বুলগেরিয়া: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২৭ নং লাইন:
|established_date2 = <br />[[১৪২২]]
|established_event3 = Independence from [[Ottoman Empire]]
|established_date3 = <br />[[১৮৭৮]]
|established_event4 = Recognized
|established_date4 = ১৯০৮
৮৪ নং লাইন:
পশ্চিমে সোফিয়া এবং পূর্বে [[কৃষ্ণ সাগর]] পর্যন্ত নিম্নভূমিটি [[গোলাপের উপত্যকা]] নামে পরিচিত। তিন শতাব্দীরও বেশি সময় ধরে এখানকার কৃষকেরা [[কাজালনুক গোলাপ|কাজালনুক গোলাপের]] চাষ করে আসছেন। এই গোলাপের তৈল নির্যাস অত্যন্ত দুর্লভ এবং বুলগেরিয়ার অন্যতম রপ্তানি পণ্য। বুলগেরিয়ার পূর্বে কৃষ্ণ সাগরের উপকূল উত্তরে খাড়া পার্বত্য ঢাল থেকে দক্ষিণে বালুকাময় সৈকতে নেমে এসেছে। এখানকার পর্যটন কেন্দ্রগুলিতে সারা বিশ্ব থেকে লোক বেড়াতে আসে। উত্তরের পর্বতমালাতে শীতকালে ভারী বরফ পড়ে; ফলে শীতকালীন ক্রীড়ার জমজমাট আসর বসে এখানে।
 
ইউরোপ ও এশিয়ার মধ্যস্থলে অবস্থিত হওয়ায় বুলগেরিয়াকে নিয়ে বহু শক্তির প্রতিদ্বন্দ্ব্বিতা হয়েছে। বহু শতাব্দী ধরে এটি একটি স্বাধীন রাজ্য ছিল। মধ্যযুগে এসে দীর্ঘ সময় ধরে একটি প্রধান শক্তি ছিল। [[প্রথম বুলগেরীয় সাম্রাজ্য|প্রথম বুলগেরীয় সাম্রাজ্যের]] সময় (৬৩২/৬৮১—১০১৮) এখানকার শাসকেরা বলকান উপদ্বীপের অধিকাংশ এলাকা শাসন করেছেন। এখানকার খ্রিস্টান অর্থডক্স ধর্ম, সংস্কৃতি দক্ষিণ ও পূর্ব ইউরোপীয় বহু [[স্লাভীয় জাতি|স্লাভীয় জাতিকে]] প্রভাবিত করেছে। পূর্ব ইউরোপের ভাষাগুলির লিখন পদ্ধতিতে প্রচলিত [[সিরিলীয় লিপি]] বুলগেরিয়াতেই উদ্ভাবিত হয়। [[দ্বিতীয় বুলগেরীয় সাম্রাজ্য|দ্বিতীয় বুলগেরীয় সাম্রাজ্যের]] অবক্ষয়ের শেষে [[১৩৯৩]] সালে দেশটি [[উসমানীয় সাম্রাজ্য|উসমানীয় সাম্রাজ্যের]] অধীনে আসে। প্রায় ৫০০ বছর উসমানীয় সাম্রাজ্যের অধীনে শাসিত হবার পর [[১৮৭৮]] সালে [[সান স্তেফানোর চুক্তি|সান স্তেফানোর চুক্তির]] মাধ্যমে বুলগেরিয়া একটি সাংবিধানিক রাজতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ১৯১২-১৯১৩ সালের [[প্রথম বলকান যুদ্ধ|প্রথম বলকান যুদ্ধে]] জয়ী হলেও [[২য় বলকান যুদ্ধ|২য় বলকান যুদ্ধে]] দেশটি হেরে যায় এবং [[গ্রিস]], [[সার্বিয়া]] ও [[রোমানিয়া|রোমানিয়ার]] কাছে অনেক এলাকা হারায়।
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর [[সোভিয়েত ইউনিয়ন|সোভিয়েত ইউনিয়নের]] সেনারা দেশটির দখলে ছিল। এসময় সোভিয়েত সরকারের সমর্থনে একটি সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়। সাম্যবাদী শাসনের সময় বুলগেরীয় নেতারা প্রধানত কৃষিভিত্তিক দেশটির অর্থনীতির আধুনিকায়নের লক্ষ্যে একটি শিল্পায়ন প্রকল্প শুরু করেন। ১৯৮৯ সালে গণতান্ত্রিক সংস্কারের আগ পর্যন্ত বুলগেরিয়া একটি সাম্যবাদী রাষ্ট্র ছিল। ১৯৯০ সালে বুলগেরিয়াতে যুদ্ধের পর প্রথমবারের মত বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এর নাম গণপ্রজাতন্ত্রী বুলগেরিয়া থেকে বদলে বুলগেরিয়া প্রজাতন্ত্র রাখা হয়।