কে-ইলেকট্রিক ফুটবল ক্লাব

(কে-ইলেকট্রিক এফ.সি. থেকে পুনর্নির্দেশিত)

করাচি ইলেকট্রিক ফুটবল ক্লাব পাকিস্তানের একটি অন্যতম ফুটবল ক্লাব; যা কে-ইলেকট্রিক এফ.সি. বা কে.ই. নামে সর্বাধিক পরিচিত। পাকিস্তান প্রিমিয়ার লিগে খেলা দলটির অবস্থান পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজশানী করাচীতে। পিপলস ফুটবল স্টেডিয়ামকে হোমগ্রাউন্ড হিসাবে ব্যবহার করে। এটি বর্তমানে পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে।

কে- ইলেকট্রিক
পূর্ণ নামকরাচি ইলেকট্রিক ফুটবল ক্লাব
সংক্ষিপ্ত নামKE
প্রতিষ্ঠিত১৯১৩; ১১১ বছর আগে (1913), as Karachi Electric Supply Corporation F.C.
২০১৪; ১০ বছর আগে (2014), as K–Electric F.C.
মাঠপিপলস ফুটবল স্টেডিয়াম, করাচি
ধারণক্ষমতা২৫,০০০[১]
প্রধান কোচমজিদ সফিক
লিগপাকিস্তান প্রিমিয়ার লিগ
২০১৪–১৫পাকিস্তান প্রিমিয়ার লিগের ১ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ইতিহাস সম্পাদনা

কে-ইলেকট্রিক ১৯১৩ সালে ব্রিটিশ শাসনকালে প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালে পাকিস্তান ফুটবল ফেডারেশন লিগে খেলার সুযোগ পায় এবং পাকিস্তান রেলওয়ের নিকট হেরে রানার্স-আপন হওয়া হয়। ক্লাবটি প্রথম পাকিস্তান লিগের শিরোপা অজর্ন করে ২০১৪-১৫ সেশনে; তার আগের দুই সেশনেও রানার্স -আপ হয়ে। কেই পাকিস্তানের প্রথম ক্লাব হিসাবে এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করে।

জার্সি সম্পাদনা

অর্জন সম্পাদনা

২০১৪-১৫,

খেলোয়াড়েরা সম্পাদনা

বর্তমান খেলোয়াড়েরা সম্পাদনা

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
গো   জাহাঙ্গীর খান
  উমর ফারুক
  ওকপালা মাইকেল
  হায়াতুল্লা খান
  ওয়ালী খান
  আব্দুল রেহমান
  মুহাম্মদ মুসা
  মুহাম্মদ রসুল (অধিনায়ক)
১০   জন আসওয়ার্থ
১৪   ইরফান খান
নং অবস্থান খেলোয়াড়
১৫   হাবিব উর রেহমান
১৬   শাহনুর কাইয়ুম
১৭   মুহাম্মদ রিয়াজ
২৪ গো   গুলাম নবি
২৬   নুর মুহাম্মদ
২৭   আওরঙ্গজেব বেলোচ
২৯   Abayomi Wilson
৩০   Abayomi Oludeyi
৯৯ গো   অরঙ্গজেব শাহমীর
১০ অক্টোবর ২০১৫ তারিখ পর্যন্ত হালনাগাদকৃত।[২]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা