লুইজ ফেলিপে স্কলারি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
Shahriar Kabir Pavel (আলোচনা | অবদান)
→‎কোচিং কর্মজীবন: বানান সংশোধন
৭২ নং লাইন:
'''লুইজ ফিলিপি স্কলারি''', [[অর্ডার অব ইনফান্তে ডি. হেনরিক|কমআইএইচ]] ({{IPA-pt|luˈis fɪˈɫipɪ sko̞ˈlaɾi|br}}, {{IPA-pt|ˈɫwiʃ fɨˈɫip(ɨ) ʃkuˈɫaɾi|eu}}), {{lang-en|Luiz Felipe Scolari}}) (জন্ম: ৯ নভেম্বর, ১৯৪৮) [[২০০২ বিশ্বকাপ ফুটবল|২০০২ সালের বিশ্বকাপ ফুটবল]] জয়ী [[ব্রাজিল জাতীয় ফুটবল দল|ব্রাজিল দলের]] ম্যানেজার ছিলেন। পরবর্তীতে ১২ জুলাই, ২০০৩ থেকে ৩০ জুন, ২০০৮ সাল পর্যন্ত তিনি [[পর্তুগাল জাতীয় ফুটবল দল|পর্তুগাল জাতীয় ফুটবল দলের]] কোচের দায়িত্বে ছিলেন।
 
তিনি পুণরায়পুনরায় ২০১২ সাল থেকে সাবেক কোচ [[মানো মেনেজেস|মানো মেনেজেসের]] পরিবর্তে ব্রাজিল দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। ব্রাজিলে তাকে ফেলিপাও এবং আন্তর্জাতিক পর্যায়ে বিগ ফিল নামে ডাকা হয়।<ref>{{সংবাদ উদ্ধৃতি| ইউআরএল=http://www.timesonline.co.uk/tol/sport/football/premier_league/chelsea/article5683439.ece | অবস্থান=London | কর্ম=The Times | প্রথমাংশ=Fiona | শেষাংশ=Hamilton}}</ref><ref>{{সংবাদ উদ্ধৃতি| ইউআরএল=http://www.thesun.co.uk/sol/homepage/sport/football/1280239/Phil-Scolari-named-as-new-Chelsea-boss-in-deal-worth-15m-The-Portugal-coach-to-sign-Deco-for-10m-from-Barcelona.html | অবস্থান=London | কর্ম=The Sun | প্রথমাংশ=Ian | শেষাংশ=McGarry}}</ref><ref>[http://www.mirrorfootball.co.uk/news/Phil-Scolari-isn-t-as-good-as-Sir-Alex-Ferguson-says-Hull-boss-Phil-Brown-article38728.html]</ref>
 
== কোচিং কর্মজীবন==
৮৩ নং লাইন:
২০০১ সালের জুন মাসে স্কলারি তার স্বদেশ ব্রাজিলের দায়িত্ব পান। বাছাই পর্বের মাত্র পাঁচটি ম্যাচ হাতে রেখে সেসময় বিশ্বকাপে যোগ্যতা অর্জন নিয়ে ব্রাজিল বিরাট সংশয়ে ছিল। দায়িত্ব নেয়ার পর প্রথম ম্যাচেই ব্রাজিল উরুগুয়ের কাছে ০-১ গোলে হেরে গেলে সংকট আরও ঘনীভূত হয়। তবে শেষ পর্যন্ত তিনি ব্রাজিলকে মূলপর্বে উত্তীর্ণ করতে সমর্থ হন।
 
বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করার আগে প্রবল জনমত উপেক্ষা করে তিনি বর্ষীয়ান স্ট্রাইকার [[রোমারিও]]কে দলে নিতে অস্বীকৃতি জানান। এমনকি রোমারিও নিজেও কান্নাজড়ানো কন্ঠেকণ্ঠে আবেদন জানালে স্কোলারিস্কলারি তা নাকচ করে দেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি | তারিখ=7 May 2002 | ইউআরএল=http://www.rediff.com/sports/2002/may/07brazil.htm | শিরোনাম=Defiant Big Phil leaves out Romario| প্রকাশক=rediff.com | সংগ্রহের-তারিখ=9 February 2009}}</ref> বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলকে তুলনামূলকভাবে দুর্বল দল হিসেবেই বিবেচনা করা হচ্ছিল। কিন্তু একে-একে তুরস্ক, চীন, কোস্টারিকা, বেলজিয়াম, ইংল্যান্ড এবং সেমিফাইনালে আবার তুরস্কের বিরুদ্ধে জয় ব্রাজিলকে ফাইনালে পৌঁছে দেয়। ফাইনালে [[রোনালদো]]র জোড়া গোলে ব্রাজিল [[জার্মানি জাতীয় ফুটবল দল|জার্মানিকে]] পরাজিত করে পঞ্চমবারের মত বিশ্বকাপ শিরোপো নিজেদের করে নেয়।<ref>{{সংবাদ উদ্ধৃতি| ইউআরএল = http://www.guardian.co.uk/football/2002/jun/30/minutebyminute.worldcupfootball2002| শিরোনাম = Brazil 2 - 0 Germany| প্রকাশক = [[The Guardian]]| প্রথমাংশ = Scott| শেষাংশ = Murray| তারিখ = 30 June 2002| সংগ্রহের-তারিখ = 9 February 2009| অবস্থান=London}}</ref> ২০০২ সালের শেষে ব্রাজিলের ম্যানেজার হিসেবে স্কলারি পদত্যাগ করেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি| ইউআরএল = http://query.nytimes.com/gst/fullpage.html?res=9905E2DD123AF933A2575BC0A9649C8B63| শিরোনাম = Scolari Resigns As Brazil's Coach| প্রকাশক = [[The New York Times]]| তারিখ = 10 August 2002| সংগ্রহের-তারিখ = 9 February 2009}}</ref>
 
== তথ্যসূত্র ==