আহমেদ ইব্রাহিম মসজিদ

সিঙ্গাপুরের মসজিদ

মসজিদ আহমদ ইব্রাহিম, বা আহমদ ইব্রাহিম মসজিদ সিঙ্গাপুরের সেমবাওয়ান রোডের জালান উলু স্লেটারে এবং স্প্রিংসাইড হাউজিং এস্টেটের সামনে অবস্থিত একটি মসজিদ

مسجد أحمد إبراهيم
আহমেদ ইব্রাহিম মসজিদ
Ahmad Ibrahim Mosque
আহমেদ ইব্রাহিম মসজিদের সম্মুখভাগের মিনার সহ চিহ্ন
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
অবস্থান
অবস্থানসিঙ্গাপুর
স্থানাঙ্ক১°২৪′২৪″ উত্তর ১০৩°৪৯′১৩″ পূর্ব / ১.৪০৬৬° উত্তর ১০৩.৮২০৪° পূর্ব / 1.4066; 103.8204

ইতিহাস সম্পাদনা

মসজিদ আহমদ ইব্রাহিম ১৯৫৫ সালে অস্থায়ী পেশা লাইসেন্সের (টিওএল) অধীনে একটি জমিতে নির্মাণ করা হয় । এটি তখন সুরউ নি সুন জালান উলু স্লেটার নামে পরিচিত ছিল এবং এর প্রথম ইমাম ছিলেন ইমাম এইচ কে কাতসির।

১৯৫৯ সালে সেমবাওয়ান নী সুন এবং শ্রমমন্ত্রী সংসদ সদস্য আহমদ বিন ইব্রাহিম, সুরয়ের মসজিদ উন্নতিতে সহায়তা করেছিলেন। ১৯৬৯ সালে, এই অঞ্চলে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পায় এবং সুরু মসজিদের উন্নীত করা হয়। ১৯৬৯ সালের পরেই প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছিল। বছরের পর বছর ধরে এই মসজিদে আরও বিভিন্ন উন্নতিমূলক কাজ করা হয়েছে। এই উন্নতির জন্যে যার ফলে প্রায় এক হাজার মানুষ এই মসজিদে নামাজ পড়তে পারে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা