ডিএনএ অনুলিপন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
RIT RAJARSHI (আলোচনা | অবদান)
→‎সম্প্রসারণ: সম্প্রসারণ
RIT RAJARSHI (আলোচনা | অবদান)
→‎সম্প্রসারণ: সম্প্রসারণ
৩৬ নং লাইন:
 
দ্রষ্টব্য, প্রতি রেপ্লিকেশন ফরক এর দুইটি শাখার একটিতে, নির্মীয়মাণ তন্ত্রীর ৫' থেকে ৩' বৃদ্ধির অভিমুখ; এবং রেপ্লিকেশন ফরক খুলবার অভিমুখ পরস্পর সমান। এই শাখাটিকে অগ্রণী তন্তু বা লিডিং স্ট্র্যান্ড বলে । অপর শাখায়, নির্মীয়মাণ তন্ত্রীর ৫' থেকে ৩' বৃদ্ধির অভিমুখ, এবং রেপ্লিকেশন ফরক খুলবার অভিমুখ পরস্পর বিপরীত। এই শাখাটিকে পশ্চাদপর তন্তু বা ল্যাগিং স্ট্র্যান্ড বলে। অগ্রণী তন্তু বা লিডিং স্ট্র্যান্ড এ একবার মাত্র আর এন এ প্রাইমিং দরকার হয় সূচনার সময়। এর পর নিরবচ্ছিন্ন (কনটিনিউয়াস) ভাবে ডি এন এ পলিমারাইজেশন চলতে থাকে।
 
পশ্চাদপর তন্তু বা ল্যাগিং স্ট্র্যান্ড কে বার বার অপেক্ষা করতে হয় ডিএনএ প্যাঁচ খুলে নতুন ফাঁকা জায়গা তৈরি হওয়া পর্যন্ত । নতুন ফাঁকা জায়গা তৈরি হলে রেপ্লিকেশন ফরক খুলবার বিপরীত অভিমুখে (কেননা সর্বদা ৫' থেকে ৩' বৃদ্ধির অভিমুখ) ডি এন এ পলিমারাইজেশন হয়। ওই খণ্ডটির পলিমারাইজেশন হয়ে গেলে আবার অপেক্ষা করতে হয় ডিএনএ প্যাঁচ খুলে নতুন ফাঁকা জায়গা তৈরি হওয়া পর্যন্ত। এভাবে অনেকগুলি খণ্ড খণ্ড ডিএনএ তৈরি হয়, যাদেরকে ওকাজাকি খণ্ডক বলা হয়। প্রতিটি ওকাজাকি খণ্ডক তৈরির আগে একবার করে আর এন এ প্রাইমিং দরকার হয়। পরবর্তী ধাপে এইসব আর এন এ কেটে বাদ যায় এবং ফাঁকা জায়গায় নতুন করে ডি এন এ পলিমারাইজেশন হয় ও ডি এন এ খন্ডক গুলি জোড়া লাগানো (লাইগেশন) এর কাজ হয়।
 
===প্রোক্যারিয়ট দের ক্ষেত্রে===