সুহ্ম রাজ্য

পূর্ব ভারতের এক প্রাগৈতিহাসিক জনপদ

সুহ্ম ছিল বাংলা অঞ্চলে অবস্থিত একটি প্রাচীন ভারতীয় রাজ্য। বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের বৃহত্তর মেদিনীপুর, হাওড়া এবং হুগলি জেলার অংশবিশেষ নিয়ে সুহ্ম রাজ্য গঠিত ছিল। এই রাজ্যের রাজধানী ছিল তাম্রলিপ্ত, যা বর্তমানে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত।[১] এই রাজ্য এবং তার প্রতিবেশী রাজ্যগুলো প্রসঙ্গে প্রাচীন ভারতীয় মহাকাব্য মহাভারতে উল্লেখ করা হয়েছে, যা বর্তমানে বাংলাদেশে এবং ভারতে অবস্থিত।

মহাভারতে উল্লেখ সম্পাদনা

মহাভারত অনুযায়ী, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুণ্ড্র ও সুহ্ম - এই পাঁচটি পূর্বাঞ্চলীয় রাজ্যের প্রতিষ্ঠাতারা একই বংশের সন্তান ছিলেন। তারা রাজা বলির, গৌতম দিরঘাতামাস নামে এক ঋষির ঘরে জন্মগ্রহণ করেন যিনি গিরিভরাজার নিকটবর্ত মগধ এ বাস করতেন, পালিত পুত্র ছিলেন।

আরও দেখুন সম্পাদনা

পাদটীকা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Dilip K. Chakrabarti (২০০১)। Archaeological Geography of the Ganga Plain: The Lower and the Middle Ganga। Orient Blackswan। পৃষ্ঠা 125। আইএসবিএন 978-81-7824-016-9