রোহিত সামন্ত

ভারতীয় অভিনেতা

রোহিত সামন্ত ভারতের একজন জনপ্রিয় অভিনয়শিল্পী। তিনি মূলত টিভি ধারাবাহিকে অভিনয় করেন। তিনি গানের ওপারে ধারাবাহিকে কাজ করেছেন। বর্তমানে তিনি চোখের বালি টিভি ধারাবাহিকে অভিনয় করছেন। তিনি ফান্দে পড়িয়া বগা কান্দে রে চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

রোহিত সামন্ত
জন্ম
রোহিত সামন্ত
জাতীয়তাভারত ভারতীয়
পেশাঅভিনয়শিল্পী
পরিচিতির কারণঅভিনয়

ব্যক্তিজীবন সম্পাদনা

ব্যক্তি হিসেবে রোহিত অত্যন্ত দায়িত্ববান। তিনি তড়িৎ প্রকৌশলের ছাত্র ছিলেন। শেষবর্ষের শেষ সেমিস্টারে থাকার সময়ই তিনি একসাথে চাকরির অফার এবং স্টার জলসায় ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় গানের ওপারে ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান। তিনি শেষেরটাই বেছে নেন।[১]

অভিনয়জীবন সম্পাদনা

প্রখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে গানের ওপারে ধারাবাহিক নির্মাণ করেন। রোহিত সামন্ত এই ধারাবাহিকে অভিনয়ের মধ্যদিয়েই অভিনয়জীবনে আসেন।

অভিনীত ধারাবাহিক সম্পাদনা

সাল ধারাবাহিকের নাম চরিত্র পরিচালক সহশিল্পী প্রচারকারী চ্যানেল
গানের ওপারে অয়ন জয়দীপ মুখার্জি বাসবদত্তা চট্টোপাধ্যায় স্টার জলসা
সিঁদুরখেলা[২] স্টার জলসা
২০১৩-১৪ বয়েই গেলো[৩][৪] অর্জুন বসাক স্বর্ণেন্দু সমাদ্দার (কৃষ্ণা চরিত্রে বাসবদত্তা চট্টোপাধ্যায়, পরবর্তী পর্ব মধুবনী ঘোষ(২০১৩-২০১৪)-এর স্থলে), পরাণ বন্দ্যোপাধ্যায়, মনু মুখোপাধ্যায় জি বাংলা
২০১৫-২০১৬ চোখের বালি জি বাংলা
২০১৬-২০১৭ অগ্নিজল রাজা দেবদক্ষ টুম্পা ঘোষ স্টার জলসা
২০১৭-২০১৮ সন্ন্যাসী রাজা ডাক্তার স্টার জলসা
২০১৯-বর্তমান শ্রীময়ী ডাঃ অনিরুদ্ধ সেনগুপ্ত(জাম্বু) ইন্দ্রানী হালদার স্টার জলসা
২০২০- বর্তমান প্রথমা কাদম্বিনী মনোমোহন সোলাঙ্কি রায় স্টার জলসা

অভিনীত চলচ্চিত্র সম্পাদনা

সাল চলচ্চিত্র পরিচালক সহশিল্পী প্রযোজনা
২০১১ ফান্দে পড়িয়া বগা কান্দে রে সৌমিক চট্টোপাধ্যায় সোহম চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়

পুরস্কার সম্পাদনা

  • পশ্চিমবঙ্গ টেলি আকাদেমি অ্যাওয়ার্ড'২০১৪-এ সেরা অভিনেতা (বয়েই গেলো ধারাবাহিকের জন্য)[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "নকল গোঁফ না তো!"। ৫ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 02 August 2013  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "Bengali shows on a new high"The Times Of India। ৩১ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১১ 
  3. "জম্পেশ টিভি ধারাবাহিক"। ২৮ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 01 August 2013  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  4. "Rohit Samanta, Basabdatta in Zee Bangla Boyei Gelo Serials"। ২০ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৪ 
  5. "টিভির বাংলা সিরিয়ালের দারুণ ভক্ত মমতা"Manobjamin। ৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 05 January 2014  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)