বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
→‎পাতা স্থানান্তর: উত্তর প্রদান
৪৬১ নং লাইন:
আফতাব ভাই, আসসালামু আলাইকুম। মডিউল সংক্রান্ত সমস্যা সমাধান করার পূর্বেই আজকে আমি আপনার কাছে নতুন একটি সমস্যা নিয়ে উপস্থিত হয়েছি। সম্প্রতি বেশ কিছু পাতার নাম পূর্বে থেকে বিদ্যমান সংশ্লিষ্ট পাতার পুনর্নির্দেশিত পাতায় স্থানান্তর করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছি। যেসকল পাতা স্থানান্তর করতে গিয়ে আমি সমস্যার সম্মুখীন হয়েছি তার মধ্যে কয়েকটি হচ্ছে; [[এফসি বায়ার্ন মিউনিখ]] → [[ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ]], [[ফুটবল ক্লাব ইন্তারনাজিওনালে মিলানো]] → [[ইন্টার মিলান]], [[ডাব্লিউডাব্লিউই ডিভাস চ্যাম্পিয়নশীপ]] → [[ডাব্লিউডাব্লিউই ডিভাস চ্যাম্পিয়নশিপ]], [[এডজ (কুস্তিগির)]] → [[এজ (কুস্তিগির)]] এবং আরও অনেক। এই সকল পাতাগুলো স্থানান্তর করার সময় এই বার্তাটি প্রদর্শিত হয় "'''এই শিরোনামে একটি পাতা ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে, অথবা আপনি যে শিরোনামটি পছন্দ করেছেন তা গ্রহণযোগ্য নয়। দয়া করে অন্য একটি শিরোনাম দিয়ে চেষ্টা করুন'''"। খুব সম্ভবত পুনর্নির্দেশিত পাতাগুলো একাধিকবার সম্পাদনা করা হয়েছে বলে এমনটি হচ্ছে। এই সমস্যা সমাধানের ক্ষেত্রে আমার করণীয় কি এবং আমি কি কি পদক্ষেপ নিতে পারি, তা একটু জানাবেন। – [[ব্যবহারকারী:Waraka Saki|Waraka Saki]] ([[ব্যবহারকারী আলাপ:Waraka Saki|আলাপ]]) ১৬:০২, ৮ জুলাই ২০২০ (ইউটিসি)
:{{উত্তর|Waraka Saki}} করেছি। তবে [[ফুটবল ক্লাব ইন্তারনাজিওনালে মিলানো]] → [[ইন্টার মিলান]] করা উচিত হবে? ইতালীয় ভাষার উইকিতে নাম [[:it:Football Club Internazionale Milano]]। --[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান#top|আলাপ]]) ১৭:০৫, ৮ জুলাই ২০২০ (ইউটিসি)
::{{উত্তর|আফতাবুজ্জামান}} ইন্টার মিলান একটি ইতালীয় ক্লাব, এ জন্য স্থানীয় নাম অনুসারে ইতালীয় উইকিপিডিয়ায় [[:it:Football Club Internazionale Milano|Football Club Internazionale Milano]] লেখা হয়েছে। কিন্তু ইতালির বাইরে ক্লাবটি ইন্টার মিলান নামেই সুপরিচিত, বাংলাদেশেও তা-ই; এছাড়াও ইংরেজি উইকিপিডিয়ায় নিবন্ধটির নাম [[:en:Inter Milan|Inter Milan]]-ই রাখা হয়েছে। এই জন্য [[উইকিপিডিয়া:নিবন্ধ শিরোনাম#সুপরিচিত নামসমূহ|সুপরিচিত নামসমূহের]] অধীনে আমি নিবন্ধটির নাম ইন্টার মিলান রাখার পরামর্শ প্রদান করছি। – [[ব্যবহারকারী:Waraka Saki|Waraka Saki]] ([[ব্যবহারকারী আলাপ:Waraka Saki|আলাপ]]) ০৬:১৪, ৯ জুলাই ২০২০ (ইউটিসি)
 
== জানতে চাই ==