আলাপ:ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়

সাম্প্রতিক মন্তব্য: Ashiq Shawon কর্তৃক ১০ বছর পূর্বে "মুক্ত/উন্মুক্ত" অনুচ্ছেদে

মুক্ত/উন্মুক্ত সম্পাদনা

এই বিশ্ববিদ্যালয়ের বাংলা "ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়"। উক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের বাংলা নাম লেখা হয়েছে "ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়" (সূত্র: http://www.ignoukolkatarc.com/)। তবে "ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়" - এই বাংলা নামটিও প্রচলিত আছে। আমার মনে হয়, নামটি হয় "ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়", নয় "ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়" রাখা উচিত। "ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়" কোনো অবস্থাতেই হবে না। যিনি নাম পরিবর্তন করেছেন, তাঁর দৃষ্টি আকর্ষণ করতে চাই। --অর্ণব দত্ত (আলাপ) ১১:২৩, ৯ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন

 করা হয়েছে - প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট অনুসারে নামকরণ করা হল। -- বোধিসত্ত্ব (আলাপ) ১২:১৪, ৯ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
ইংরেজী 'ওপেন ইউনিভার্সিটি'-র বাংলা 'উম্মুক্ত বিশ্ববিদ্যালয়' হিসেবে যেহেতু বাংলাদেশে প্রচলিত তাই নামকরণটি করা হয়েছিলো। জানানোর জন্য ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ১৩:৪৮, ৯ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)উত্তর দিন
"ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়" পাতায় ফেরত যান।