ঐতরেয়োপনিষদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

হিন্দুধর্মের একটি প্রাচীন ধর্মগ্রন্থ
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
নতুন পৃষ্ঠা: {{হিন্দুশাস্ত্র}} '''ঐতরেয় উপনিষদ''' একটি অন্যতম প্রধান ও প্রাচীন …
(কোনও পার্থক্য নেই)

১১:২৪, ২৮ মে ২০০৯ তারিখে সংশোধিত সংস্করণ

ঐতরেয় উপনিষদ একটি অন্যতম প্রধান ও প্রাচীন উপনিষদ। মুখ্য উপনিষদগুলির অন্যতমরূপে বিবেচিত এই উপনিষদটি ঋগ্বেদের সঙ্গে সম্পর্কযুক্ত। ১০৮টি উপনিষদের মুক্তিকা অনুশাসন অনুযায়ী এটি অষ্টম উপনিষদ। শঙ্করাচার্য এর ভাষ্য রচনা করেছিলেন।

তিনটি অধ্যায়ে বিভক্ত ও ৩৩টি শ্লোকসমন্বিত ঐতরেয় উপনিষদ সংক্ষিপ্ত গদ্যাকারে লিখিত। আদি বৈদিক ধর্মগ্রন্থ ঐতরেয় আরণ্যকের দ্বিতীয় ভাগের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় নিয়ে এই গ্রন্থটি রচিত।

ঐতরেয় আরণ্যকঐতরেয় ব্রাহ্মণ গ্রন্থের ঋষি হলেন ঐতরেয় মহীদাস। ছান্দগ্যো উপনিষদ অনুসারে, ঐতরেয় মহীদাস ১১৬ বছর জীবিত ছিলেন। (ছান্দগ্যো উপনিষদ ৩।১৬।৭)

এই গ্রন্থের প্রথম অধ্যায়ে আত্মকে দিব্য সৃষ্টিকর্তারূপে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত হয়েছে আত্মের তিন জন্মের কথা। তৃতীয় অধ্যায়ে কথিত হয়েছে ব্রহ্মের গুণাবলি। এই গ্রন্থেই বেদান্তের অন্যতম প্রসিদ্ধ বচন "প্রজ্ঞানম ব্রহ্ম" কথাটি লিপিবদ্ধ আছে। উল্লেখ্য, এই উক্তিটি পরে মহাকাব্যেও ব্যবহৃত হয়।

বহির্সংযোগ