রত্না ঘোষাল

ভারতীয় অভিনেত্রী

রত্না ঘোষাল (English: Ratna Ghoshal) ভারতীয় একজন জনপ্রিয় অভিনেত্রী[১] তিনি প্রধানত পার্শ্বঅভিনেত্রী হিসেবেই অভিনয় করেন। তিনি রাজা রামমোহন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে এই জগতে পা রাখেন।[১] তিনি পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন।[১]

রত্না ঘোষাল
জন্ম
জাতীয়তাভারত ভারতীয়
পেশাঅভিনয়শিল্পী
পরিচিতির কারণঅভিনয়

ব্যক্তিজীবন সম্পাদনা

পিতা গোপাল চন্দ্র ঘোষাল ও মাতা আশালতা ঘোষালের মেয়ে রত্না ঘোষাল। দি একাডেমি স্কুল থেকে তিনি উচ্চমাধ্যমিক পাস করেন। ১৯৮০ সালে তিনি একটি নর্তক গোষ্ঠী নিয়ে আমেরিকাকানাডা গিয়েছিলেন। তিনি প্রযোজক সুশীল দাসকে বিয়ে করেন। বিয়ের আগে অভিনেতা-পরিচালক সত্য বন্দ্যোপাধ্যায়ের সাথে তার অত্যন্ত সুসম্পর্ক ছিল।[১]

অভিনয় জীবন ও অন্যান্য সম্পাদনা

বিজয় বসু পরিচালিত রাজা রামমোহন তার প্রথম অভিনীত চলচ্চিত্র। মুখ্য ভূমিকায় অভিনয়ের আগে তিনি ১৯৬৭ সালে দেবী তীর্থ কামরুপ কামাখ্যাকেদার রাজা চলচ্চিত্রদ্বয়ে অভিনয় করেন। পান্না হীরে চুনি চলচ্চিত্রে তিনি প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেন। ১৯৮৯ সালে তিনি ইউনিফোকাস নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি অনেক বাংলাহিন্দি ধারাবাহিক নির্মাণ করে।[১]

অভিনীত চলচ্চিত্র সম্পাদনা

  • অচেনা অতিথি (১৯৭৩)[২]
  • মৌচাক (১৯৭৪)[২]
  • রাগ অনুরাগ (১৯৭৫)[২]
  • স্বয়ংসিদ্ধা (১৯৭৫)[২]
  • ঘটকালি (১৯৭৯)[২]
  • ছোট বউ (১৯৮৮)[২]
  • দেনা-পাওনা (১৯৮৮)[২]
  • সতী (১৯৮৯)[২]
  • চন্দনীড় (১৯৮৯)[২]
  • হাউস অফ মেমোরিজ (২০০০)[২]
  • অন্তর্মহলঃ ভিউজ অফ ইনার চেম্বার (২০০৫)[২]
  • রিফিউজি (২০০৬)[২]
  • আজব প্রেম এবং (২০১১)[২]

অভিনীত ধারাবাহিক সম্পাদনা

বছর ধারাবাহিকের নাম চরিত্রের নাম পরিচালক সহশিল্পী প্রচারকারী চ্যানেল
২০১২ গোয়েন্দার উপর গোয়েন্দাগিরি (চেকমেট ধারাবাহিকের পর্ব) সঞ্জয়ের মা/স্নেহলতা সিনহা রায়
আমাকে বাঁচতে দাও (চেকমেট ধারাবাহিকের পর্ব) সঞ্জয়ের মা/স্নেহলতা সিনহা রায়
২০১৩-২০১৪ বয়েই গেলো স্বর্ণেন্দু সমাদ্দার রোহিত সামন্ত, বাসবদত্তা চট্টোপাধ্যায়, মনু মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায় জি বাংলা
২০১৫ - ২০১৬ গোয়েন্দা গিন্নি পরমার শ্বাশুড়ি/ দীতিপ্রীয়া মিত্র সাহানা দত্ত সাহেব

চট্টোপাধ্যায়,

ইন্দ্রানী হালদার

জি বাংলা
২০১৯ কলের বউ দীপের মা স্নেহাশীষ চক্রবর্তী দীপঙ্কর দে,

রোহন ভট্টাচার্য্য

স্টার জলসা
২০২০ - বর্তমান খড়কুটো সীদ্ধেশ্বর মুখার্জীর বউ/ননীবালা মুখোপাধ‍্যায় লীনা গঙ্গোপাধ্যায় দুলাল লাহিড়ী, অম্বরীশ ভট্টাচার্য্য স্টার জলসা
২০২১ - বর্তমান ধুলোকণা হালুয়া ও বুলেটের পিসিমা/রূপরেখা দাশগুপ্ত লীনা গঙ্গোপাধ্যায় সাবিত্রী চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী স্টার জলসা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ratna Ghoshal Biography"। ৫ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৪ 
  2. "Ratna Ghoshal IMDb" 

বহিঃসংযোগ সম্পাদনা