১৩ জুলাই: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৮ নং লাইন:
* ১৭৭১ - বিখ্যাত বৃটিশ সমুদ্র ভ্রমনকারী জেমস কুক তিন বছর ধরে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ ভ্রমণ শেষ করেন।
* ১৭৭২ - ক্যাপ্টেন জেমস কুক তার দ্বিতীয় অভিযান শুরু করেন।
* [[১৮৩০]] - [[কলকাতা|কলকাতার]] [[স্কটিশ চার্চ কলেজ]] স্থাপিত হয়।
* ১৮৩২ - হেনরী স্কুলক্র্যাফট মিনেসোটায় মিসিসিপ নদীর উৎস আবিষ্কার করেন।
* ১৮৫৮ - স্কটিশ সংস্কার আইন পাস হয়।
১৬ নং লাইন:
* ১৮৯৮ - মার্কোনি রেডিওর প্যাটেন্ট পান।
* ১৯০৫ - কলকাতা থেকে প্রকাশিত ‘শক্তিবান’ পত্রিকা ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানায়।
* [[১৯২৯]] - ভারতীয় বিপ্লবী [[ যতীন্দ্র নাথ দাস]] জেলবন্দিদের অধিকারের দাবিতে আজকের দিনে ৬৩ দিনের অনশন শুরু করেন।
* ১৯৩০ - উরুগুয়েতে বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচে ফ্রান্স মেক্সিকোকে ৪-১ গোলে হারায়।
* ১৯৩১ - জার্মানীর একটি আর্থিক প্রতিষ্ঠান ডানাব্যাংক দেউলিয়া হয়ে যায়। ফলে জার্মানীর সব ব্যাংক বন্ধ হয় যা আবার ৫ আগস্ট খুলে।
২৩ নং লাইন:
* ১৯৬০ - জন এফ. কেনেডী লস এন্জেলসে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ডেমোক্রেট দলের নমিনেশন পান।
* ১৯৭৩ - আফগানিস্তানকে প্রজাতন্ত্র ঘোষণা।
* [[১৯৭৩]] - [[বাংলাদেশ]]কে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় [[মরক্কো]]।
* ১৯৭৭ - নিউইয়র্ক সিটি একটানা ১৪ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার নজিরবিহীন ঘটনা। এ সময় ভয়াবহ লুটপাট, খুন, ধর্ষণ সংঘটিত হয়।
* ২০০৭ - নেপালের পশ্চিমাঞ্চলে দু’টি পৃথক ভূকিম্পে অন্তত ২৬ জন নিহত হয়।
৩৩ নং লাইন:
* ১৭৪৮ - লরেন জোসো নামের বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী ফ্রান্সের লিওন শহরে জন্ম গ্রহণ করেন।
* ১৮২২ - অযোধ্যার শেষ নবাব সংগীতামোদী ওয়াজিদ আলী শাহ।
* [[১৮৮০]] - [[সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী]], মুসলিম জাগরণের কবি। (মৃ. [[১৯৩১]])
* [[১৮৯৪]] - [[আইজাক বাবেল]], রাশিয়ান ছোট গল্পের লেখক, সাংবাদিক এবং নাট্যকার। (মৃ. [[১৯৪০]])
* [[১৯০০]] - [[ছবি বিশ্বাস ]], বাংলা নাট্যমঞ্চ এবং চলচ্চিত্রের বিখ্যাত বাঙালি অভিনেতা। (মৃ.১১/০৬/[[১৯৬২]])
* [[১৯৩৪]] - [[ওলে সোয়েনকা]], সাহিত্যে নোবেলজয়ী একজন নাইজেরীয় নাট্যকার ও কবি।
* [[১৯৪০]] - [[প্যাট্রিক স্টুয়ার্ট]], [[যুক্তরাজ্য|ইংরেজ]] চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা, এবং [[হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয়]] এর চ্যান্সেলর।
* [[১৯৪১]] - [[গ্রাহাম কর্লিং]], সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
* [[১৯৪১]] - [[রবার্ট ফরস্টার]], মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। (মৃ. [[২০১৯]])
