কায়সার হামিদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎জীবনী: সম্প্রসারণ
→‎কর্মজীবন: সম্প্রসারণ
২৩ নং লাইন:
মোহাম্মদ কায়সার হামিদ ১৯৬৮ সালের ১লা ডিসেম্বর তারিখে [[বাংলাদেশ|বাংলাদেশে]] জন্মগ্রহণ করেছেন। তার বাবার নাম [[এম এ হামিদ]], যিনি একজন সেনা কর্মকর্তা ছিলেন এবং তার মাতার নাম [[রাণী হামিদ]], যিনি একজন [[দাবা]] খেলোয়াড় ছিলেন।
 
==আন্তর্জাতিক ফুটবল==
== কর্মজীবন ==
১৯৮৫ সালের ২রা এপ্রিল তারিখে, মাত্র ১৬ বছর ৪ মাস ২ দিন বয়সে, হামিদ [[ইন্দোনেশিয়া জাতীয় ফুটবল দল|ইন্দোনেশিয়ার]] বিরুদ্ধে [[১৯৮৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব|১৯৮৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের]] ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে [[বাংলাদেশ জাতীয় ফুটবল দল|বাংলাদেশের]] হয়ে অভিষেক করেছিলেন; ম্যাচে তিনি একজন [[কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড়]] হিসেবে খেলেছিলেন। ম্যাচটি বাংলাদেশ ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.allworldcup.narod.ru/1986/PROTOCOL/QUALIF/ASIA/G6/BANVSIDN.HTM |শিরোনাম=Bangladesh 2:1(0:1) Indonesia |ওয়েবসাইট=allworldcup |ভাষা=ইংরেজি |সংগ্রহের-তারিখ=২৭ মার্চ ২০২১}}</ref> জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই তিনি বাংলাদেশের জার্সি গায়ে প্রথম গোলটি করেছিলেন; ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছিলেন।
 
১৯৯৩ সালের ৭ই মে তারিখে হামিদ ২৪ বছর বয়সে বাংলাদেশের তার সর্বশেষ ম্যাচটি খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছিলেন। [[সংযুক্ত আরব আমিরাত|সংযুক্ত আরব আমিরাতের]] [[দুবাই|দুবাইয়ের]] [[আল মাকতুম স্টেডিয়াম|আল মাকতুম স্টেডিয়ামে]] অনুষ্ঠিত [[শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দল|শ্রীলঙ্কার]] বিরুদ্ধে বাংলাদেশ ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল, ম্যাচটিতে তিনি বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করেছিলেন। আন্তর্জাতিক ফুটবলে, তার ৩ বছরের খেলোয়াড়ি জীবনে তিনি সর্বমোট ৯ ম্যাচে ২টি গোল করেছিলেন।
 
== সম্মাননা ==