অভিরাম করিমিয়া আলিম মাদ্রাসা
অভিরাম করিমিয়া আলিম মাদ্রাসা রংপুর বিভাগের রংপুর সিটি কর্পোরনেশনের মধ্যে অবস্থিত একটি আলিয়া মাদ্রাসা।[১] মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের নিয়ন্ত্রাধীন এমপিও ভুক্ত আলিম মাদ্রাসা।[২]
ধরন | মাদ্রাসা |
---|---|
স্থাপিত | ১ জানুয়ারি ১৯৭৩ |
প্রতিষ্ঠাতা | নুরুল হক |
অধিভুক্তি | বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড |
ইআইআইএন | ১২৭৪৫৮ |
অধ্যক্ষ | গোলাম মোস্তফা |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২০ জন |
শিক্ষার্থী | ৭০০ |
ঠিকানা | শুকানচকি, উত্তম ইউনিয়ন , , |
ইআইআইএন | ১২৭৪৫৮ |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল, ভলিবল |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনামাদ্রাসাটি ১ জানুয়ারী, ১৯৭৩ সালে রংপুর সিটির ২ নং ওয়ার্ডে শুকানচকি নামক গ্রামে দাখিল মাদ্রাসা হিসাবে শুরু হয়েছিল। ১৯৭৬ সালে মাদ্রাসাটি দাখিল ও ১৯৯৩ সালে আলিম খোলার অনুমতি লাভ করে।[৩] এই মাদ্রাসাটি স্থানীয় নুরুল হক মাস্টারের একান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিলো। প্রতিষ্ঠাকালীন সময়ে এলাকার লোকজনের দানকৃত জমির উপরে মাদ্রাসার কার্যক্রম শুরু হয়। মাওলানা মকবুল হোসেন প্রথম সুপারের দায়িত্ব পালন করেন। তার চেষ্টায় মাদ্রাসাটি দাখিল থেকে আলিম ক্লাসে উন্নতি হয়।[৩]
জমির পরিমাণ
সম্পাদনামাদ্রাসাটি রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে উত্তম ইউনিয়নে মোট ১.৯৭ একর জমির উপর প্রতিষ্ঠিত। মোট জমির অখন্ড ৭৫ শতক এবং অন্যত্র ১২২ শতক জমি রয়েছে।[৩]
ভবনের বিবরণ
সম্পাদনামাদ্রাসায় ৫টি ভবন আছে-
- প্রশাসনিক ভবন -১টি
- একাডেমিক ভবন -৪টি।[৩]
পোশাক
সম্পাদনাছাত্রের জন্য সাদা পায়জামা, সবুজ পাঞ্জাবি, সাদা টুপি ও জুতা এবং মেয়েদের কালো বোরখা ও সাদা ওড়না। শিক্ষার্থী পরিচতপত্র সঙ্গে থাকা বাধ্যতামূলক।
ফলাফল
সম্পাদনা২০১৯ সালে জেডেসিতে প্রায় ৯৭%, দাখিলে প্রায় ৮৮%, আলিমে ৯৫%। ২০২০ সালে দাখিল ৭৭%, আলিম ১০০% পাশ করে।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "রংপুর জেলা - সরকারি বাতায়ন"। http (ইংরেজি ভাষায়)। ২০১৭-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৩।
- ↑ "অভিরাম করিমিয়া আলিম মাদ্রাসার আদেশপত্র" (পিডিএফ)। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২১।
- ↑ ক খ গ ঘ ঙ "AVIRAM KARIMIA ALIM MADRASAH"। 127458.ebmeb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৩।