ফয়সালাবাদ ক্রিকেট দল

ফয়সালাবাদ ক্রিকেট দল ছিল পাকিস্তানের ফয়সালাবাদে অবস্থিত আটটি আঞ্চলিক প্রথম-শ্রেণীর ক্রিকেট ক্লাবের একটি। সীমিত ওভারের জন্য দলটির নাম ছিল ফয়সালাবাদ উলভসপ্রথম-শ্রেণীর ক্রিকেট ম্যাচের জন্য কিটের রং সাদা এবং একদিনের এবং টি-টোয়েন্টি প্রতিযোগিতার জন্য সবুজ । ২০১৬-১৭ মৌসুমের পাকিস্তান সুপার লিগ থেকে পর্যবসিত হওয়ার পর তারা তাদের প্রথম-শ্রেণী ক্রিকেটর মর্যাদা হারিয়েছিল। [১] এপ্রিল ২০১৭ সালে, তারা মুলতানকে হারিয়ে তাদের প্রথম-শ্রেণীর মর্যাদা পুনরুদ্ধার করে এবং ফলস্বরূপ ২০১৭-১৮ মৌসুমের কায়েদ-ই-আজম ট্রফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।। [১]

ফয়সালাবাদ ক্রিকেট দল
একদিনের ম্যাচ নাম ইন্টারলুপ উলভস ফয়সালাবাদ
কর্মীবৃন্দ
অধিনায়কপাকিস্তান মোহাম্মদ রমজান
কোচপাকিস্তান সাদিক মুহাম্মদ
বিদেশি খেলোয়াড়পাকিস্তান মোহাম্মদ রমজান
দলের তথ্য
স্বাগতিক মাঠইকবাল স্টেডিয়াম
ধারণক্ষমতা২৫,০০০
ইতিহাস
কায়েদ-ই-আজম ট্রফি জয়

সম্মাননা সম্পাদনা

  • ২০০৩-০৪ কায়েদ-ই-আজম ট্রফি

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Group stage ends with Umar Akmal blaze"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:Pakistani first class cricket teams