নাটোর জেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Habib Rabbi (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল অ্যাপ সম্পাদনা অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পাদনা
১৩৫ নং লাইন:
অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয়। ১৭০৬ সালে পরগণা বানগাছির জমিদার গণেশ রায় ও ভবানী চরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে চাকরিচ্যুত হন। দেওয়ান রঘুনন্দন জমিদারিটি তার ভাই রামজীবনের নামে বন্দোবস্ত নেন । এভাবে নাটোর রাজবংশের পত্তন হয়। রাজা রামজীবন নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন ১৭০৬ সালে মতান্তরে ১৭১০ সালে । ১৭৩৪ সালে তিনি মারা যান । ১৭৩০ সালে [[রাণী ভবানী]]র সাথে রাজা রাম জীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয় । রাজা রাম জীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোরের রাজা হন। ১৭৪৮ সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে নবাব আলীবর্দী খাঁ রাণী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পণ করেন । রাণী ভবানীর রাজত্বকালে তার জমিদারি বর্তমান [[রাজশাহী]], [[পাবনা]], [[বগুড়া]], [[কুষ্টিয়া]], [[যশোর]], [[রংপুর]], পশ্চিমবঙ্গের [[মুর্শিদাবাদ]] , বীরভূম, মালদহ জেলা পর্যন্ত বিস্তৃত ছিল।
 
নাটোরে [[নীল বিদ্রোহ]] ১৮৫৯-১৮৬০ তে সংঘটিত হয়। <ref>[http://www.natore.gov.bd/node/97211 নাটোর জেলার ওয়েবসাইটে "জেলার পটভূমি"] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20140226234126/http://www.natore.gov.bd/node/97211 |তারিখ=২৬ ফেব্রুয়ারি ২০১৪ }} শীর্ষক নিবন্ধ</ref> ১৮৯৭ সালের জুনে নাটোরে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের অধিবেশন হয় । [[সত্যেন্দ্রনাথ ঠাকুর]] সভাপতি, মহারাজা জগদিন্দ্রনাথ অভ্যর্থনা নমিতিরসমিতির সভাপতি ও প্রধান উদ্যোক্তা ছিলেন। [[রবীন্দ্রনাথ ঠাকুর]] ও মহারাজা জগদিন্দ্রনাথের চেষ্টায় সেবারই প্রথম রাজনৈতিক সভায় বাংলা ভাষার প্রচলন করা হয়। ১৯০১ সালে মহারাজা জগদিন্দ্রনাথ কলকাতা কংগ্রেসের অভ্যর্থনা সমিতির সভাপতি হন।{{সত্যতা}} ১৮৪৫ সালে রাজশাহী জেলার অধীনে নাটোর মহকুমার সৃষ্টি। আর অন্যান্য মহকুমার মতো জেলায় উন্নীত হয় [[১৯৮৪]] সালে।
 
১৯৭১ সালের ৫ মে গোপালপুরের চিনিকলের এম.ডি. মো. আজিম সহ প্রায় ২০০ মানুষকে নৃশংসভাবে পাকবাহিনী হত্যা করে। এই বধ্যভূমিতে নির্মাণ করা হয়েছে শহীদ মিনার এবং রেলস্টেশনের নামকরণ হয়েছে আজিমনগর।<ref>[http://www.prothomalo.com/pachmisheli/article/395800/শহীদ-সাগরের-তীরে দৈনিক প্রথম আলো] শহীদ সাগরের তীরে নিবন্ধ</ref>