত হয়। অন্যান্য ক্ষেত্রে positive, negative-কে বাংলায় যথাক্রমে "ইতিবাচক" ও "নেতিবাচক" লিখলে বোধ হয় বুঝতে বেশি সুবিধা হয়। তাই "যৌন-ধনাত্মক নারীবাদ" এর বদলে "যৌন-ইতিবাচক নারীবাদ" নামটি প্রস্তাব করছি। উল্লেখ্য, আমি "নারীবাদী যৌন যুদ্ধ" নামে একটি নিবন্ধ তৈরি করছি, সেখানে "Sex-positive feminism" বাংলায় "যৌন-ইতিবাচক নারীবাদ" লিখেছি।সুমিত (আলাপ) ১১:৩৫, ১৫ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

"যৌন-ইতিবাচক নারীবাদ" পাতায় ফেরত যান।