রাওদাত মুহান্নার যুদ্ধ (১৯০৬)

রাওদাত মুহান্নার যুদ্ধ (আরবি: معركة روضة مهنا বা আরবি: معركة روضة ابن مهنا) সৌদি আরবের একত্রীকরণ সময়কার একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। এটি ১৯০৬ সালের ১২ এপ্রিল মুহান্নায় রশিদিসৌদিদের মধ্যে সংঘটিত হয়। শিনানার যুদ্ধে ইবনে সৌদ বিজয় লাভ করার পর ইবনে রশিদ কাসিমি নেতৃবৃন্দের সাথে নতুন মিত্রতা স্থাপনের পরিকল্পনা করেন। মিত্রতা বৃদ্ধি না পাওয়ার জন্য ইবনে সৌদ ইবরাহিম ইবনে আকিলের অধীনে একটি সেনাদল পাঠান। যুদ্ধে আবদুল আজিজ বিন মিতাব নিহত হন। তার শতাধিক কাসিমি ও উসমানীয় মিত্রও এতে প্রাণ হারায়। রাউদাত মুহান্নায় ইবনে সৌদের বিজয়ের ফলে নজদকাসিমে ১৯০৬ সালের অক্টোবরের শেষ নাগাদ উসমানীয়দের উপস্থিতির সমাপ্তি ঘটে।

معركة روضة مهنا
রাওদাত মুহান্নার যুদ্ধ
মূল যুদ্ধ: সৌদি-রশিদি যুদ্ধ
তারিখ১২ এপ্রিল ১৯০৬
অবস্থান
ফলাফল রিয়াদ আমিরাতের বিজয়
আবদুল আজিজ বিন মিতাবের মৃত্যু
নজদকাসিমে উসমানীয় উপস্থিতির সমাপ্তি
বিবাদমান পক্ষ
আল রশিদ নজদ ও হাসা আমিরাত
সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
আবদুল আজিজ বিন মিতাব  আবদুল আজিজ ইবনে সৌদ
ইবরাহিম বিন আকিল
শক্তি
১২,০০০ ১০,০০০
হতাহত ও ক্ষয়ক্ষতি
অজ্ঞাত ৩৫[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Al-Saud, Saud ibn HathlolThe History of Kings of Al Saud (Arabic ভাষায়) (1st সংস্করণ)। পৃষ্ঠা 79।