আলাপ:খাজা নিজাম উদ্দিন ভূঁইয়া
সাম্প্রতিক মন্তব্য: Nhasive কর্তৃক ১১ বছর পূর্বে "লেখার ধরণ ও নকল লেখা" অনুচ্ছেদে
এই পাতাটি খাজা নিজাম উদ্দিন ভূঁইয়া নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
লেখার ধরণ ও নকল লেখা
সম্পাদনালেখার ধাঁচটা পুরাই ব্লগীয় বা পত্রিকার রিপোর্টের মতো, তাতে অবাক হবার কিছু নাই, কারণ লেখাটা নানা পত্রিকা থেকে কপিপেস্ট। সাধারণত এরকম নকল লেখা দেখা মাত্র মুছে ফেলি, কিন্তু ইনি একজন মহান মুক্তিযোদ্ধা ও বীর উত্তম বিধায় এই নিবন্ধের গুরুত্ব আছে। এটার কপিভায়ো দূর করার দায়িত্ব কেউ নিয়ে এটাকে নিজের হাতে লিখলে খুব ভালো হয়। নইলে কয়েকদিন পরে দুঃখের সাথেই এই কপিপেস্ট লেখাটা সরাতে হবে। --রাগিব (আলাপ | অবদান) ০৭:৪৪, ২০ জুন ২০১২ (ইউটিসি)
- রাগিব ভাই..শুরুতেই ধন্যবাদ শুধুমাত্র একজন মহান মুক্তিযোদ্ধা ও বীর উত্তম বিধায় নিবন্ধটিতে গুরুত্ব দিয়েছেন। কারন এমনিতেই আমাদের উইকিতে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের কথা অনেক কম..যাই হোক লেখাটি যথাসম্ভব নিজের মতো করে ঠিক করেছি তাই ট্যাগ সরানো হলো..--নুরুন্নবী চৌধুরী হাছিব • আলাপ • ০৮:০২, ২৩ ডিসেম্বর ২০১২ (ইউটিসি)