* [[১৯৪২]] - [[হ্যারিসন ফোর্ড]], আমেরিকান অভিনেতা এবং প্রযোজক।
* [[১৯৪২]] - [[আব্দুল্লাহ আল মামুন|আব্দুল আল মামুন]], বাংলাদেশী অভিনেতা, চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক। (মৃ. [[২০০৮]])
* [[১৯৪৪]] - [[এরিক ফ্রিম্যান]], সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
* [[১৯৪৪]] - [[এর্নো রুবিক]], হাঙ্গেরীয় বংশোদ্ভূত ভাস্কর ও স্থাপত্য বিদ্যার অধ্যাপক।
* [[১৯৪৫]] - [[অ্যাশলে মলেট]], অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং লেখক।
* [[১৯৫৪]] - [[রে ব্রাইট]], অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
* [[১৯৬১]] - [[তাহিরা আসিফ]], পাকিস্তানি রাজনীতিবিদ। (মৃ. [[২০১৪]])
* ১৯৮২ - ইংরেজ অভিনেত্রী সামিয়া স্মিথ।
* [[১৯৮৫]] - [[গিয়ের্মো ওচোয়া]], মেক্সিকান ফুটবলার।
* [[১৯৮৮]] - [[স্টিভেন আর ম্যাককুইন]], আমেরিকান অভিনেতা এবং মডেল।
* [[২০০৩]] - [[ওয়্যাট ওলেফ]], মার্কিন শিশু অভিনয় শিল্পী।
 
== মৃত্যু ==
* [[৬৭৮]] - হযরত আয়েশা সিদ্দিকা, ইসলাম ধর্মের নবি মুহাম্মদের সহধর্মিনী ও প্রথম খলিফা আবু বকর সিদ্দিকের কন্যা।
* [[১৭৯৩]] - জ্যা পল মারাত, ফরাসি সাংবাদিক ও বিপ্লবী।
* [[১৮৫১]] - আর্নল্ড শোয়েম বার্গ, অস্ট্রীয় সঙ্গীতজ্ঞ।
* [[১৮৮৯]] - রবার্ট হ্যামালিঙ, অস্ট্রীয় কবি।
* [[১৮৯৬]] - [[ফ্রেডরিখ অগাস্ট কেকুল]], জার্মান রসায়নবিদ। (জ. [[১৮২৯]])
* [[১৯২১]] - [[গাব্রিয়েল লিপমান]], ফরাসি-লুক্সেমবার্গীয় পদার্থবিজ্ঞানী ও উদ্ভাবক। (জ. [[১৮৪৫]])
* [[১৯৫৪]] - [[ফ্রিদা কাহলো]], মেক্সিকান চিত্রশিল্পী ও শিক্ষিকা। (জ. [[১৯০৭]])
* [[১৯৬৯]] - [[মুহম্মদ শহীদুল্লাহ|ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ]], বাংলাদেশি বহুভাষাবিদ, ভাষাবিজ্ঞানী ও শিক্ষাবিদ। (জ. [[১৮৮৫]])
* [[১৯৭৪]] - [[প্যাট্রিক ব্ল্যাকেট]], ইংরেজ পদার্থবিজ্ঞানী। (জ. [[১৮৯৭]])
* [[১৯৮০]] - সেরেতসি খামার, [[বতসোয়ানা]]র প্রথম প্রেসিডেন্ট।
* [[১৯৯৫]] - [[আশাপূর্ণা দেবী]], ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও শিশুসাহিত্যিক। (জ. [[১৯০৯]])
* [[১৯৯৯]] - [[গৌরী আইয়ুব]], বিশিষ্ট সমাজকর্মী, কর্মী, লেখিকা ও শিক্ষিকা। (জ. [[১৯৩১]])
* [[২০০২]] - ইউসুফ কার্শ, তুর্কি বংশোদ্ভুত কানাডীয় চিত্রগ্রাহক।
* [[২০০৩]] - [[দিলদার]], বাংলাদেশি কৌতুক অভিনেতা।
* [[২০০৬]] - [[রেড বাটন্স]], মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা। (জ. [[১৯১৯]])
* [[২০১৪]] - [[নাডিন গর্ডিমার]], [[নোবেল পুরস্কার]] বিজয়ী দক্ষিণ আফ্রিকান সাহিত্যিক, রাজনৈতিক কর্মী এবং বর্ণবাদবিরোধী নেত্রী। (জ. [[১৯৩৩]])
* [[২০২০]] - [[নুরুল ইসলাম বাবুল]], বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, [[যমুনা গ্রুপ|যমুনা গ্রুপের]] প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। (জ. [[১৯৪৬]])
 
== ছুটি ও অন্যান্য ==