আলাপ:গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল

সাম্প্রতিক মন্তব্য: Ragib কর্তৃক ১৪ বছর পূর্বে "প্রাতিষ্ঠানিক নাম" অনুচ্ছেদে

স্কুলের বানাটা কি ঠিক আছে?? নাকি গভর্নমেন্ট হবে??--বেলায়েত ০৬:২৮, ১২ এপ্রিল ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

না, গবর্নমেন্ট-ই ঠিক বানান। অদ্ভুত কিন্তু সত্য। --অর্ণব (আলাপ | অবদান) ১১:২৮, ১২ এপ্রিল ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
গবর্নমেন্ট বিদ্যালয় কর্তৃপক্ষের নির্ধারিত বানান। --Hasan.zamil ১৮:০৯, ১২ এপ্রিল ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

আমি মাঠ অংশটি বিদ্যালয় প্রাঙ্গনের ভেতর আনতে পারছিনা। কেউ সাহায্য করুন। --রুশাফি ১০:৪৯, ২৭ এপ্রিল ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

পেরেছি পেরেছি। সাহায্য লাগবে না। ধন্যবাদ -রুশাফি ১০:৫৩, ২৭ এপ্রিল ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

আচ্ছা উইকিপেডিয়েতে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ২১ শে ফেব্রুয়ারীর উপর কোনো নিবন্ধ নেই? আমি তো খুঁজে পেলাম না! থাকলে শহীদ মিনার অংশের সাথে হাইপারলিঙ্ক করে দেয়া যেত। -রুশাফি ১১:৫৩, ২৭ এপ্রিল ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - এই লাল লিংকে ক্লিক করেই শুরু করে দেয়া যায় :) (তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সাথে আমাদের পালন করা একুশে ফেব্রুয়ারির পার্থক্য আছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো ইউনেস্কোর ঘোষিত একটি দিবস , আর একুশে ফেব্রুয়ারি বাংলাদেশে উদযাপিত ভাষা আন্দোলনের বার্ষিকী)। --রাগিব (আলাপ | অবদান) ১১:৫৫, ২৭ এপ্রিল ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

আমার উদবোধন লিখতে সমস্যা হচ্ছে। দ এবং ব যুক্ত করতে পারছিনা। কেউ সাহায্য করবেন? -রুশাফি ১৭:৫৮, ২৭ এপ্রিল ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

উদ্বোধন।। যদি অভ্র ফোনেটিক্স ব্যবহার করেন তাহলে লিখুন udwOdhon --মাকসুদ ১৮:৪৭, ২৭ এপ্রিল ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ -রুশাফি ১৮:৫৬, ২৭ এপ্রিল ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

এই নিবন্ধটি বাংলাদেশের বিদ্যালয় সাব-ক্যাটাগরিতে থাকার কথা। আগে সম্ভবত তাই ছিল। কিন্তু এখন সেখানে নিবন্ধটির নাম দেখছিনা। কেউ কি বলতে পারেন কিভাবে সেখানে অন্তর্ভুক্ত করবো? -রুশাফি ১৮:৫৬, ২৭ এপ্রিল ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

Categoryতে যোগ করতে চাইলে লিখতে হয় [[Category:বাংলাদেশের বিদ্যালয়]]। যোগ করে দিচ্ছি। --মাকসুদ ১৯:০৭, ২৭ এপ্রিল ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

প্রাতিষ্ঠানিক নাম

সম্পাদনা

স্কুলটির প্রাতিষ্ঠানিক নাম গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, কিন্তু নিবন্ধের মূল শিরোনামে নাম লেখা আছে গবর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, ঢাকা। কেউ কী স্কুলের নাম কখনো এভাবে বাংলায় শুনেছেন? উদাহরণস্বরূপ: স্কুলের মেইনগেটের একটা ছবি নিবন্ধে আছে। সেখানে লেখা নামটা দেখতে পারেন। নিবন্ধটি মূল প্রাতিষ্ঠানিক নামে সরানোর অনুরোধ।--তানভির (আলাপ | অবদান) ০১:০৫, ১৪ অক্টোবর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

আরো একটা উদাহরণ হিসেবে স্কুলের মনোগ্রাম দেখা যেতে পারে, সেখানেও কিন্তু অফিসিয়াল নেম ইংরেজি প্রতিবর্ণীকরণেই দেওয়া। স্কুল কর্তৃপক্ষ যেখানে এভাবে লিখেছে সেখানে আমাদের বাংলাকরণের স্বার্থে উচ্চ বিদ্যালয় লেখা উচিত হবে না।--তানভির (আলাপ | অবদান) ০১:১৫, ১৪ অক্টোবর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

মতামত আশার করছি। অনুগ্রহ করে মত দিন। — তানভির আলাপ অবদান ০৬:১৯, ২৭ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

স্কুলের সাইনবোর্ডে বাংলাতে যা লেখা আছে, তাই এটার শিরোনাম হোক। --রাগিব (আলাপ | অবদান) ০৬:২০, ২৭ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
একমত সাইনবোর্ড অনুযায়ী লেখা হোক।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:২৪, ২৭ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
স্কুলের সাইনবোর্ডেও গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল লেখা আছে। উদাহরণস্বরূপ: নিবন্ধের গ্যালারি অংশের "বিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার" ক্যাপশন সহ একটি চিত্র আছে। — তানভির আলাপ অবদান ০৬:২৫, ২৭ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
তবে তাই হোক। অনেক ক্ষেত্রেই স্কুলের নামে বিদ্যালয়ের বদলে স্কুল থাকে। যেমন, আমার স্কুলের নাম কিন্তু সব খানেই লেখা হয়চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ... "কলেজিয়েট বিদ্যালয়" না। --রাগিব (আলাপ | অবদান) ০৬:২৭, ২৭ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
"গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল" পাতায় ফেরত যান।