সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নকীব বট (আলোচনা | অবদান)
ত্রুটি সংশোধন, ID: 17 অউব্রা ব্যবহার করে
১৬ নং লাইন:
 
== পারিবারিক জীবন ==
১৮৪৮ সালের ১০ নভেম্বর [[কলকাতা|কলকাতায়]] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম। তার বাবা দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন ঐ যুগের একজন স্বনামধন্য চিকিৎসক।
 
== শিক্ষা ও কর্মজীবনের সূচনা ==
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জনের পর সুরেন্দ্রনাথ ব্যানার্জী [[ইংল্যান্ড|ইংল্যান্ডে]] চলে যান এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিস (আইসিএস) পরীক্ষা পাশ করেন। অতঃপর ১৮৭১ সালে তিনি সিভিল সার্ভিসের কর্মজীবনে সহকারী ম্যাজিস্ট্রেট হিসেবে [[সিলেট|সিলেটে]] আসেন। <ref>{{Citeবই bookউদ্ধৃতি|urlইউআরএল=https://books.google.com/books?id=sclm1xNDBBEC&pg=PA55|titleশিরোনাম=Indian Political Thinkers: Modern Indian Political Thought|lastশেষাংশ=Jayapalan|firstপ্রথমাংশ=N.|dateতারিখ=2000|publisherপ্রকাশক=Atlantic Publishers & Dist|pageপাতা=55|isbnআইএসবিএন=9788171569298}}</ref> তিনি তার নির্ধারিত দায়িত্ব সঠিকভাবে চালাতে পারেননি ও অগ্রসর হতে চান না - এ অজুহাতে তাকে চাকুরী থেকে বরখাস্ত করা হয়। জাতীয় নেতৃত্বে জোরালোভাবে অংশগ্রহণ করার লক্ষ্যে তিনি পুনরায় ইংল্যান্ডে গমন করেন। তিনি যেমন ছিলেন একজন স্বভাবজাত লেখক তদ্রূপ বাগ্মী হিসেবেও তিনি ছিলেন বিশেষভাবে পরিচিত ।
 
জুন, ১৮৭৫ সালে মাতৃভূমি ভারতে ফিরে আসেন এবং শিক্ষকতার মহান পেশায় নিজেকে মনোনিবেশ ঘটান। ইংরেজির প্রফেসর হিসেবে প্রথমে [[মেট্রোপলিটন ইনস্টিটিউশন]] এবং পরে ফ্রী চার্চ কলেজে নিয়োজিত ছিলেন। সর্বশেষে [[রিপন কলেজ|রিপন কলেজে]] যোগ দেন। পরবর্তীকালে এই রিপন কলেজই তার নামে নামকরণ করা হয় [[সুরেন্দ্রনাথ কলেজ]] হিসেবে। <ref>{{Citeওয়েব webউদ্ধৃতি|urlইউআরএল=http://www.surendranathcollege.org/profile/brief-history/|titleশিরোনাম=Brief History {{!}} Surendranath College|websiteওয়েবসাইট=www.surendranathcollege.org|accessসংগ্রহের-dateতারিখ=19 April 2017}}</ref>
 
== রাজনৈতিক জীবন ==
২৬ জুলাই, ১৮৭৬ সালে সুরেন্দ্রনাথ সর্ব ভারতীয় আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ভারত সভা বা [[ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন]] প্রতিষ্ঠা করেন। <ref>{{Citeবই bookউদ্ধৃতি|urlইউআরএল=https://books.google.com/books?id=2RKTigrrP1cC&pg=PA80|titleশিরোনাম=Haryana, a Historical Perspective|lastশেষাংশ=Mittal|firstপ্রথমাংশ=Satish Chandra|dateতারিখ=1986|publisherপ্রকাশক=Atlantic Publishers & Distri|pageপাতা=80}}</ref> ১৮৭৮ সাল হতে তিনি ''[[দি বেঙ্গলি]]'' শিরোনামে একটি কাগজ সম্পাদনা করতেন এবং নির্ভিক ও ঔৎসুক চিত্তে জাতির স্বার্থসংশ্লিষ্ট বিশেষ করে জাতীয় সংস্কৃতি, একতা, স্বাধীনতা ও মুক্তির বিষয়ে নিয়মিত লিখতেন।
 
এছাড়াও, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতীয় [[বিধানসভা|বিধানসভার]] অন্যতম সদস্য ছিলেন। ১৮৭৬-১৮৯৯ সাল পর্যন্ত একাধারে তিনি কলকাতা কর্পোরেশনেরও সদস্য হিসেবে ছিলেন।
৩২ নং লাইন:
তিনি নতুন প্রতিষ্ঠিত কংগ্রেসকে আরো শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে দুইবার - ১৮৯৫ এবং ১৯০৭ সালে এর সভাপতিত্ব করেন।
 
১৯০৫ সালে সুরেন্দ্রনাথ [[বঙ্গভঙ্গ|বঙ্গভঙ্গের]] বিরুদ্ধে কঠোর অবস্থান নেন <ref name=":0">{{Citeসংবাদ newsউদ্ধৃতি|urlইউআরএল=https://www.britannica.com/biography/Surendranath-Banerjea|titleশিরোনাম=Sir Surendranath Banerjea {{!}} Indian politician|workকর্ম=Encyclopedia Britannica|accessসংগ্রহের-dateতারিখ=19 April 2017}}</ref> এবং [[স্বদেশী আন্দোলন|স্বদেশী আন্দোলনে]] নেতৃত্ব দেন। এর ফলে হিন্দু-মুসলমানের মধ্যে [[সাম্প্রদায়িকতা]] মাথাচাড়া দিয়ে ওঠে এবং [[জাতীয়তাবাদ|জাতীয়তাবাদের]] উত্থান ঘটে। পরবর্তীতে তিনি মতানৈক্যজনিত কারণে ১৯১৮ সালে কংগ্রেস থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। এবং [[মধ্যপন্থী]] হিসেবে হিন্দু-মুসলিম উভয় পক্ষকে একীকরণের জন্য
তিনি উদ্যোগী হন।
১৯২১ সালে তিনি [[নাইট]] উপাধি লাভ করেন <ref>https://www.britannica.com/biography/Surendranath-Banerjea</ref> এবং বাংলায় তৎকালীন সরকারের মন্ত্রী হিসেবে ১৯২১ থেকে ১৯২৪ সাল পর্যন্ত দেশের সেবায় মনোনিবেশ করেন।
 
== সমাজ সংস্কারে ==
৬০ নং লাইন:
{{বাংলার নবজাগরণ}}
{{ভারতীয় জাতীয় কংগ্রেস}}
 
 
[[বিষয়শ্রেণী:১৮৪৮-এ জন্ম]]
৭০ ⟶ ৬৯ নং লাইন:
[[বিষয়শ্রেণী:বাঙালি হিন্দু]]
[[বিষয়শ্রেণী:ভারতীয় বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা]]
[[বিষয়শ্রেণী:পশ্চিমবঙ্গের ভারতীয় স্বাধীনতা কর্মী]]
[[বিষয়শ্রেণী:ভারতীয় নাইট]]
[[বিষয়শ্রেণী:নাইটস ব্যাচেলর]]