উইকিপিডিয়া:অধিকারের আবেদন/রোলব্যাক

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Ainz Ooal Gown (আলোচনা | অবদান) কর্তৃক ২১:০২, ৬ ডিসেম্বর ২০১৯ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎Masumrezarock100: সংশোধন)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

রোলব্যাক

(অনুরোধ যুক্ত করুনঅনুরোধ দেখুন)


Foysalur Rahman Shuvo

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

আমি উক্ত অধিকারটির জন্য আবেদন করছি এই জন্য যে, আমি অনেক সময় বড় নিবন্ধ যেমন হৃৎপিণ্ডের অস্ত্রোপচার বা হুইস্কির মতো বড় নিবন্ধ সম্পাদনা করতে গিয়ে অযথা ভুল করেছি যা উক্ত অধিকারটি থাকলে সহজেই সমাধান করা সম্ভব। তাছাড়া উক্ত অধিকারটি থাকলে সাম্প্রতিক পরিবর্তনসমূহ, পাতার ইতিহাস, সম্পাদনা পার্থক্য, ব্যবহারকারীর অবদান নজরতালিকায় প্রদর্শিত হবে। যাতে করে এর দ্বারা আমি অনেকক্ষেত্রে উপকৃত হবো বলে মনে করি। উল্লেখ্য আমি মোবাইল ব্যবহার করে উইকিপিডিয়া বাংলায় অবদান রেখে থাকি। আরো উল্লেখ্য আমার স্বয়ংক্রিয় পরিক্ষণ অধিকারটি রয়েছে। যার সঠিক ব্যবহার আপনারা আমার অবদানে দেখতে পাবেন। আমার অধিকার প্রাপ্যতার বিষয়ে প্রশাসকগণ চিন্তা করবেন বলে অনুরোধ রেখে আমি আমার আবেদন শেষ করছি।এফ আর শুভ (আলাপ) ০৯:০৭, ৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Foysalur Rahman Shuvo: আপনি যেই কারণে অধিকারটি চাচ্ছেন সেটি আপনার অ্যাকাউন্ট থেকে টুইংকল ব্যবহার করে আপনি করতে পারবেন। আপনার পছন্দসমূহ পাতার গ্যাজেট ট্যাব থেকে টুইংকল গ্যাজেটটি সক্রিয় করুন। আর আপনি এখন পর্যন্ত শুধু মাত্র ২ টি সংস্করণ বাতিল করেছন যার মধ্যে একটি আপনার নিজের। আমি মনে করি আপনার আরো অভিজ্ঞতার প্রয়োজন। জনি (আলাপ) ০৯:৩১, ৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Foysalur Rahman Shuvo: এই অধিকার দিতে সমস্যা নেই, তবে তার আগে কিছু রোলব্যাক হাত দ্বারা করুন। এই অধিকার দেয়ার আগে দেখা প্রয়োজন আপনি কোন সম্পাদনা রোলব্যাক করতে হবে বা হবে না তা বুঝতে পারছেন। --আফতাবুজ্জামান (আলাপ) ০৪:৫০, ২৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

ইফতেখার নাইম

  • অনুরোধের অবস্থা:    সফল

আসলে উইকিপিডিয়াতে এই অধিকার আমার প্রয়োজন হতো না যদিও আমার একটি মানসম্মত ডিভাইস থাকত। আমার বর্তমান ডিভাইস হলো একটি মোবাইল ডিভাইস। আমার যদি কম্পিউটার ডিভাইস থাকত তাহলে টুইংকল ব্যবহার করে ধ্বংসপ্রবনতা রোধ করতে পারতাম। যদি মোবাইল ডিভাইসটি কম্পিউটার অবস্থায় করা যায়। কিন্তু কম্পিউটার ডিভাইসে পরিবর্তন করলে এই ডিভাইস কাজ করতে চায় না। কিছু দিন আগে ডিভাইসটির সমস্যা হয় এই কম্পিউটার অবস্থায় আনতে গিয়ে। এক কথায় কম্পিউটার অবস্থায় আনা অসম্ভব। তবে এই অধিকার পেলে মোবাইল ডিভাইস (উচ্চতর মোড) থেকে এই ধরনের কাজ করা যাবে বলে মনে করি। আরেকটা বিষয় হলো "পুনঃবস্থায়" ফেরত নামের একটি ব্যবস্থা উইকিপিডিয়াতে থাকলেও সেটা আমার কাছে ধ্বংসপ্রবনতার বিরুদ্ধে কার্যকরী মনে হয় না। আর এই অধিকার দেবার আগে যদি জানতে চান আমি ধ্বংসপ্রবনা সম্পর্কে কতটুকু জানি? কি ধ্বংসপ্রবণতা আর কি ধ্বংসপ্রবণতা না? সেটা নিয়ে বিস্তারিত জানতে চাইলে আপনার সেই বিষয়ে প্রশ্ন করুন উত্তর প্রদান করব। এই অধিকারটি পাবার মূল উদ্দেশ্য ধ্বংসপ্রবণতা রোধ করা। আর কখন এটা ব্যবহার করব কখন করো না সেটা নিয়েও কিছুটা জানি।  ডোরেমন  (ডোরালাপ)🐱 ০২:০৭, ৪ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে। যদিও আপনি বলেছেন, "এটা ব্যবহার করব কখন করো না সেটা নিয়েও কিছুটা জানি", তারপরেও আপনার কাজের অভিজ্ঞতার জন্য অধিকারটি দেয়া হল। এই অধিকারটি ব্যবহারের পূর্বে উইকিপিডিয়া:রোলব্যাক নিবন্ধটি একবার ভালো করে পড়ে নিবেন আশা করি। ধন্যবাদ। --মাসুম-আল-হাসান (আলাপ) ০৩:০৬, ৪ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Masumrezarock100

  • অনুরোধের অবস্থা:    প্রক্রিয়াধীন

আমাকে কি এখানে রোলব্যাক ব্যবহার করার অধিকার দেওয়া যেতে পারে? আমি এখানে খুব সক্রিয় না এবং আমার বেশি সম্পাদনা নেই কিন্তু আমি ধ্বংসপ্রবণতা রোধ করার কর্মে লিপ্ত আছি। সিম্পল, ইংলিশ, কমন্স এবং মেটা উইকিতে আমার রোলব্যাক করার অধিকার আছে এবং আমি সেখানে কখনো এই অধিকারের অপব্যাবহার করিনি। আমার এই অধিকার ব্যবহারের অভিজ্ঞতা আছে। ধন্যবাদান্তে, Masumrezarock100 (আলাপ) ১৮:১৯, ৪ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]