নিসাব (نصاب الزكوة)আরবি শব্দ। ইসলামী শরিয়তের পারিভাষায় যাকাতের নিসাব হলো যাকাত ফরজ হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ সম্পদ।

নিসাবের পরিমাণ সম্পাদনা

নিসাবের পরিমাণ কমপক্ষে সাড়ে সাত তোলা সোনা অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপার সমতুল্য সম্পদ বা অর্থ। নগদ অর্থের যাকাত রূপার হিসাবে দেয়া ঐচ্ছিক, স্বর্ণের হিসাবে দেয়া আবশ্যক। [১]। ঐ পরিমাণ প্রয়োজনের অতিরিক্ত সম্পদ কারো নিকট পূর্ণ এক বছরকাল স্থায়ী থাকলে তার উপরে যাকাত ফরজ হয়। যাকাত দিতে হয় চল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ ২.৫ % [১]

ফসলের যাকাত সম্পাদনা

ধান, গম, যব ইত্যাদি শস্য সেচ ছাড়া বৃষ্টির পানিতে জন্মালে প্রয়োজনের অতিরিক্ত সব ফসলের দশ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে। আর সেচ ব্যবস্থায় উৎপন্ন হলে বিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হবে[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা