অভিরাম করিমিয়া আলিম মাদ্রাসা

রংপুর বিভাগের রংপুর জেলার একটি আলিম মাদ্রাসা।

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা মো. মাহমুদুল আলম (আলোচনা | অবদান) কর্তৃক ১৫:৩০, ২৩ জুন ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল (নতুন নিবন্ধ)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

অভিরাম করিমিয়া আলিম মাদরাসা রংপুর বিভাগের রংপুর জেলার একটি আলিম মাদ্রাসা।[১]

অভিরাম করিমিয়া আলিম মাদরাসা, রংপুর
ধরনমাদ্রাসা
স্থাপিত১ জানুয়ারি ১৯৭৩; ৫১ বছর আগে (1973-01-01)
প্রতিষ্ঠাতানুরুল হক
অধিভুক্তিবাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড
অধ্যক্ষগোলাম মোস্তফা
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২০ জন
শিক্ষার্থী৭০০
ঠিকানা
শুকানচকি, উত্তম রংপুর
, ,
বাংলাদেশ
ইআইআইএন১২৭৪৫৮
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ভলিবল
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট


মাদরাসা প্রতিষ্ঠার ইতিহাস

মাদরাসাটি ১ জানুয়ারী, ১৯৭৩ সালে রংপুর সিটির ২ নং ওয়ার্ডে শুকানচকি নামক গ্রামে দাখিল মাদরাসা হিসাবে শুরু হয়েছিল। ১৯৭৬ সালে মাদরাসাটি দাখিল খোলার অনুমতি পায়। ১৯৯৩ সালে আলিম খোলে।[২] এ মাদরাসাটি নুরুল হক মাস্টারের একান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। এলাকার লোকজন জমি দান করেন। মাওলানা মকবুল হোসেন প্রথম সুপারের দায়িত্ব পালন করেন। তার চেষ্টায় মাদরাসাটি দাখিল থেকে আলিম ক্লাসে উন্নতি হয়। সৎ ও দক্ষ জনশক্তি গড়ার মহান প্রত্যয়ে নিরবধি ছুটে চলছে অভিরাম করিমিয়া আীলম মাদরাসা। আত্মভোলা বাঙালি জাতিকে জাগিয়ে তুলতে একদল সৎ, যোগ্য ও ডিজিটাল সৈনিক এর এক দুর্বার কাফেলা প্রয়োজন। এলক্ষেই অভিরাম করিমিয়া আলিম মাদরাসার প্রতিষ্ঠা ও পথচলা।[৩]

জমির পরিমাণ

মাদরাসাটি রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে উত্তম ইউনিয়নে মোট ১.৯৭ একর জমি। অখন্ড ৭৫ শতক, ১২২ শতক অন্যত্র।[৪]

ভবনের বিবরণ

মাদরাসাটিতে ৫টি ভবন আছে-

  1. প্রশাসনিক ভবন-১টি
  2. একাডেমিক ভবন-৪টি।[৫]

পোশাক

ছাত্রের জন্য সাদা পায়জামা, সবুজ পাঞ্জাবি, সাদা টুপি ও জুতা এবং মেয়েদের কালো বোরখা ও সাদা ওড়না। আইডি কার্ড সঙ্গে থাকা বাধ্যতামূলক।

ফলাফল

২০১৯ সালে জেডেসিতে প্রায় ৯৭%, দাখিলে প্রায় ৮৮%, আলিমে ৯৫%। ২০২০ সালে দাখিল ৭৭%, আলিম ১০০% পাশ করে।[৬]


তথ্যসূত্র

  1. "রংপুর জেলা" |ইউআরএল= এর মান পরীক্ষা করুন (সাহায্য)http (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৩ 
  2. "AVIRAM KARIMIA ALIM MADRASAH"127458.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৩ 
  3. "AVIRAM KARIMIA ALIM MADRASAH"127458.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৩ 
  4. "AVIRAM KARIMIA ALIM MADRASAH"127458.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৩ 
  5. "AVIRAM KARIMIA ALIM MADRASAH"127458.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৩ 
  6. "AVIRAM KARIMIA ALIM MADRASAH"127458.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৩